প্রথম মডেল টেস্ট - বহুনির্বাচনি মডেল টেস্ট পরীক্ষা

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি পরীক্ষা

প্রথম মডেল টেস্ট

শ্রেণিঃ নবম দশম

বিষয়ঃ বাংলা সাহিত্য

অধ্যায়ঃ সকল অধ্যায়

মোট বহুনির্বাচনি প্রশ্নঃ 40

প্রকাশের তারিখঃ 3-4-2023

পরীক্ষার সময়ঃ 00:20:00

১। হযরত মুহম্মদ (স.) বড় আদর করতেন-
(i) দুর্বলদেরকে
(ii) দুঃখীদেরকে
(iii) অন্ধদেরকে

i ও ii

ii ও iii

i ও iii

i, ii ও iii

২। ‘উনি তো রাগ করে"— "মমতাদি" গল্পে "উনি" কে?

ছোটকর্তা

গৃহকর্ত্রী

মমতাদির ছেলে

মমতাদির স্বামী

৩। মঙ্গলকাব্যকে উপন্যাস বলা যায় না কারণ-
(i) ছন্দে রচিত তাই
(ii) গদ্যভাষায় লিখিত নয় বলে
(iii) মধ্যযুগে রচিত হওয়ায়

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

৪। উন্নত শ্রেণির জীবের মধ্যে সুভার যে সঙ্গীটি ছিল সে কে?

প্রতাপ

প্রভাত

প্রদিপ

প্রণব

৫। বইপড়া প্রবন্ধ অনুসারে জাতির প্রাণে যথার্থ স্ফূর্তিলাভের উপায় কি?

উদার পূর্তি করানোর মাধ্যমে

মনকে সজাগ ও সবল রাখা

শিক্ষার উল্টো টান টেনে

কাব্য চর্চা করা

৬। চা খাওয়া শেষ করে আব্দুর রহমান কত মিনিটের জন্য বেরিয়ে গেল?

পাঁচ

আট

দশ

বারো

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


“বুঝি তাই আপনার রক্তে ওরা মিটিয়েছে তৃষ্ণা
আমাদের প্রিয় যা কিছু সবি তো ওরা
হত্যা করে একে একে।”

৭। উদ্দীপকের ইঙ্গিতপূর্ণ দিকটি হলো-

পৈশাচিকতা

সাংস্কৃতিক আগ্রাসন

সাধারণ মানুষকে উপেক্ষা

বিপ্লবীদের দমন

৮। প্রমথ চৌধুরীর মতে, কোন কথাটি শুনলে অনেকে চমকে উঠবেন?

সর্বশ্রেষ্ঠ শখ

ধর্মের চর্চা মন্দিরের বাইরেও চলে

শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করায় নয়

লাইব্রেরির সার্থকতা স্কুল কলেজের চাইতে একটু বেশি

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


ব্যবসায়ী সামাদ সাহেবের ছেলে রিক প্রকৃত শিক্ষা অর্জন করতে চায়। কিন্তু তাঁর পিতা চান ছেলে কোনোমতে একটি সার্টিফিকেট অর্জন করে অর্থ উপার্জনের জন্য তাঁর ব্যবসা দেখাশোনা করুক।

৯। উদ্দীপকের রিকের মানসিকতার সাথে ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ দিক হলো-

অন্নচিন্তা থেকে মুক্তি পেতে চায়

মানবসত্তার ঘরে উন্নীত হতে চায়

বাইরের জগতকে জানতে চায়

জীবন সম্পর্কে সচেতন হতে চায়

১০। "আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই"-"মানুষ মুহম্মদ (স.)" প্রবন্ধের এই উক্তিতে কী প্রকাশ পেয়েছে?

সত্য প্রচারে নির্ভীকতা

মানুষের প্রতি ভালোবাসা

সাধারণ যাপিত জীবন

শত্রুর প্রতি ক্ষমা প্রদর্শন

১১। "আম-আঁটির ভেঁপু" গল্পে ফুটে উঠেছে-

প্রকৃতির বৈচিত্র

সামাজিক জীবন

মুক্ত জীবনের প্রতি আসক্তি

প্রকৃতির সাথে জীবনের মিল

১২। ১৭ই মে সোমবার ১৯৭১ সালের আজকের কাগজে কতজন বুদ্ধিজীবী ও শিল্পীর নামে বিবৃতি বেরিয়েছিল?

৫৫

৫৬

৫৭

৫৮

১৩। নিমগাছ বিশেষভাবে প্রয়োজনীয়, কারণ-
(i) ঔষধি বৃক্ষ
(ii) নিমের হাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী
(iii) চর্ম রোগের অব্যর্থ মহৌষধ

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

১৪। ‘বই পড়া’ এবং "শিক্ষা ও মনুষ্যত্ব" প্রবন্ধ দু"টির মূল আলোচ্য বিষয় –
(i) জ্ঞানচর্চা
(ii) সংস্কৃতিবোধ
(iii) আত্মার মুক্তি

i ও ii

ii ও iii

i ও iii

i, ii ও iii

১৫। সুভাদের কোথায় যাওয়ার দিন স্থির হলো?

দিল্লি

নদীয়া

চব্বিশ পরগণা

কলকাতা

১৬। ‘চোখের জলে ভাসতে ভাসতে আমিও শরীফের মতকে সমর্থন করেছি"- এখানে কোন মতের কথা বলা হয়েছে?

রুমিকে দেখতে না যাওয়া

মার্সিপিটিশন না করা

শান্তিনগরে যাওয়া

জামীর স্কুলে যাওয়া

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


শীতের সকালে কুয়াশা চাদরে মোড়া খেজুর গাছের তলে মাটির কলসে ভরা সেই টাটকা স্বাদের রসে পুচ্ছ ভরা উচ্ছ্বাস আমি পাই আম গাছের কাছে।

১৭। উদ্দীপকে "আম-আঁটির ভেঁপু" গল্পের কোন চরিত্রকে ইঙ্গিত করে?

অপু

দুর্গা

হরিহর

সর্বজয়া

১৮। ‘শিক্ষিত সমাজের লোলুপদৃষ্টি আজ অর্থের ওপরই পড়ে রয়েছে।" উপরে উল্লিখিত বাক্যটির সাথে নিচের কোন রচনা সংগতিপূর্ণ?

নিয়তি

পল্লীসাহিত্য

শিক্ষা ও মনুষ্যত্ব

মমতাদি

১৯। ‘মমতাদি" গল্পে মমতাদি চরিত্রে প্রকাশ পেয়েছে-
(i) আত্মমর্যাদাবোধ
(ii) দায়িত্বশীলতা
(iii) স্নেহবাৎসল্য

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

২০। "শেষ হয়ে হইল না শেষ" কথাটি কার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ?

উপন্যাস

নাটক

ছোটগল্প

কবিতা

২১। নিম গাছটার ইচ্ছে করতে লাগল লোকটার সঙ্গে চলে যায়- এখানে লোকটি কে?

কবিরাজ

কবি

লেখক

চিকিৎসক

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


শীতের সকালে কুয়াশা চাদরে মোড়া খেজুর গাছের তলে মাটির কলসে ভরা সেই টাটকা স্বাদের রসে পুচ্ছ ভরা উচ্ছ্বাস আমি পাই আম গাছের কাছে।

২২। উদ্দীপকে "আম-আঁটির ভেঁপু" গল্পের কোন দিকটি প্রতিফলিত হয়েছে?

প্রকৃতি ঘনিষ্ঠতা

আনন্দিত জীবন

হতদারিদ্রতা

চিরায়ত শৈশব

২৩। ‘ক্যান্সারের সঙ্গে বসবাস" -গ্রন্থটি কার লেখা?

রোকেয়া সাখাওয়াত হোসেন

সুফিয়া কামাল

সেলিনা হোসেন

জাহানারা ইমাম

২৪। "জ্ঞানের সৃষ্টির মন সাপেক্ষ"-"মন সাপেক্ষ" অর্থ কি?

মনোবাঞ্ছিত

মনোবিশিষ্ট

মনোনির্ভরশীল

মনোগ্রাহ্য

২৫। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে মূল্যবোধ সৃষ্টির উপায় কোনটি?

শিক্ষা

জ্ঞান

যুক্তি

চিন্তা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


“বুঝি তাই আপনার রক্তে ওরা মিটিয়েছে তৃষ্ণা
আমাদের প্রিয় যা কিছু সবি তো ওরা
হত্যা করে একে একে।”

২৬। উক্ত দিকটি নিচের কোন রচনা বিদ্যমান?

উপেক্ষিত শক্তির উদ্বোধন

একাত্তরের দিনগুলি

সাহসী জননী বাংলা

স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো

২৭। "রোয়াক" অর্থ কি?

জানালা

চেয়ার

খেলার মাঠ

বারান্দ

২৮। মমতাদির কত টাকা মাইনে ঠিক হলো?

বার

চৌদ্দ

পনের

ষোল

২৯। “আবদুর রহমান তাড়াতাড়ি এসে অভয় বাণী দিল।”— এ বাক্যে আবদুর রহমান কীসের অভয় বাণী দিল?

বরফের

খাবারের

শীতের

নিরাপত্তার

৩০। আমাদের দেশে লাইব্রেরির সার্থকতা কিসের চাইতে কম নয়?

হাসপাতালের

স্কুলের

কলেজের

বিশ্ববিদ্যালয়ের

৩১। কাজকর্মে অবসর পেলে সুভা কোথায় এসে বসে?

বৃক্ষতলে

কাঁঠাল তলায়

নদীতীরে

বাঁধানো ঘাটে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


“আমার বাড়ি যাইও ভোমর
বসতে দেব পিঁড়ে
জলপান যে করতে দেব
শালি ধানের চিঁড়ে।”

৩২। ‘প্রবাস বন্ধু’ গল্পের আবদুর রহমান চরিত্রের যে দিকটি উদ্দীপকে ফুটে উঠেছে -
(i) সৌজন্যবোধ
(ii) কর্মনিষ্ঠা
(iii) স্বদেশপ্রীতি

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

৩৩। কার অসাধারণ যোগ্যতা, বুদ্ধি, বিচারশক্তি, বলিষ্ঠ দেহ দেখিয়া মানুষ অবাক হইয়া যাইত?

মুহম্মদ (স.) এর

আবু বকর (রা.) এর

ওমর (রা.) এর

ওসমান (রা.) এর

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


ঘৃতকুমারীর নরম অংশ দিয়ে শরবত তৈরি করা হয়। এর শরবত স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।

৩৪। উদ্দীপকের ‘ঘৃতকুমারীর’ সাথে ‘নিমগাছ" গল্পের নিমগাছের যে দিক থেকে সাদৃশ্য রয়েছে, তা হলো-

সৌন্দর্যের

অবহেলার

কল্যাণের

প্রাকৃতির

৩৫। বই পড়া প্রবন্ধের আলোকে শিক্ষা সম্পর্কে আমাদের বিশ্বাস কোন ধরনের?

পরীক্ষা পাস

বই পড়া

অর্থ প্রাপ্তি

সাহিত্য চর্চা

৩৬। কোনটি আফগানিদের একটা সংস্কার?

আপ্যায়ন

বিনয়

গুরুভক্তি

অতিথি সেবা

৩৭। ‘এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা কর’-এই উক্তিতে হযরত মুহম্মদ (স.) এর কোন গুণ প্রকাশ পেয়েছে?

বিশ্বস্ততা

ক্ষমাশীলতা

বিচক্ষণতা

অনাড়ম্বরতা

৩৮। অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে শেষ হয়েও হইলো না শেষ- স্তবকে সাহিত্যের কোন শাখার বৈশিষ্ট্য ফুটে উঠেছে?

উপন্যাস

কবিতা

প্রবন্ধ

ছোটগল্প

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


ব্যবসায়ী সামাদ সাহেবের ছেলে রিক প্রকৃত শিক্ষা অর্জন করতে চায়। কিন্তু তাঁর পিতা চান ছেলে কোনোমতে একটি সার্টিফিকেট অর্জন করে অর্থ উপার্জনের জন্য তাঁর ব্যবসা দেখাশোনা করুক।

৩৯। উদ্দীপকের সামাদ সাহেবকে ‘শিক্ষা ও মনুষ্যত্ব" প্রবন্ধের আলোকে বলা যায়-
(i) তিনি অর্থ সাধনাকে জীবন সাধনা মনে করেন
(ii) তাঁর জীবনে শিক্ষার অপ্রয়োজনীয় দিক অনুপস্থিত
(iii) তিনি ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে দুঃখ করেন না

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

৪০। হরিহরের ঘরের দোর জানালার কপাট কিসের দড়ি দিয়ে গরাদের সঙ্গে বাধা ছিল?

পাটের দড়ি

খরের দড়ি

নাইলনের দড়ি

নারিকেলের দড়ি