SSC পরীক্ষার মডেল টেস্ট - বহুনির্বাচনি মডেল টেস্ট পরীক্ষা

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি পরীক্ষা

SSC পরীক্ষার মডেল টেস্ট

শ্রেণিঃ নবম দশম

বিষয়ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

অধ্যায়ঃ সকল অধ্যায়

মোট বহুনির্বাচনি প্রশ্নঃ 30

প্রকাশের তারিখঃ 3-6-2023

পরীক্ষার সময়ঃ অনির্দিষ্ট

১। ফটোশপে Color Mode হচ্ছে-
(i) RGB
(ii) CMYK
(iii) Gray scale

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

২। ইলাস্ট্রেটর গ্রুপের আইকন হলো -
(i)ছবি
(ii) শেপ
(iii) চার্ট

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

৩। স্প্রেডশিটে গুণ করার সময় কোন চিহ্ন ব্যবহার করা হয়?

=x

x

*

=(/)

৪। কোনো ডকুমেন্টের শব্দ খোঁজা ও প্রতিস্থাপন করার কমান্ড কোনটি?

রিপ্লেস ফাইন্ড

ফাইন্ড রিপ্লেস

রিপ্লেস ফাউন্ড

ফাউন্ড রিপ্লেস

৫। ডিজিটাল কনটেন্ট-এ কোন ধরনের উপকরণ বেশি থাকে?

ছবি

টেক্সট

ভিডিও

এনিমেটেড ছবি

৬। দুই স্তরের নিরাপত্তার প্রয়োজন-
(i) গুগল
(ii) ইয়াহু
(iii) জি-মেইল

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


রায়হানের স্কুলে মাল্টিমিডিয়া ক্লাস রুমে সবগুলি ডেস্কটপ কম্পিউটার। রায়হান একটি কম্পিউটার চালু করতে যেয়ে দেখল যে, সিস্টেমের বাতি জ্বলছে কিন্তু ডিসপ্লেতে কিছু দেখা যাচ্ছেনা।

৭। উক্ত কম্পিউটারের সমস্যা সমাধানের উপায় হতে পারে-
(i) র‍্যামের সংযোগগুলি ইরেজার দিয়ে পরিষ্কার করে পুনরায় লাগিয়ে দেয়া
(ii) নতুন হার্ডডিস্ক লাগিয়ে দেয়া
(iii) নতুন র‍্যাম লাগিয়ে দেয়া

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

৮। কোনটির মাধ্যমে শিক্ষার্থীদের সামনে নতুন পৃথিবীর দ্বার উন্মোচিত?

ইন্টারনেট

জি-মেইল

ইয়াহু

গুগল ক্রোম

৯। স্প্রেডশিটে গুণ করার সূত্র কোনটি?

A1 B1

A1 × B1

A1 / B1

A1 * B1

১০। প্যালেটে রয়েছে-
(i) লেয়ার
(ii) পাথ
(iii) চ্যানেল

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

১১। ডকুমেন্ট সেভ করার কিবোর্ড কমান্ড কোনটি ?

ctrl + P

ctrl + S

ctrl + U

ctrl + X

১২। ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট কোনটির অন্তর্ভুক্ত?

লিখিত কনটেন্ট

ছবি

শব্দ বা অডিও

অ্যানিমেশন

১৩। একজন লোক কীভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে পারেন?

ই-পর্চা সেবার

ইএমটিএস

টেলিমেডিসিনের

ই-পুঞ্জি

১৪। ইলাস্ট্রেটরে অক্ষরের আউটলাইন তৈরি করার কমান্ড হলো-
(i) shift + ctrl চেপে O বোতামে চাপ
(ii) type মেনু থেকে create outline
(iii) shift + Alt চেপে O বোতামে চাপ

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

১৫। ডাইরেক্ট সিলেকশন টুলের অপর নাম কি ?

নীল তীর

সাদা তীর

কালো তীর

লাল তীর

১৬। তথ্য অধিকার আইনের ৭ ধারায় কয়টি বিষয় আইনের আওতামুক্ত রাখা হয়েছে?

২০

২২

২৫

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


রায়হানের স্কুলে মাল্টিমিডিয়া ক্লাস রুমে সবগুলি ডেস্কটপ কম্পিউটার। রায়হান একটি কম্পিউটার চালু করতে যেয়ে দেখল যে, সিস্টেমের বাতি জ্বলছে কিন্তু ডিসপ্লেতে কিছু দেখা যাচ্ছেনা।

১৭। উক্ত কম্পিউটারে কি সমস্যা হতে পারে ?

পাওয়ার সাপ্লাই ইউনিট নষ্ট হয়েছে

সিপিও কুলার ফ্যানটি নষ্ট হয়েছে

র‍্যামে কোন সমস্যা হয়েছে

হার্ডডিক্সে সমস্যা হয়েছে

১৮। ‘সেইভ এ্যাজ’এর মাধ্যমে কোনটি করা যায়?

ডকুমেন্ট সংরক্ষণ করা

নতুন ডকুমেন্ট খোলা

একই ডকুমেন্টকে বিভিন্ন নামে সংরক্ষণ করা

খোলা ডকুমেন্ট বন্ধ করা

১৯। কম্পিউটারের তারিখ ও সময় ঠিক না থাকলে কী করতে হবে ?

RAM পরিবর্তন

ROM পরিবর্তন

Power Supply পরিবর্তন

CMOS পরিবর্তন

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


২০২০ সালকে “মুজিব বর্ষ" পালনের জন্য ৭ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানো” বিষয়ের উপর প্রেজেন্টেশন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা শেখ রাসেল ডিজিটাল ল্যাবে ছবি সংগ্রহ করে তা সম্পাদনের কাজে ব্যস্ত।

২০। উদ্দীপকে শিক্ষার্থীদের কাজের জন্য কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়?

পাওয়ার পয়েন্ট

প্যারাডক্স

এডোবি ইলাস্ট্রেটর

এডোবি ফটোশপ

২১। বাংলাদেশে দিন দিন কোন তথ্য প্রযুক্তিনির্ভর পেশার সম্ভাবনা উন্মোচিত হচ্ছে?

মোবাইল ইঞ্জিনিয়ারিং

ডেটা কমিউনিকেশন

প্রোগ্রামিং

হার্ডওয়ার ইঞ্জিনিয়ারিং

২২। অনলাইনে পণ্যের মূল্য পরিশোধ করা যায়-
(i) ডেবিট কার্ডের মাধ্যমে
(ii) আইডি কার্ডের মাধ্যমে
(iii) ক্রেডিট কার্ডের মাধ্যমে

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

২৩। জটিল পাসওয়ার্ডে থাকে-
(i) অক্ষর
(ii) সংখ্যা
(iii) বিশেষ চিহ্ন

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

২৪। মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম কোনটি ?

প্রিমিয়ার

ফটোশপ

ফ্ল্যাশ

ডিরেক্টর

২৫। কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য ব্যবহার করা হয় -
(i) ডিস্ক ক্লিন আপ
(ii) ডিস্ক ফরমেট
(iii) ডিস্ক ডিফ্রাগমেন্ট

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

২৬। তুমি কতবার তোমার কম্পিউটারের সংরক্ষিত তথ্য বিন্যাস করবে?

দিনে একবার

সপ্তাহে একবার

মাসে একবার

বছরে একবার

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


২০২০ সালকে “মুজিব বর্ষ" পালনের জন্য ৭ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানো” বিষয়ের উপর প্রেজেন্টেশন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা শেখ রাসেল ডিজিটাল ল্যাবে ছবি সংগ্রহ করে তা সম্পাদনের কাজে ব্যস্ত।

২৭। উক্ত সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থীরা যা করতে পারে-
(i) একাধিক ছবির সমন্বয়ে বইয়ের প্রচ্ছদ তৈরি
(ii) প্রেজেন্টেশন তৈরি
(iii) বিভিন্ন ধরনের পোস্টার তৈরি

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


করিম সাহেব একজন দক্ষ আধুনিক ব্যবসায়ী। তিনি বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে পণ্য কেনা বেচা করে থাকেন।

২৮। করিম সাহেবের ব্যবহৃত প্রযুক্তির নাম কী?

ই-কমার্স

ই-মেইল

ই-বিজনেস

পুজিঁ

২৯। পাথ বা রেখা মোটা চিকন করার পরিমাপকে কী বলে?

অ্যাংকর

রেজুলিউশন

স্ট্রোক

পিক্সেল

৩০। আলোক শিখার সাথে কাকে তুলনা করা হয় ?

বিজ্ঞানীকে

শিক্ষককে

ডাক্তারকে

ইঞ্জিনিয়ারকে