৩. অ্যাসপারগার সিনড্রোমের লক্ষণ হলো—
[ সকল বোর্ড-15 ]
যুক্তিপূর্ণ কথা বলা
অন্যদের সাথে সহজেই মিশতে পারা
বাবা-মার মতামতের প্রাধান্য দেওয়া
বিশেষ কোনো বিষয়ে দক্ষতা থাকা
৪. বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা প্রায়ই কীভাবে দীর্ঘ সময় কাটায়?
[ সকল বোর্ড-14 ]
আনন্দ উচ্ছ্বাসে
ধৈর্যের সাথে
সহনশীলভাবে
পুনরাবৃত্তিমূলক কাজে
৫. অটিস্টিক শিশুদের আত্মনির্ভরশীলতা অর্জনে কী প্রয়োজন হয়?
[ সকল বোর্ড-14 ]
সহানুভূতি
সহমর্মিতা
সহযোগিতা
উপযোগ
৬. প্রতিভাবান শিশুর বিকাশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন কোনটি?
[ সকল বোর্ড-14 ]
বন্ধুদের সহযোগিতা
শিক্ষকের সান্নিধ্য
উন্নত পরিবেশ
স্বজনদের উৎসাহ
৭. সামাজিক মিথস্ক্রিয়তার সীমাবদ্ধতার জন্য শিশু কোন আচরণটি করে থাকে?
[ সকল বোর্ড-13 ]
থার্ড পার্সনে কথা বলে
একই শব্দ বার বার উচ্চারণ করে
অন্যের সংস্পর্শ অপছন্দ করে
রুটিন মেনে চলতে পছন্দ করে
৮. কোন শিশুরা মা-বাবার চোখে চোখ রেখে কথা বলতে পারে না?
[ সকল বোর্ড-13 ]
অটিস্টিক
প্রতিভাবান
প্রতিবন্ধী
স্বাভাবিক
যাদের বুদ্ধিমত্তা স্বাভাবিক হয়
যারা ছোটদের খুবই স্নেহ করে
যারা যুক্তিপূর্ণ কথা বলে
যারা অন্যদের সাথে সহজে মেশে না
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
সজল ও বাবুল দুই ভাই। ছোট ভাই সজল একা একা খেলতে পছন্দ করে। চোখে চোখে তাকায় না। বাবা-মা ও অন্য শিশুর সাথে ঠিকভাবে কথা বলতে সমস্যা হয়। দিন দিন তার আচরণে অনগ্রসরতা দেখা যায়।
অন্যকে খেয়ালই করে না এমন আচরণ করা
পরিচিত মুখ দেখলে হাসে কিন্তু চেনে না
ক্ষুধা পেলে তার মাকে প্রকাশ করে দেখায়
খেলনা পেলে অন্যদের সঙ্গে খেলা শুরু করে
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii