ক. চার পয়সা
খ. পাঁচ পয়সা
গ. ছয় পয়সা
ঘ. সাত পয়সা
উত্তরঃ চার পয়সা
ব্যাখ্যাঃ অপুর বাক্সের সম্পদের মধ্যে ছিল-একটা রং ওঠা কাঠের ঘোড়া, চার পয়সা দামের একটা টোল খাওয়া টিনের ভেঁপু বাঁশি, একটা দু'পয়সা দামের পিস্তল ইত্যাদি।
ক. স্বর্ণগোয়ালিনী
খ. সর্বজয়া
গ. দুর্গা
ঘ. লক্ষ্মী
উত্তরঃ সর্বজয়া
ক. দুই পয়সা
খ. তিন পয়সার
গ. চার পয়সা
ঘ. পাঁচ পয়সা
উত্তরঃ দুই পয়সা
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
জয়গুনের সংসারে নিত্য আগুন -
নুন আনতে পান্তা ফুরায়
পান্তা আনতে নুন।
প্রশ্নঃ উদ্দীপকের জয়গুনের সংসারচিত্র "আম-আঁটির ভেঁপু" গল্পের সর্বজয়ার কোন বক্তব্যকে সমর্থন করে?
[ Din-17 ]
ক. অতবড় মেয়ে, বলে বোঝাবো কত
খ. আর এদিকে রাজ্যে দেনা
গ. একলা নিজে কত দিকে যাবো
ঘ. তোমাদের রাতদিন খিদে আর রাতদিন ফাই-ফারমাজ
উত্তরঃ আর এদিকে রাজ্যে দেনা
ক. টিনের বাঁশিটা
খ. লক্ষ্মীর চুপড়ির কড়িগুলো
গ. দু'পয়সা দামের পিস্তলটা
ঘ. রং ওঠা কাঠের ঘোড়াটা
উত্তরঃ লক্ষ্মীর চুপড়ির কড়িগুলো
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ
মাগো তোমার শোলক বালা কাজলা দিদি কই।
ক. রাতের প্রকৃতির চিত্র
খ. গ্রাম-বাংলার প্রকৃতি
গ. ভাই-বোনের সম্পর্ক
ঘ. মায়ের শাশ্বত রূপ
উত্তরঃ ভাই-বোনের সম্পর্ক
ক. i, ii
খ. ii, iii
গ. i, iii
ঘ. i, ii, iii
উত্তরঃ i, ii
ক. নীলমনি রায়ের স্ত্রী
খ. ভুবন মুখার্জী
গ. সর্বজয়া
ঘ. মজুমদার মহাশয়
উত্তরঃ মজুমদার মহাশয়
ক. দূর্গা
খ. নীলমণি
গ. স্বর্ণ গোয়ালিনী
ঘ. সর্বজয়া
উত্তরঃ সর্বজয়া
ক. অবাধ্যতা
খ. সৃষ্টিশীলতা
গ. দুরন্তপনা
ঘ. চতুরতা
উত্তরঃ দুরন্তপনা
ক. অপরাজিতা
খ. অরণ্যক
গ. মৌরীফুল
ঘ. ইছামতি
উত্তরঃ মৌরীফুল
ক. দু"পয়সা দামের পিস্তল
খ. খানকতক খাপরার কুচি
গ. রং ওঠা কাঠের ঘোড়া
ঘ. টোল খাওয়া টিনের ভেঁপু
উত্তরঃ খানকতক খাপরার কুচি
ক. লাটিম
খ. মার্বেল
গ. বাঁশি
ঘ. খাপরা
উত্তরঃ খাপরা
ক. i, ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও iii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
জরিনা ও জয়নাল দুই ভাইবোন স্কুলে পড়ে। আর বাকী সময় ফুল বিক্রি করে। যা পায় তা দিয়ে কিছু কিনে খায়, আবার খেলতে চলে যায়। মা অন্যের বাড়িতে কাজ করে, বাবা রিকশা চালায়। সন্ধ্যার আগেই ঘরে ফিরে ওরা। এত অভাবের মধ্যেও ওদের দু"ভাইবোনের মুখে কষ্টের ছাপ নেই।
প্রশ্নঃ উদ্দীপকের জরিনা ও জয়নালের সঙ্গে "আম-আঁটির ভেঁপু" গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?
[ Chit-15 ]
ক. সর্বজয়া ও নীলমণি
খ. সন্ন ও হরিহর
গ. দুর্গা ও অপু
ঘ. সর্বজয়া ও হরিহর
উত্তরঃ দুর্গা ও অপু
ক. নটা ফলের
খ. বৈচি ফলের
গ. বড়া ফলের
ঘ. তেলাকুচার
উত্তরঃ বড়া ফলের
ক. সতর্কতা
খ. অভিমান
গ. সন্দেহ
ঘ. ভয়
উত্তরঃ সতর্কতা
ক. মানিক বন্দ্যোপাধ্যায়
খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
গ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ঘ. বনফুল
উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
১৩-১৪ বছর বয়সের কিশোরী টুনি। বিয়ে হলেও সংসার সম্পর্কে কিছুই বোঝে না সে। সারাদিন পাড়া বেড়ানো, মাছমারা, শাপলা তোলা, খেজুর গাছে চড়ে রস পাড়া এসব কিছুতেই যেন সে আনন্দ পায়।
ক. অপু
খ. দুর্গা
গ. জয়া
ঘ. স্বর্ণ
উত্তরঃ দুর্গা