ক. রাতের অবসান হয়েছে
খ. বাতির তেল ফুরিয়ে আসছে
গ. চিকিৎসার টাকা ফুরিয়ে গেছে
ঘ. মৃত্যু ঘনিয়ে আসছে
উত্তরঃ মৃত্যু ঘনিয়ে আসছে
ক. হুডুমের কোলা
খ. ঢ্যাপের মোয়া
গ. খেজুরের গুড়
ঘ. নয়া পাটালি
উত্তরঃ ঢ্যাপের মোয়া
ক. ছেলের রোগ বৃদ্ধির
খ. ছেলেকে হারানোর
গ. ছেলে দূরে যাওয়ার
ঘ. ছেলে সেরে ওঠার
উত্তরঃ ছেলেকে হারানোর
প্রশ্নঃ “ঝড়ে কাঁপে যেন নীড়ের পাখিটি জড়ায়ে মায়ের ডানা”- চরণটি দ্বারা কী বোঝানো হয়েছে?
[ Jess-20 ]
ক. সন্তানের মৃত্যুর কথা মনে জাগা
খ. বাঁচার তীব্র আকাঙ্ক্ষা
গ. মায়ের আতঙ্কিত অবস্থা
ঘ. রোগ মুক্তির লক্ষণ
উত্তরঃ মায়ের আতঙ্কিত অবস্থা
প্রশ্নঃ ‘যে কথা ভাবিতে পরান শিহরে’-পল্লিজননী’ কবিতার এ চরণে প্রকাশ পেয়েছে-
(i) শঙ্কা
(ii) ভয়
(iii) অভাব
[ Bari-20 ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও ii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
রাজিব শহরে পড়ে। মা তাকে পড়ালেখার খরচ পাঠাতে পারে না। টিউশনির কারণে এবারের ঈদে সে বাড়িতে আসতে না পারায় মা খাবার সামনে নিয়ে চোখের পানি ফেলছে।
ক. উত্তর দিতে দুখিনী মায়ের দ্বিগুণ বাড়িত জ্বালা
খ. কহিতে কহিতে মুখখানি ভাসে বহিয়া নয়ন নীর
গ. সাঁঝ হয়ে গেল তবু আসে নাকো, আই ঢাই মার প্রাণ
ঘ. আঁধারের সাথে যুঝিয়া তাহার ফুরায়ে এসেছে তেল
উত্তরঃ কহিতে কহিতে মুখখানি ভাসে বহিয়া নয়ন নীর
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও iii
ক. ছেলেকে একা ছাড়বেন না বলে
খ. মুসলমান বলে
গ. পাপ হবে ভেবে
ঘ. অর্থকষ্টের কারণে
উত্তরঃ অর্থকষ্টের কারণে
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ii ও iii
ক. ছেলের মৃত্যু আসন্ন
খ. বাতের তেল ফুরানো
গ. রাত শেষ হয়ে গেছে
ঘ. এখনি সূর্য উঠবে তাই
উত্তরঃ ছেলের মৃত্যু আসন্ন
ক. নিরব প্রকৃতি
খ. দুঃখের আশনি সংকেত
গ. জোনাকির মিটি মিটি আলো
ঘ. ঘোর অন্ধকার
উত্তরঃ নিরব প্রকৃতি
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
ক্যান্সারে আক্রান্ত সমরের অবস্থা ভালো না। ডাক্তার বলেছেন, সমর আর বেশিদিন বাঁচবে না। সমর মাকে বলে ভালো হয়ে খেলতে গেলে মা যেন নিষেধ না করেন। এ কথা শুনে মার চোখে শুধুই অশ্রু।
ক. স্নেহের আকুলতা
খ. বেয়াড়াপনা
গ. অন্যায় আবদার
ঘ. মাতৃভক্তি
উত্তরঃ অন্যায় আবদার
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও iii
ক. অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণ
খ. ক্ষুধা-দারিদ্র্যের দুঃসহ যন্ত্রণা
গ. শৈশব-কৈশোরের দুরন্তপনা
ঘ. রুগণ ছেলের রোগমুক্তির প্রত্যাশা
উত্তরঃ অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণ
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i ও iii
উত্তরঃ i ও iii
প্রশ্নঃ পল্লিজননী কবিতায় ‘ফুরায়ে এসেছে তেল’ – পঙক্তিটিতে কবি যা বোঝাতে চেয়েছেন তা হলো-
[ Dha-17 | Syl-19 ]
ক. রাতের অবসান হয়েছে
খ. মৃত্যু ঘনিয়ে এসেছে
গ. বাতির তেল ফুরিয়ে আসছে
ঘ. চিকিৎসার টাকা ফুরিয়ে গেছে
উত্তরঃ মৃত্যু ঘনিয়ে এসেছে
ক. ঘোর অন্ধকার
খ. মশকের গান
গ. হুতুমের ডাক
ঘ. কুয়াশার কাফন
উত্তরঃ হুতুমের ডাক
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
বাদশা বাবর কাঁদিয়া ফিরিছে, নিদ নাহি চোখে তাঁর-
পুত্র তাঁহার হুমায়ুন বুঝি বাঁচেনা এবার আর।
ক. সর্বজয়ার
খ. জমিলার
গ. অভাগীর
ঘ. পল্লিমায়ের
উত্তরঃ পল্লিমায়ের
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও ii
ক. কুসংস্কার
খ. দারিদ্র
গ. অমঙ্গলের ভয়
ঘ. ধর্মীয় অনুশাসন
উত্তরঃ দারিদ্র