আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

ক. আকাঙ্ক্ষাকে

খ. মহিমাকে

গ. সাধনাকে

ঘ. সম্পদকে

উত্তরঃ মহিমাকে

ক. অধিকার

খ. লোভ

গ. মোহ

ঘ. হতাশা

উত্তরঃ মোহ

ক. জীবন কুসুমাস্তীর্ণ নয়

খ. এ জীবন ক্ষণস্থায়ী

গ. আয়ু ক্রমান্বয়ে ফুরিয়ে যায়

ঘ. জীবন অবিনশ্বর নয়

উত্তরঃ এ জীবন ক্ষণস্থায়ী

ক. উন্নতি

খ. ক্রন্দন

গ. আকাঙ্ক্ষা

ঘ. আকুতি

উত্তরঃ আকাঙ্ক্ষা

ক. পার্থিব উন্নতি

খ. জ্ঞানের চর্চা

গ. পরের হিত

ঘ. নির্লোভতা

উত্তরঃ পার্থিব উন্নতি

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


অজস্র মৃত্যুরে লঙ্ঘি হে নবীন,
চলো অনায়াসে মৃত্যুঞ্জয়ী জীবন-উল্লাসে-

ক. কর যুদ্ধ বীর্যবান যায় যাবে যাক প্রাণ

খ. সংসারে সংসারী সাজ, কর নিত্য নিজ কাজ

গ. কর যত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়

ঘ. করোনা মানবগণ, বৃথা ক্ষয় এ জীবন

উত্তরঃ কর যুদ্ধ বীর্যবান যায় যাবে যাক প্রাণ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। তাই সময় থাকতেই আমাদেরকে জীবনের দায়িত্বগুলো যথাযথভাবে সম্পাদন করতে হবে। অন্যথায় জীবনে দুঃখ আসার সম্ভাবনাই বেশি।

ক. আমার পরিচয়

খ. আমার সন্তান

গ. জীবন-সঙ্গীত

ঘ. মানুষ

উত্তরঃ জীবন-সঙ্গীত

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। তাই সময় থাকতেই আমাদেরকে জীবনের দায়িত্বগুলো যথাযথভাবে সম্পাদন করতে হবে। অন্যথায় জীবনে দুঃখ আসার সম্ভাবনাই বেশি।

ক. i

খ. ii

গ. iii

ঘ. i ও ii

উত্তরঃ i ও ii

ক. সংসারে

খ. বৈরাগ্যে

গ. সংগ্রামে

ঘ. পরিবারে

উত্তরঃ বৈরাগ্যে

ক. সংসার সমরাঙ্গনে যুদ্ধ কর দৃঢ়পণে

খ. কর যুদ্ধ বীর্যবাণ যায় যাবে যাক প্রাণ

গ. সংকল্প করেছ যাহা, সাধন করহ তাহা

ঘ. করো না মানবগণ, বৃথা ক্ষয় এ জীবন

উত্তরঃ কর যুদ্ধ বীর্যবাণ যায় যাবে যাক প্রাণ

ক. অতীতের কথা চিন্তা করে

খ. মহাজ্ঞানীদের পথ অনুসরণ করে

গ. বাহ্যদৃশ্যে না ভুলে

ঘ. ভয়ে ভীত না হয়ে

উত্তরঃ মহাজ্ঞানীদের পথ অনুসরণ করে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


ফয়েজ সাহেব মনে করেন পৃথিবীতে জন্ম নেওয়ার কোনো অর্থ নেই। এই পৃথিবী, মানুষ সব কিছুই যেন রাতের স্বপ্নের মতো। এমনকি পরিবার, সন্তান কাউকে তাঁর আপন মনে হয় না।

ক. i

খ. ii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তরঃ i

ক. আমরাও হব বরণীয়

খ. আমরাও হব হে অমর

গ. এ জীবন নিশার স্বপন

ঘ. বৃথা ক্ষয় এ জীবন

উত্তরঃ এ জীবন নিশার স্বপন

ক. বৃত্রসংহার

খ. আশাকানন

গ. বীরবাহু

ঘ. ছায়াময়ী

উত্তরঃ বৃত্রসংহার

ক. নিশার স্বপন

খ. শৈবালের নীর

গ. কুসুমিত কানন

ঘ. সমরাঙ্গন

উত্তরঃ শৈবালের নীর

ক. সংকোচন

খ. চেষ্টা করা

গ. কষ্ট করা

ঘ. প্রসারণ

উত্তরঃ চেষ্টা করা

ক. যুদ্ধক্ষেত্রে

খ. জীবন যুদ্ধে

গ. মারামারিতে

ঘ. মল্ল যুদ্ধে

উত্তরঃ জীবন যুদ্ধে

ক. সুখ চিহ্ন

খ. দুঃখ চিহ্ন

গ. বিজয় চিহ্ন

ঘ. পদাঙ্ক চিহ্ন

উত্তরঃ পদাঙ্ক চিহ্ন