নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
‘নদীর একুল ভাঙে, ওকুল গড়ে এই তো নদীর খেলা সকালবেলা আমির রে ভাই, ফকির সন্ধ্যাবেলা।
ক. তাহেরা
খ. খোদেজা
গ. বহিপীর
ঘ. হাতেম
উত্তরঃ হাতেম
ক. হারানো নববধূকে খুঁজে পেয়েও কাছে না পাওয়া
খ. অনেক চেষ্টাতেও জমিদারি রক্ষায় ব্যর্থ হওয়া
গ. সন্তানকে নিজের আকাঙ্ক্ষা বোঝাতে অক্ষম হাওয়া
ঘ. ইচ্ছের বিরুদ্ধে অসম বিয়ের শিকার হওয়া
উত্তরঃ অনেক চেষ্টাতেও জমিদারি রক্ষায় ব্যর্থ হওয়া
ক. ১৯৫০
খ. ১৯৬০
গ. ১৯৬৫
ঘ. ১৯৭০
উত্তরঃ ১৯৬০
ক. পরিস্থিতি আঁচ করতে পেরে
খ. জমিদারের ইঙ্গিতে
গ. বয়স বেড়ে যাওয়ায়
ঘ. লোকলজ্জার ভয়ে
উত্তরঃ পরিস্থিতি আঁচ করতে পেরে
ক. তাহেরা
খ. খোদেজার
গ. হাশেমের
ঘ. বহিপীরের
উত্তরঃ হাশেমের
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ii ও iii
ক. বাস্তবতা মেনে নেওয়া
খ. প্রকৃত অবস্থা উপলব্ধি
গ. নতুনত্বকে স্বাগত জানানো
ঘ. মানবিকবোধের পরিচয় দেওয়া
উত্তরঃ বাস্তবতা মেনে নেওয়া
ক. সান্ধ্যা
খ. কালো
গ. প্রজাস্বত্ব
ঘ. ফৌজদারি
উত্তরঃ সান্ধ্যা
ক. ন্যায়বোধ
খ. ব্যক্তিত্ব
গ. মানবিক মূল্যবোধ
ঘ. আত্মমর্যাদা
উত্তরঃ মানবিক মূল্যবোধ
প্রশ্নঃ ‘এমন জোয়ান মর্দ ছেলে, মায়ের আঁচল ধরিয়া বসিয়া থাকিবার অভ্যাস কেন?’—উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?
[ Jess-15 ]
ক. বিরক্তি
খ. অভিশম্পাদ
গ. ব্যঙ্গ
ঘ. ক্ষোভ
উত্তরঃ ব্যঙ্গ
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তরঃ তিনটি
ক. হকিকুল্লাহ
খ. হাতেম আলি
গ. খোদেজা
ঘ. তাহেরা
উত্তরঃ খোদেজা
ক. বিপদে পড়েও ভেঙে পড়োনি বলে
খ. ঘর ছেড়ে পালিয়ে ছিল বলে
গ. বহিপীরের স্ত্রী হাতে পেরেছে বলে
ঘ. আত্মহত্যা করতে চেয়েছিল বলে
উত্তরঃ ঘর ছেড়ে পালিয়ে ছিল বলে
ক. আমার কথা বিশ্বাস করবেন না
খ. পানিতে ঝাঁপ দিয়ে মরবো তবুও যাব না
গ. আমি সাঁতার জানিনা, পানিতে ডুবে মরবো
ঘ. আমাকে বাঁচবার জন্য আপনাদের এত মাথা ব্যাথা কেন?
উত্তরঃ পানিতে ঝাঁপ দিয়ে মরবো তবুও যাব না
প্রশ্নঃ ‘হাশেম! এ কী করে সম্ভব! তোর কী মাথা খারাপ হলো নাকি’—কী প্রসঙ্গে খোদেজা এ কথা বলেছেন?
[ Syl-15 ]
ক. তাহেরাকে হাশেমের বিয়ে করা
খ. তাহেরার পরিচয় প্রকাশ করা
গ. বহিপীরকে মারধর করা
ঘ. জমিদারি বিক্রি করা
উত্তরঃ তাহেরাকে হাশেমের বিয়ে করা
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
আহত মুক্তিযোদ্ধা মঈন এক বুড়িমার ঘরে আশ্রয় নেন। পাক-হানাদাররা এসে তাকে খুঁজে না পেয়ে ঐ বুড়িমাকে হত্যা করতে চায়। আশ্রয়দাতাকে বাঁচাতে মঈন দ্রুত আত্মসমর্পণ করেন।
ক. হাতেম
খ. হাশেম
গ. খোদেজা
ঘ. তাহেরা
উত্তরঃ তাহেরা
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ii ও iii
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তরঃ চারটি