আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

ক. অসহায়ত্ব

খ. প্রতিবাদ

গ. দূরদর্শিতা

ঘ. আত্মসমর্পণ

উত্তরঃ প্রতিবাদ

ক. তাহেরাকে হাশেমের বিয়ের প্রস্তাব

খ. জমিদারি নিলামে ওঠার বিষয়

গ. বন্ধুর আর্থিক সহায়তায়না পাওয়া

ঘ. হাতেম আলির অসুস্থতার খবর

উত্তরঃ জমিদারি নিলামে ওঠার বিষয়

ক. অসারতার জন্য

খ. জমি অল্প থাকায়

গ. ফলন ভালো না হওয়ায়

ঘ. সামান্য আয় হাওয়ায়

উত্তরঃ অসারতার জন্য

ক. দায়িত্বশীলতা

খ. বাস্তব জ্ঞান

গ. অসহায়ত্ব

ঘ. বদান্যতা

উত্তরঃ বাস্তব জ্ঞান

ক. বহিপীর

খ. হাসেম আলি

গ. খোদেজা

ঘ. তাহেরা

উত্তরঃ বহিপীর

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


বাড়ির নাম ‘চেয়ারম্যান বাড়ি’। মজিদ মিঞার বাবা-দাদা চেয়ারম্যান ছিলেন। এখন নিজেও চেয়ারম্যান। কিন্তু এবছর ভোটের হাওয়া প্রতিকূল- প্রতিপক্ষ শক্তির জোয়ার বেশি। আর তাই মজিদ মিঞার চোখে ঘুম নেই ।

ক. বহিপীর

খ. হাতেম আলি

গ. হকিকুল্লাহ

ঘ. হাশেম আলি

উত্তরঃ হাতেম আলি

ক. অর্থই মানুষের কাছে বড় বিষয়

খ. পদ ও সামাজিক মর্যাদা মোহে আবদ্ধ

গ. শিক্ষা-দীক্ষা থাকলে কাজের অভাব হয় না

ঘ. যে কোন উপায়ে প্রতিপক্ষকে ঘায়েল করা চাই

উত্তরঃ পদ ও সামাজিক মর্যাদা মোহে আবদ্ধ

ক. চিকিৎসা করতে

খ. ব্যবসার জন্য

গ. টাকা ধার করতে

ঘ. খাজনা দেওয়ার জন্য

উত্তরঃ টাকা ধার করতে

ক. তের

খ. চৌদ্দ

গ. পনের

ঘ. ষোল

উত্তরঃ চৌদ্দ

ক. হাতেম

খ. তাহেরা

গ. হাশেম

ঘ. খোদেজা

উত্তরঃ হাশেম

ক. হাতেম আলির

খ. হাশেমের

গ. খোদেজার

ঘ. তাহেরার

উত্তরঃ হাশেমের

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


লিমা আট বছর বয়সে মাকে হারায়। মাকে হারিয়ে সে তার জীবনের সকল স্নেহ-মমতা, ভালোবাসা থেকে বঞ্চিত হয়।

ক. খোদেজা

খ. তাহেরা

গ. অভাগী

ঘ. সর্বজয়া

উত্তরঃ তাহেরা

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তরঃ i ও iii

ক. হাশেম আলি

খ. বহিপীর

গ. তাহেরা

ঘ. খোদেজা

উত্তরঃ তাহেরা

ক. বিয়েতে মত না থাকায়

খ. পিতার নির্যাতনের কারণে

গ. সৎ মায়ের সাথে ঝগড়া করে

ঘ. প্রতিবেশীদের প্রবচনায়

উত্তরঃ বিয়েতে মত না থাকায়

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


অষ্টম শ্রেণির ছাত্রী রাহেলার বিয়ে ঠিক হলে, মেম্বার সাহেব বিয়ের ঘোর বিরোধিতা করে বলেন, 'বাল্যবিবাহ আইনের পরিপন্থি'।

ক. হাতেম আলি

খ. হকিকুল্লাহ

গ. বহিপীর

ঘ. হাশেম আলি

উত্তরঃ হাশেম আলি

ক. শাহবাজপুর

খ. রেশমপুর

গ. ডেমরা

ঘ. সুনামগঞ্জ

উত্তরঃ রেশমপুর

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


বাজারে এক পাশে অনেক মানুষের জমায়েত দেখে এগিয়ে যান রহমান সাহেব। দেখেন একটি প্রতিবন্ধী কিশোরকে অনেকে বিরক্ত করছে। কেউ কেউ আবার মজা করছে। তিনি কিশোরটিকে বাড়িতে নিয়ে আসেন। তার বড় ছেলে রজত কিশোরটিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার প্রস্তাব করলে রহমান সাহেব বলেন, “এত বাড়াবাড়ির দরকার নেই।” “এদেরকে সঠিকভাবে চিকিৎসা দিলে এরা স্বাভাবিক জীবন স্রোতে ফিরে আসতে পারে।” এ কথা বলে রজত তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়।

ক. তাহেরা

খ. খোদেজা

গ. হাতেম আলি

ঘ. হাশেম আলি

উত্তরঃ খোদেজা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


গ্রামের প্রভাবশালী ছগির মহাজন আমজাদ আলীর অল্প বয়সী মেয়েকে বিয়ে করার সকল ব্যবস্থা সম্পন্ন করলে মেয়েটি পালিয়ে গিয়ে বদি মিয়ার বাড়িতে আশ্রয় নেয়। ছগির মহাজন বদি মিয়াকে বিভিন্ন প্রকার লোভনীয় প্রস্তাব দিলেও তিনি মেয়েটিকে ফেরত দিতে অস্বীকার করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের হুমকি দেন। পরিস্থিতি উপলব্ধি করে ছগির মহাজন সবকিছু স্বাভাবিকভাবে মেনে নেন।

ক. লোভ

খ. কপটতা

গ. শঠতা

ঘ. ধূর্ততা

উত্তরঃ ধূর্ততা