প্রশ্নঃ শরতের পরে আসে বসন্ত- বাক্যটিতে "পরে" অনুসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
[ Din-19 | Dha-20 | Jess-16, 22 | Mym-22 ]
ক. দীর্ঘ বিরতি
খ. স্বল্প বিরতি
গ. সহগামিতা
ঘ. সঙ্গে
উত্তরঃ দীর্ঘ বিরতি
ক. মত
খ. নিকট
গ. মধ্যে
ঘ. নিমিত্ত
উত্তরঃ নিমিত্ত
প্রশ্নঃ "আছ তুমি প্রভু, জগৎ মাঝারে।"- এখানে অনুসর্গটি কোন অর্থের দ্যোতক?
[ Din-22 | Raj-22 | Bari-200 | Chit-16 | Comi-16, 22 | Syl-19 ]
ক. সক্ষমতা
খ. একদেশিক
গ. নিকটে
ঘ. ব্যাপ্তি
উত্তরঃ ব্যাপ্তি
ক. শব্দ-বিভক্তি
খ. ক্রিয়া-বিভক্তি
গ. উপসর্গ
ঘ. অব্যয়
উত্তরঃ শব্দ-বিভক্তি
প্রশ্নঃ "বিনে স্বদেশী ভাষা, মিটে কি আশা।"- এখানে "বিনে" কী অর্থ প্রকাশ করেছে?
[ সকল বোর্ড-18 | Chit-15, 22 | Dha-15 ]
ক. সঙ্গে
খ. প্রয়োজনে
গ. ব্যতিরেকে
ঘ. আবশ্যিকতা
উত্তরঃ ব্যতিরেকে
প্রশ্নঃ "সীমার মাঝে অসীম তুমি।"- বাক্যে "মাঝে" অনুসর্গ কী অর্থ প্রকাশ করে?
[ সকল বোর্ড-17 | Din-20 | Raj-20 | Bari-22 | Chit-22 | Comi-19 | Dha-22 | Syl-19, 20 ]
ক. ব্যাপ্তি
খ. মধ্যে
গ. কারণে
ঘ. নিমিত্ত
উত্তরঃ মধ্যে
ক. অবধি, হেতু
খ. সই, বাজ
গ. আন, আনি
ঘ. আম, খাস
উত্তরঃ অবধি, হেতু
ক. অনন্বয়ী অব্যয়
খ. অনুসর্গ অব্যয়
গ. অনুকার অব্যয়
ঘ. নিত্য সম্বন্ধীয় অব্যয়
উত্তরঃ নিত্য সম্বন্ধীয় অব্যয়
ক. শব্দের পূর্বে
খ. বাক্যের শেষে
গ. শব্দের মধ্যে
ঘ. শব্দের পরে
উত্তরঃ শব্দের পরে
ক. ব্যাপার
খ. প্রার্থনা
গ. প্রসঙ্গ
ঘ. নিমিত্ত
উত্তরঃ নিমিত্ত
ক. আদেশ
খ. বিকল্পার্থে
গ. নিরর্থকভাবে
ঘ. বিশেষার্থে
উত্তরঃ বিকল্পার্থে
ক. মধ্যে
খ. ক্ষণকাল
গ. একদেশিক
ঘ. ব্যাপ্তি
উত্তরঃ ক্ষণকাল
ক. বিভক্তি
খ. অনন্বয়ী অব্যয়
গ. কর্মপ্রবচনীয়
ঘ. অনুগামী সমুচ্চয়ী অব্যয়
উত্তরঃ কর্মপ্রবচনীয়
ক. দুই প্রকার
খ. তিন প্রকার
গ. চার প্রকার
ঘ. পাঁচ প্রকার
উত্তরঃ দুই প্রকার
ক. বিস্ময়ে
খ. তুলনায়
গ. অনুমানে
ঘ. স্বীকৃতিজ্ঞাপনে
উত্তরঃ অনুমানে
ক. সর্বত্র
খ. মধ্যে
গ. একদেশিক
ঘ. ব্যাপ্তি
উত্তরঃ একদেশিক
প্রশ্নঃ "আপনি যখন বলছেন, বেশতো আমি যাব"- এই বাক্যে অনন্বয়ী অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
[ Comi-16 ]
ক. অনুমোদন বাচকতায়
খ. অসম্মতি প্রকাশে
গ. স্বীকৃতি জ্ঞাপনে
ঘ. সমর্থনসূচক জবাবে
উত্তরঃ অনুমোদন বাচকতায়
ক. সীমার মাঝে অসীম তুমি।
খ. আছ তুমি প্রভু, জগৎ মাঝারে।
গ. এ দেশের মাঝে একদিন সব ছিল।
ঘ. নিমেষ মাঝেই সব শেষ।
উত্তরঃ সীমার মাঝে অসীম তুমি।
ক. সহায়
খ. সক্ষমতা
গ. সঙ্গে
ঘ. সহগামিতা
উত্তরঃ সহায়
ক. র, এর
খ. কে, রে
গ. কে, র
ঘ. রে, এ
উত্তরঃ কে, র