ক. Chemical physics
খ. Physical Chemistry
গ. Geophysics
ঘ. Earth physics
উত্তরঃ Chemical physics
ক. Physonomy
খ. Astrosics
গ. Physicsonomy
ঘ. Astrophysics
উত্তরঃ Astrophysics
ক. Earth Physics
খ. Land Physics
গ. Geophysics
ঘ. Global Physics
উত্তরঃ Geophysics
ক. 4%
খ. 5%
গ. 6%
ঘ. 7%
উত্তরঃ 4%
ব্যাখ্যাঃ পদার্থবিজ্ঞানীরা বিশ্বব্রহ্মাণ্ডের দৃশ্যমান গ্রহ নক্ষত্র ও গ্যালাক্সির 4% (চার শতাংশ) ব্যাখ্যা করতে পারেন। বাকি অংশ ব্যাখ্যা করতে হলে রহস্যময় ডার্কম্যাটার ও ডার্ক এনার্জির ধারণা মেনে নিতে হয়। যার গঠন নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে যাচ্ছেন।
ক. থেলিস
খ. ডেমোক্রিটাস
গ. এরিস্টটল
ঘ. আরিস্তারাকস
উত্তরঃ থেলিস
ব্যাখ্যাঃ গ্রিক বিজ্ঞানী থেলিসের নাম আলাদাভাবে উল্লেখ করা যেতে পারে, কারণ তিনিই প্রথম কার্যকারণ এবং যুক্তি ছাড়া শুধু ধর্ম, অতীন্দ্রিয় এবং পৌরাণিক কাহিনিভিত্তিক ব্যাখ্যা গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। থেলিস সূর্যগ্রহণের ভবিষ্যদ্বাণী করেছিলেন এবং লোডস্টোনের চৌম্বক ধর্ম সম্পর্কে জানতেন ।
ক. বিজ্ঞানী নিউটন ও কোপার্নিকাস
খ. বিজ্ঞানী নিউটন ও গ্যালিলিও
গ. বিজ্ঞানী নিউটন ও লিবনিজ
ঘ. বিজ্ঞানী নিউটন ও রাদারফোর্ড
উত্তরঃ বিজ্ঞানী নিউটন ও লিবনিজ
ব্যাখ্যাঃ আলোকবিজ্ঞান এবং অন্যান্য কাজের সাথে সাথে গণিতের নতুন একটি শাখা ক্যালকুলাস আবিষ্কার করেন বিজ্ঞানী নিউটন ও লিবনিজ।
প্রশ্নঃ বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্বের সঠিক গাণিতিক ব্যাখ্যা প্রদান করেন—
[ Chit-22 ]
ক. আইনস্টাইন
খ. সত্যেন্দ্রনাথ বসু
গ. ম্যাক্স প্ল্যাঙ্ক
ঘ. ম্যাক্সওয়েল
উত্তরঃ সত্যেন্দ্রনাথ বসু
ব্যাখ্যাঃ বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যার তত্ত্বের সঠিক ব্যাখ্যা দেন সত্যেন্দ্রনাথ বসু। পদার্থবিজ্ঞানের জগতে যে অবদান তিনি রেখেছিলেন তার স্বীকৃতি স্বরূপ এক শ্রেণির মৌলিক কণাকে বোজন নাম দেওয়া হয় ।
ক. ম্যাক্সওয়েল
খ. ডিরাক
গ. আইনস্টাইন
ঘ. প্ল্যাঙ্ক
উত্তরঃ ডিরাক
ব্যাখ্যাঃ বিজ্ঞানী ডিরাক 1931 সালে কোয়ান্টাম তত্ত্বের সাথে থিওরি অব রিলেটিভিটি ব্যবহার করে প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করেন ।
ক. থেলিস
খ. পিথাগোরাস
গ. ডেমোক্রিটাস
ঘ. আর্কিমিডিস
উত্তরঃ পিথাগোরাস
ব্যাখ্যাঃ পিথাগোরাস (প্রায় ৫৮২-৫০১) একজন গ্রিক দার্শনিক, গণিতবিদ ও ধর্মীয় পণ্ডিত ছিলেন। পিথাগোরাস সমকোণী ত্রিভুজের বাহুগুলোর সম্পর্কের সূত্রের জন্য সারাবিশ্বে পরিচিত (যাকে পিথাগোরাসের সূত্র বলা হয়)। তিনি এমন একটি স্কুল প্রতিষ্ঠা করেন যেখানে গণিত, সঙ্গীত, বিজ্ঞান, দর্শন ও ধর্ম শিক্ষার ব্যবস্থা করা হয়। সংখ্যাতত্ত্ব এবং ত্রিমাত্রিক ও ক্ষেত্রফল সম্পৰ্কীয় জ্যামিতি শাস্ত্রে পিথাগোরাস অনেক বেশি অবদান রাখেন। তিনি ২ এর বর্গমূলসহ অমূলদ সংখ্যার পূর্ণাঙ্গ ব্যাখ্যা প্রদান করেন। তিনি অনুপাত ও সমানুপাত নিয়ে যথেষ্ট গবেষণা করেন।
ক. পিথাগোরাস
খ. ডেমোক্রিটাস
গ. ইবনে সিনা
ঘ. আল হাজেন
উত্তরঃ ডেমোক্রিটাস
ব্যাখ্যাঃ গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস (খ্রিস্টপূর্ব ৪৬০-370) ধারণা দেন যে পদার্থের অবিভাজ্য একক রয়েছে। তিনি এর নাম দেন এটম বা পরমাণু। পরমাণু সম্পর্কে তার এ ধারণা বর্তমান ধারণার চেয়ে সম্পূর্ণ আলাদা হলেও বেশ তাৎপর্যপূর্ণ।
ক. ইবনে হাইয়ান
খ. পিথাগোরাস
গ. আল খোয়ারিজমি
ঘ. শেন কুয়ো
উত্তরঃ আল খোয়ারিজমি
ব্যাখ্যাঃ আল জাবির বইটি আল খোয়ারিজমির লেখা। মুসলিম গণিতবিদ এবং বিজ্ঞানীদের ভেতর আল খোয়ারিজমির নাম উল্লেখযোগ্য। তার লেখা আল জাবির বই থেকে বর্তমান এলজেবরা নামটি এসেছে।
ক. বিজ্ঞানী নিউটন
খ. ওমর খৈয়াম
গ. ইবনে আল হাইয়াম
ঘ. আল খোয়ারিজমি
উত্তরঃ ইবনে আল হাইয়াম
ক. কোপার্নিকাস
খ. থেলিস
গ. আর্যভট্ট
ঘ. রাদারফোর্ড
উত্তরঃ কোপার্নিকাস
ব্যাখ্যাঃ 1543 সালে কোপার্নিকাস তার বইয়ে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা প্রদান করেন। আর্যভট্ট শূন্য (০) এবং রাদারফোর্ড পরমাণুর নিউক্লিয়াসের ধারণা দেন । গ্রিক বিজ্ঞানী থেলিস সূর্যগ্রহণের ভবিষ্যদ্বানী করেন । গ্যালিলিওকে সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা বলা হয়
ক. নিউটন
খ. গ্যালিলিও
গ. ইরাতোস্থিনিস
ঘ. আর্কিমিডিস
উত্তরঃ গ্যালিলিও
ব্যাখ্যাঃ গ্যালিলিও সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা হওয়ার কারণে তিনি চার্চের কোপানলে পড়েন এবং শেষ জীবনে তাকে গৃহবন্দি হয়ে কাটাতে হয়।
প্রশ্নঃ তড়িৎক্ষেত্র ও চৌম্বকক্ষেত্রকে একীভূত করে তাড়িতচৌম্বক তত্ত্বের বিকাশ ঘটান কে?
[ [বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা; ]
ক. ফ্যারাডে
খ. ওয়েরস্টেড
গ. জগদরশচন্দ্র বসু
ঘ. ম্যাক্সওয়েল
উত্তরঃ ম্যাক্সওয়েল
ক. আলহাজেন
খ. নিউটন
গ. গ্যালিলিও
ঘ. কেপলার
উত্তরঃ নিউটন
ব্যাখ্যাঃ ১৬৮৭ খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিউটন বলবিদ্যার তিনটি এবং মহাকর্ষ বলের সূত্র প্রকাশ করেন, যেটি বল এবং গতিবিদ্যার ভিত্তি তৈরি করে দেয়। আলোকবিজ্ঞান এবং অন্য আরও কাজের সাথে সাথে বিজ্ঞানী নিউটন লিবনিজের সাথে গণিতের নতুন একটি শাখা ক্যালকুলাস আবিষ্কার করেছিলেন।
ক. জুল
খ. নিউটন
গ. কাউন্ট রামফোর্ড
ঘ. রাদারফোর্ড
উত্তরঃ কাউন্ট রামফোর্ড
ব্যাখ্যাঃ অষ্টাদশ শতাব্দীর আগে তাপকে ভরহীন এক ধরনের তরল হিসেবে বিবেচনা করা হতো। ১৭৯৮ সালে কাউন্ট রামফোর্ড দেখান, তাপ এক ধরনের শক্তি এবং যান্ত্রিক শক্তিকে তাপশক্তিতে রূপান্তর করা যায়।
ক. থেলিস
খ. কেপলার
গ. রজারবেকন
ঘ. হাইগেন
উত্তরঃ রজারবেকন
ক. গ্যালিলিও
খ. রোমার
গ. কেপলার
ঘ. কোপার্নিকাস
উত্তরঃ রোমার
ক. ম্যাক্সপ্ল্যাঙ্ক
খ. আলবার্ট আইনস্টাইন
গ. চন্দ্রশেখর বর্মন
ঘ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
উত্তরঃ আলবার্ট আইনস্টাইন
ব্যাখ্যাঃ 
আলবার্ট আইনস্টাইন : ১৯০৫ সালে আইনস্টাইনের থিওরি অব রিলেটিভিটি থেকে আপেক্ষিক তত্ত্বের ব্যাখ্যা পাওয়া যায় । থিওরি অব রিলেটিভিটি থেকে সর্বকালের সবচেয়ে চমকপ্রদ সূত্র E = mc2 বের হয়ে আসে, যেখানে দেখানো হয় বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করা সম্ভব।