প্রশ্নঃ আল্লাহ্ তায়ালা বলেন, "আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দেইনি" - বাণীটির দ্বারা বোঝা যায় আল কুরআন-
[ সকল বোর্ড-19 ]
ক. বিশ্বজনীন গ্রন্থ
খ. অকাট্য গ্রন্থ
গ. অনন্যসাধারণ গ্রন্থ
ঘ. পূর্ণাঙ্গ গ্রন্থ
উত্তরঃ পূর্ণাঙ্গ গ্রন্থ
প্রশ্নঃ তুমি আল্লাহর প্রিয়পাত্র হতে চাও। তোমার করণীয় হলো -
(i) পরোপকার করা
(ii) ব্যবসায়ে সততা রক্ষা করা
(iii) আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করা
[ সকল বোর্ড-19 ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
ক. নিষেধ করবেন না
খ. কঠোর হবেন না
গ. তিরস্কার করবে না
ঘ. ধমক দিবেন না
উত্তরঃ কঠোর হবেন না
ক. শরিয়তের সাধারণ নিয়ম-কানুনের বর্ণনা
খ. পারস্পরিক লেনদেনের নীতির উল্লেখ
গ. ইবাদতের রীতি-পদ্ধতির আলোচনা
ঘ. পূর্ববর্তী কিতাবসমূহের বিকৃতির বর্ণনা
উত্তরঃ শরিয়তের সাধারণ নিয়ম-কানুনের বর্ণনা
ক. কাফিরদের সন্দেহ দূর করার জন্য
খ. রাসুল (স.) এর হৃদয়কে মজবুত করার জন্য
গ. স্বজাতির লোকদের সহজে বুঝার জন্য
ঘ. সহজে মনে রাখার জন্য
উত্তরঃ রাসুল (স.) এর হৃদয়কে মজবুত করার জন্য
ক. জীবন পদ্ধতি
খ. কার্যনীতি
গ. কর্মসূচি
ঘ. কর্মপন্থা
উত্তরঃ জীবন পদ্ধতি
ক. আকাইদ
খ. ইমাম
গ. সালাত
ঘ. যাকাত
উত্তরঃ ইমাম
ক. কুরআন
খ. সুন্নাহ
গ. ইজমা
ঘ. কিয়াস
উত্তরঃ সুন্নাহ
প্রশ্নঃ শরিয়তের বিষয়বস্তুর মধ্যে রয়েছে-
(i) বিশ্বাসগত বিধি-বিধান
(ii) চরিত্র সংক্রান্ত রীতি-নীতি
(iii) বাস্তব কাজকর্ম সংক্রান্ত বিধি-বিধান
[ সকল বোর্ড-18 ]
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
ইসলাম একটি গতিশীল, পূর্ণাঙ্গ ও সর্বজনীন জীবন ববস্থা। এতে কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষের জন্য পরিপূর্ণ দিক নির্দেশনা রয়েছে।
ক. সুন্নাহ
খ. ইজমা
গ. কিয়াস
ঘ. ইজতেহাদ
উত্তরঃ কিয়াস
ক. কুরআন
খ. সুন্নাহ
গ. ইজমা
ঘ. কিয়াস
উত্তরঃ কিয়াস
ক. ফরযে কিফায়া
খ. ওয়াজিব
গ. সুন্নাত
ঘ. সুন্নাতে মুয়াক্কাদাহ
উত্তরঃ ওয়াজিব
প্রশ্নঃ জামিল মিয়া ছাড়া অফিসের সকলে মৃত হামেদ মিয়ার জানাযায় অংশগ্রহণ করে। জামিল মিয়া-
[ সকল বোর্ড-17 ]
ক. ফরজ লঙ্ঘন হয়েছে
খ. ওয়াজির লঙ্ঘন হয়েছে
গ. সুন্নত লঙ্ঘন হয়েছে
ঘ. কোনো বিধান লঙ্ঘন হয়নি।
উত্তরঃ কোনো বিধান লঙ্ঘন হয়নি।
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
আজমত সাহেব নিজের নামে একটি বকরী কুরবানি করেন। সম্পূর্ণ গোশত নিজেরা খাবেন বলে সিদ্ধান্ত নেন। পাশের বাড়ির পিতামাতা হারা অসহায় রেবেকা একটু গোশত ভিক্ষা চাইলে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেন।
প্রশ্নঃ আজমত সাহেবের কুরবানি করার কাজটি-
(i) পূর্ণরূপে শরিয়ত মোতাবেক হয়েছে
(ii) শরিয়তের আংশিক নিয়ম মেনে করা হয়েছে
(iii) শিরক পদ্ধতিতে করা হয়েছে
[ সকল বোর্ড-17 ]
ক. i
খ. ii
গ. iii
ঘ. i ও ii
উত্তরঃ iii
প্রশ্নঃ রেবেকার সাথে দুর্ব্যবহারের মাধ্যমে আজমত সাহেব কোন সূরার শিক্ষা লঙ্ঘন করেছেন?
[ সকল বোর্ড-17 ]
ক. সূরা আশ-শামস
খ. সূরা আদ্-দুহা
গ. সূরা আত্-তীন
ঘ. সূরা আল-ইনশিরাহ
উত্তরঃ সূরা আদ্-দুহা
ক. মুশরিক
খ. মুনাফিক
গ. কাফির
ঘ. ফাসিক
উত্তরঃ মুশরিক
প্রশ্নঃ হযরত যায়দ (রা.) কুরআন সংকলনের ক্ষেত্রে বিশেষভাবে কয়টি পন্থা অবলম্বন করেছিলেন?
[ সকল বোর্ড-17 ]
ক. দুইটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তরঃ চারটি
ক. ইসলামিক কার্যনীতি
খ. ইসলামের জ্ঞান-বিজ্ঞান
গ. ইসলামের নৈতিকতা
ঘ. ইসলামের আকিদা-বিশ্বাস
উত্তরঃ ইসলামিক কার্যনীতি
প্রশ্নঃ আল্লাহ তায়ালা বলেন, “আমি আপনার প্রতি কিতাব নাযিল করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ।”- এ আয়াত দ্বারা বুঝা যায় আল-কুরআন -
[ সকল বোর্ড-17 ]
ক. শরীয়তের প্রধান উৎস
খ. সর্বশেষ আসমানী গ্রন্থ
গ. সকল প্রকার সন্দেহমুক্ত
ঘ. একটি ব্যাখ্যা গ্রন্থ
উত্তরঃ শরীয়তের প্রধান উৎস
ক. প্রথম
খ. দ্বিতীয়
গ. তৃতীয়
ঘ. চতুর্থ
উত্তরঃ তৃতীয়