নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
জনাব "ম" হজ পালন করতে গিয়ে শারীরিক অক্ষমতার কারণে সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ে সাঈ (দৌড়ানো) করতে পারেননি।
ক. ফরজ
খ. ওয়াজিব
গ. সুন্নত
ঘ. মুস্তাহাব
উত্তরঃ ওয়াজিব
ক. মাথা কামিয়ে
খ. বিদায়ী তাওয়াফ করে
গ. গরিবদের দান কয়রাত করে
ঘ. দম দিয়ে
উত্তরঃ দম দিয়ে
প্রশ্নঃ "জ্বিন ও মানবজাতিকে আমি (আল্লাহ) আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। "-আয়াতখানা পবিত্র কুরআনের কোন সূরা থেকে নেওয়া হয়েছে?
[ সকল বোর্ড-15 ]
ক. আয-যারিয়াত
খ. আল-হাশর
গ. আল-জুমুআহ
ঘ. আল-বায়্যিনাহ
উত্তরঃ আয-যারিয়াত
ক. বুঝে শুনে মুখস্থ করা
খ. লজ্জাশীল ও বিনীত হওয়া
গ. সকল পাপ কাজ বর্জন করা
ঘ. পাঠ তৈরি করে শ্রেণিতে যাওয়া
উত্তরঃ সকল পাপ কাজ বর্জন করা
প্রশ্নঃ নৈতিকতা বলতে বোঝায়-
(i) সততা ও ন্যায়-অন্যায়বোধ
(ii) সৌজন্যমূলক ও সুন্দর স্বভাব
(iii) সুমধুর বচন ও উন্নত চরিত্র
[ সকল বোর্ড-15 ]
ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
ক. সালাত
খ. সাওম
গ. যাকাত
ঘ. হজ
উত্তরঃ সাওম