ক. দক্ষিণ
খ. দক্ষিণ-পশ্চিম
গ. দক্ষিণ-পূর্ব
ঘ. পূর্ব
প্রশ্নঃ সেই জুটি নির্বাচন করুন যা-
‘Children : pediatrician’ জুটির মধ্যে প্রকাশিত সম্পর্কটির মতো একটি সম্পর্ককে সর্বোত্তমভাবে প্রকাশ করে।
[ বিসিএস ৪৬তম ]
ক. Adult : Orthopedist
খ. Kidney : Nephrologist
গ. Females : Gynecologist
ঘ. Skin : Darmatologist
ছবিটি দেখে নিচের প্রশ্নের উত্তর দাও:

প্রশ্নঃ কোন চিত্রটি সিরিজটি সম্পূর্ণ করে?
[ বিসিএস ৪৬তম ]
ক. 

খ. 

গ. 

ঘ. 

ছবিটি দেখে নিচের প্রশ্নের উত্তর দাও:

প্রশ্নঃ প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন চিত্রটি বসবে?
[ বিসিএস ৪৪তম ]
ক. ১
খ. ২
গ. ৩
ঘ. ৪
প্রশ্নঃ ‘DRIVE is to LICENCE as BREATHE is to ______.’
এই বক্তব্যের শূন্যস্থানে কোন বিকল্পটি বসবে?
[ বিসিএস ৪৩তম ]
ক. OXYGEN
খ. ATMOSPHERE
গ. WINDPIPE
ঘ. INHALE
ছবিটি দেখে নিচের প্রশ্নের উত্তর দাও:

প্রশ্নঃ অংশগুলি জোড়া দিলে কোন চিত্রটি হবে?
[ বিসিএস ৪২তম ]
ক. 

খ. 

গ. 

ঘ. 

প্রশ্নঃ রহিম উত্তর দিকে 10 মাইল হেঁটে, ডান দিকে ঘুরে 5 মাইল হাঁটেন, তারপর ডান দিকে ঘুরে 2 মাইল হাঁটেন। তিনি কোন দিকে হাটছেন?
[ বিসিএস ৪১তম ]
ক. পূর্ব
খ. পশ্চিম
গ. উত্তর
ঘ. দক্ষিণ
প্রশ্নঃ স্ক্রু ও ঘড়ির কাঁটার ঘূর্ণন গতির দিক-
[ বিসিএস ৪১তম ]
ক. একই দিকে
খ. উল্টো দিকে
গ. উলম্ব রেখায়
ঘ. সমান্তরালে
ক. শ্বশুর
খ. পিতা
গ. চাচা
ঘ. ভাই
ক. ঠেলে নিয়ে যাওয়া যায়
খ. টেনে নিয়ে যাওয়া যায়
গ. তুলে নিয়ে যাওয়া যায়
ঘ. সমান সহজ হয়
ক. 0
খ. 9
গ. 8
ঘ. 16
ব্যাখ্যাঃ This question's answer is given in the question. The second line says 'all but 9 died'. That means 9 hens live were left.
প্রশ্নঃ নদীর একপাশ থেকে গুন টেনে নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনের দিকে নেয়া সম্ভব হয় কিভাবে?
[ বিসিএস ১৫তম ]
ক. যথাযথভাবে হাল ঘুরিয়ে
খ. নদী স্রোতের সুকৌশল ব্যবহার
গ. গুন টানার সময় টানটি সামনের দিকে রেখে
ঘ. পাল ব্যবহার করে
ব্যাখ্যাঃ রশি দ্বারা যখন নৌকার গুন টানা হয়, তখন নৌকার ওপর প্রযুক্ত বল দুটি উপাংশে ক্রিয়া করে। বলের এক অংশ নৌকাকে সম্মুখ দিকে চালিত করে। অপর অংশ নৌকাকে পাড়ের দিকে চালিত করে। এ অবস্থায় নৌকাটি কিছুদূর এগিয়ে পাড়ে ঠাঁই নেয়ার কথা। কিন্তু গুন টানার সময় নৌকার মাঝি নৌকার হাল যথাযথভাবে ঘুরিয়ে পাড়ে দিকের বলের অংশকে প্রশমিত করে। ফলে সম্মুখ দিকের বলের ক্রিয়ায় নৌকা সামনের দিকে মাঝ নদী বরাবর চলে।
প্রশ্নঃ শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো-
[ বিসিএস ১২তম ]
ক. লাল-সবুজ-হলুদ-লাল-সবুজ
খ. লাল-হলুদ-সবুজ-লাল-হলুদ
গ. লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল
ঘ. লাল-হলুদ-লাল-সবুজ-হলুদ
ব্যাখ্যাঃ শহরের রাস্তায় ট্রাফিক লাইট সাধারণত তিনটি রঙের আলো ব্যবহার করে এবং এদের ক্রম হলো:
লাল আলো: থামার সংকেত, অর্থাৎ যানবাহনগুলোকে থামতে নির্দেশ করে।
হলুদ আলো: প্রস্তুতির সংকেত, অর্থাৎ যানবাহনগুলোকে থামার অথবা চলার জন্য প্রস্তুত হতে নির্দেশ করে।
সবুজ আলো: চলার সংকেত, অর্থাৎ যানবাহনগুলোকে চলতে নির্দেশ করে।
এই ক্রমটি প্রায় সব দেশে একই রকম, তবে কিছু দেশে বা স্থানে সামান্য ভিন্নতা দেখা যেতে পারে।
এছাড়াও, পথচারীদের জন্য ট্রাফিক লাইটে সাধারণত দুটি রঙের আলো ব্যবহার করা হয়:
লাল আলো: পথচারীদের রাস্তা পার হতে নিষেধ করে।
* সবুজ আলো: পথচারীদের রাস্তা পার হতে নির্দেশ করে।
লাল আলো: থামার সংকেত, অর্থাৎ যানবাহনগুলোকে থামতে নির্দেশ করে।
হলুদ আলো: প্রস্তুতির সংকেত, অর্থাৎ যানবাহনগুলোকে থামার অথবা চলার জন্য প্রস্তুত হতে নির্দেশ করে।
সবুজ আলো: চলার সংকেত, অর্থাৎ যানবাহনগুলোকে চলতে নির্দেশ করে।
এই ক্রমটি প্রায় সব দেশে একই রকম, তবে কিছু দেশে বা স্থানে সামান্য ভিন্নতা দেখা যেতে পারে।
এছাড়াও, পথচারীদের জন্য ট্রাফিক লাইটে সাধারণত দুটি রঙের আলো ব্যবহার করা হয়:
লাল আলো: পথচারীদের রাস্তা পার হতে নিষেধ করে।
* সবুজ আলো: পথচারীদের রাস্তা পার হতে নির্দেশ করে।