নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
সপ্তম শ্রেণির ছাত্রী মিতা রাতে চোখে ঝাপসা দেখে। ডাক্তার তাকে প্রতিদিন খাদ্য তালিকায় পাকা পেঁপে, পাকা আম, মলা ও ঢেলা মাছ রাখতে বললেন। অন্যদিকে তার ছোট ভাইয়ের ঠোঁট পুরু এবং জিহ্বা বড় হয়ে যাচ্ছে।
ক. স্কার্ভি
খ. রিকেটস
গ. ক্রোটিনিজম
ঘ. রাতকানা
উত্তরঃ ক্রোটিনিজম
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
নাদিয়া টক খেতে পছন্দ করে না। এমনকি সে সবুজ শাকসবজি এবং টমেটোও খায় না। ইদানীং দেখা যাচ্ছে তার দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ছে।
ক. ম্যারাসমাস
খ. রিকেটস
গ. স্কার্ভি
ঘ. কোয়াশিয়রকর
উত্তরঃ স্কার্ভি
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও ii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
দিনাজপুর অঞ্চলের রুহিনী বেগমের শ্বাস-প্রশ্বাসের সময় শব্দ হয়। গলার আওয়াজ ফ্যাঁসফ্যাঁসে। খাবার গিলতে কষ্ট হয়।
ক. মেরাসমাস
খ. গলগণ্ড
গ. অ্যানিমিয়া
ঘ. ক্রোটিনিজম
উত্তরঃ গলগণ্ড
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
রাহেলা বেগমের পাঁচ বছরের ছেলেটির পায়ের হাঁড় ধনুকের মতো বেঁকে গেছে।
ক. রাতকানা
খ. রিকেটস
গ. গলগণ্ড
ঘ. এ্যানিমিয়া
উত্তরঃ রিকেটস
প্রশ্নঃ রাহেলা বেগমের ছেলের রোগটি প্রতিকারে যে খাবারগুলো খাওয়া প্রয়োজন তা হলো-
(i) ঘি
(ii) চর্বি
(iii) লেবু
[ Chit-16 ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও ii
ক. পানি
খ. ভিটামিন
গ. স্নেহপদার্থ
ঘ. খনিজ লবণ
উত্তরঃ স্নেহপদার্থ
ক. ভিটামিন এ
খ. ভিটামিন সি
গ. ভিটামিন ডি
ঘ. ভিটামিন ই
উত্তরঃ ভিটামিন ডি
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
সুমি টক খেতে পছন্দ করে না। এমনকি সে সবুজ শাকসবজি এবং টমেটোও খায় না। ইদানীং দেখা যাচ্ছে তার দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ছে।
ক. স্কার্ভি
খ. রিকেটস
গ. ম্যারাসমাস
ঘ. কোয়াশিয়রকর
উত্তরঃ স্কার্ভি
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও ii
ক. দৃষ্টিশক্তি লোপ পায়
খ. হার দুর্বল ও ভঙ্গুর হয়ে যায়
গ. হার বেঁকে যায়
ঘ. চুলের রং ফ্যাকাশে হয়ে যায়
উত্তরঃ হার দুর্বল ও ভঙ্গুর হয়ে যায়
প্রশ্নঃ দাঁতের মাড়ি ফুলে নরম হয়ে যাওয়া, দাঁতের গোড়া আলগা হয়ে রক্ত পড়া কোন রোগের লক্ষণ?
[ ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা ]
ক. অস্টিওম্যালেশিয়া
খ. জেরপথ্যালমিয়া
গ. মেরাসমাস
ঘ. স্কার্ভি
উত্তরঃ স্কার্ভি
ক. সালফার
খ. আয়োডিন
গ. ফসফরাস
ঘ. নাইট্রোজেন
উত্তরঃ নাইট্রোজেন
ক. ক্যালসিয়াম
খ. পটাশিয়াম
গ. লৌহ
ঘ. সোডিয়াম
উত্তরঃ পটাশিয়াম
ক. A
খ. B
গ. C
ঘ. D
উত্তরঃ B
ক. বায়ু
খ. পানি
গ. খাদ্য
ঘ. মাটি
উত্তরঃ খাদ্য
ক. কঠিন শর্করা
খ. স্নেহ পদার্থ
গ. ভিটামিন
ঘ. সরল শর্করা
উত্তরঃ সরল শর্করা
প্রশ্নঃ কত গ্রাম চাল থেকে ৩৪৫-৩৪৯ কিলোক্যালরি শক্তি পাওয়া যায়?
[ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা ]
ক. ৫০ গ্রাম
খ. ১০০ গ্রাম
গ. ১৫০ গ্রাম
ঘ. ২০০ গ্রাম
উত্তরঃ ১০০ গ্রাম