ক. যৌগিক ক্রিয়া
খ. অকর্মক ক্রিয়া
গ. প্রযোজক ক্রিয়া
ঘ. অসমাপিকা ক্রিয়া
উত্তরঃ প্রযোজক ক্রিয়া
ক. সকর্মক ক্রিয়া
খ. অকর্মক ক্রিয়া
গ. দ্বিকর্মক ক্রিয়া
ঘ. যৌগিক ক্রিয়া
উত্তরঃ দ্বিকর্মক ক্রিয়া
ক. যতি
খ. ধাতু
গ. উক্তি
ঘ. প্রকৃতি
উত্তরঃ ধাতু
ক. ক্রিয়ার কাল
খ. ক্রিয়ার ভাব
গ. ক্রিয়ার ধাতু
ঘ. ক্রিয়ার বিভক্তি
উত্তরঃ ক্রিয়ার ধাতু
ক. পদের প্রধান অংশ
খ. বাক্যের অবিভাজ্য অংশ
গ. ক্রিয়ার মূল অংশ
ঘ. ধ্বনির ক্ষুদ্রতম অংশ
উত্তরঃ ক্রিয়ার মূল অংশ
ক. উপসর্গ
খ. অনুসর্গ
গ. প্রত্যয়
ঘ. বিভক্তি
উত্তরঃ বিভক্তি
ক. ক্রিয়াবিভক্তি
খ. ধাতু
গ. অনুসর্গ
ঘ. প্রত্যয়
উত্তরঃ ধাতু
ক. মৌলিক ধাতু ও সিদ্ধ ধাতু
খ. ক্রিয়ামূল ও ক্রিয়াবিভক্তি
গ. গম্ ও গঠ্ ধাতু
ঘ. স্বয়ংসিদ্ধ ও মৌলিক ধাতু
উত্তরঃ ক্রিয়ামূল ও ক্রিয়াবিভক্তি
ক. ধাতু
খ. উপসর্গ
গ. অনুসর্গ
ঘ. প্রতায়
উত্তরঃ ধাতু
ক. মানুষের
খ. তোমাকে
গ. লোকে
ঘ. পড়ি
উত্তরঃ পড়ি
ক. ক্রিয়ার ভাব
খ. ক্রিয়ার ধাতু
গ. ক্রিয়ার রূপ
ঘ. ক্রিয়ার কাল
উত্তরঃ ক্রিয়ার ধাতু
ক. বিশ্লেষক ধাতু
খ. সিদ্ধ ধাতু
গ. যৌগিক ধাতু
ঘ. কর্মবাচ্যের ধাতু
উত্তরঃ সিদ্ধ ধাতু
ক. সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতু
খ. ণিজন্ত ধাতু
গ. নাম ধাতু
ঘ. প্রযোজক ধাতু
উত্তরঃ সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতু
ক. সাধিত ধাতু
খ. নাম ধাতু
গ. মৌলিক ধাতু
ঘ. যৌগিক ধাতু
উত্তরঃ মৌলিক ধাতু
ক. খাঁটি বাংলা
খ. স্বয়ংসিদ্ধ
গ. সংস্কৃত মূল
ঘ. সাধিত ধাতু
উত্তরঃ স্বয়ংসিদ্ধ
প্রশ্নঃ মৌলিক ধাতুগুলোকে কয় শ্রেণিতে ভাগ করা যায়? অথবা, বাংলা ভাষায় মৌলিক ধাতু কত প্রকার?
[ Raj-16 | Bari-17 | Chit-15 | Dha-15 ]
ক. দুই শ্রেণীতে
খ. চার শ্রেণীতে
গ. তিন শ্রেণীতে
ঘ. পাঁচ শ্রেণীতে
উত্তরঃ তিন শ্রেণীতে