নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
যৌথ পরিবারের মেয়ে রুমা স্কুল থেকে ফিরে পানি খেতে যায়। ঘরে পানি না পেয়ে সে কলতলায় পানি আনতে যেয়ে পা পিছলে পড়ে প্রচণ্ড ব্যথা পায়।
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও iii
প্রশ্নঃ রুমার পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য করণীয় -
(i) সমঝোতার মাধ্যমে কাজ করা
(ii) কলের নিচে বসে কাজ করা
(iii) কাজ শেষে কল বন্ধ রাখা
[ সকল বোর্ড-14 ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও iii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
সুগৃহিণী লায়লা প্রতিমাসে তার পরিবারের জন্য এমনভাবে বাজেট পরিকল্পনা করেন যাতে প্রত্যেক মাসেই তার পরিবারে আয়ের চেয়ে ব্যয় কম হয়। এতে তার পরিবার বাড়তি কিছু সুবিধা পায়।
ক. সুষম
খ. দৈনিক
গ. উদ্ধৃত্ত
ঘ. ঘাটতি
উত্তরঃ উদ্ধৃত্ত
প্রশ্নঃ লায়লার পরিবারের সদস্যরা যে বাড়তি সুবিধাগুলো পায় তা হলো-
(i) বাড়তি শখ পূরণ করা
(ii) সঞ্চয়ের পরিমাণ বাড়াতে পারা
(iii) আয়ের পরিমাণ জানতে পারা
[ সকল বোর্ড-13 ]
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও ii