প্রশ্নঃ গুটি ইউরিয়া ব্যবহারের সুফল
(i) পরিমাণে কম লাগে
(ii) অপচয় কম হয়
(iii) ফলন বেশি হয়
[ আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা ]
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
প্রশ্নঃ শস্য পর্যায় প্রযুক্তির সুবিধাগুলো হলো -
(i) ফসলের ফলন বাড়ে
(ii) পানির অপচয় বৃদ্ধি পায়
(iii) মাটির পুষ্টির সমতা বজায় রাখে
[ মাইলস্টোন কলেজ, ঢাকা ]
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
প্রশ্নঃ মোটাতাজাকরণ পদ্ধতির অন্তর্ভুক্ত নয়-
(i) গরু নির্বাচন
(ii) টিকা প্রদান
(iii) প্রচুর পরিমাণ খাদ্য খাওয়ানো
[ ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ, সিলেট ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
প্রশ্নঃ শস্য বহুমুখীকরণের উদ্দেশ্য হচ্ছে—
(i) বীজের সাশ্রয় করা
(ii) উৎপাদন খরচ কমানো
(iii) কলাকৌশল সংযোগ ঘটানো
[ চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
প্রশ্নঃ রোগাক্রান্ত গাছ পুড়িয়ে ফেলা হয় কারণ-
(i) সুস্থ গাছে সংক্রামণ ঘটতে পারে
(ii) রোগ পুরো মাঠে ছড়িয়ে পড়তে পারে
(iii) গাছকে জীবাণু মুক্ত করার জন্য
[ সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও iii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
রহিম মিয়ার এক হেক্টর জমিতে ২০০ কেজি ইউরিয়া সার প্রয়োগ করে ২০০ মণ ধান পেতেন। সম্প্রতি তিনি গুটি ইউরিয়া সার ব্যবহার শুরু করেছেন।
প্রশ্নঃ তিনি জমিতে কত কেজি গুটি ইউরিয়া প্রয়োগ করবেন?
[ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা ]
ক. ৭০-৮০
খ. ১২০-১৩০
গ. ১৪০-১৬০
ঘ. ১৮০-১৯০
উত্তরঃ ৭০-৮০
ক. ১০-১৫
খ. ১৫-২০
গ. ৩০-৪০
ঘ. ৪০-৫০
উত্তরঃ ৩০-৪০