প্রশ্নঃ ধানের চারা রোপণের কতদিন পর গুটি ইউরিয়া প্রয়োগ করা জরুরি?
[ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ঢাকা ]
ক. ৭ - ১০ দিন
খ. ৫ - ৭ দিন
গ. ৩ - ৫ দিন
ঘ. ২ - ৩ দিন
উত্তরঃ ৫ - ৭ দিন
প্রশ্নঃ ২টি গরুকে প্রতিদিন কি পরিমাণ ইউরিয়া মেশানো খড় খাওয়াতে হবে?
[ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ঢাকা ]
ক. ৩ কেজি
খ. 8 কেজি
গ. ৬ কেজি
ঘ. ৮ কেজি
উত্তরঃ ৬ কেজি
ক. রানীক্ষেত
খ. বসন্ত
গ. নিউমেনিয়া
ঘ. শ্বাসকষ্ট
উত্তরঃ শ্বাসকষ্ট
ক. ফুলকা পচা
খ. পাখনা পচা
গ. ক্ষত রোগ
ঘ. উকুন
উত্তরঃ ফুলকা পচা
প্রশ্নঃ গুটি ইউরিয়ার ওজন ১.৮ গ্রাম হলে আমন ও আউশে কয়টি ব্যবহার করতে হয়?
[ বরিশাল সরকারি জিলা স্কুল ]
ক. ২
খ. ১
গ. 8
ঘ. ৫
উত্তরঃ ১
ক. ৫
খ. ১০
গ. ১৫
ঘ. ২০
উত্তরঃ ১০
প্রশ্নঃ মুরগির বাচ্চা পালনের জন্য কোনটি নির্ধারণ একটি গুরুত্বপূর্ণ বিষয়?
[ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল কলেজ, ঢাকা ]
ক. খাদ্যের পরিমাণ
খ. পানির পরিমাণ
গ. তাপমাত্রা
ঘ. আলোক ঘণ্টা
উত্তরঃ তাপমাত্রা
ক. ভাইরাস
খ. ছত্রাক
গ. কৃষি
ঘ. ব্যাকটেরিয়া
উত্তরঃ ভাইরাস
প্রশ্নঃ গুটি ইউরিয়ার ওজন ১.৮ গ্রাম হলে আমন ও আউশে কয়টি গুটি ব্যবহার করতে হয়?
[ মাইলস্টোন কলেজ, ঢাকা ]
ক. ২
খ. ১
গ. 8
ঘ. ৫
উত্তরঃ ১
ক. পানিতে মিশে দ্রুত গলে
খ. ফলন ৩০ - ৪০ ভাগ বৃদ্ধি পায়
গ. ধীরে ধীরে গাছকে নাইট্রোজেন সরবরাহ করে
ঘ. ৪০ - ৫০ ভাগ নাইট্রোজেন সাশ্রয় করে
উত্তরঃ ধীরে ধীরে গাছকে নাইট্রোজেন সরবরাহ করে
প্রশ্নঃ আমন-আউশে ১টি গুটি ব্যবহার করতে হলে গুটি ইউরিয়ার আকার কেমন হবে?
[ মোহাম্মদপুর প্রিপারেটরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা ]
ক. ২.৭ গ্রাম
খ. ০.৯ গ্রাম
গ. ১.৮ গ্রাম
ঘ. ৩.০ গ্রাম
উত্তরঃ ১.৮ গ্রাম
প্রশ্নঃ কখন গুটি ইউরিয়া প্রয়োগ করতে হয়?
[ মোহাম্মদপুর প্রিপারেটরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা ]
ক. মাটির উপরে যখন ২৫ - ৩০ সে. মি. পানি থাকে
খ. যখন বৃষ্টি হবে
গ. যখন মাটির উপরে পানি থাকবে না
ঘ. যখন মাটি শক্ত থাকবে
উত্তরঃ যখন মাটির উপরে পানি থাকবে না
ক. ১৫-২০ ভাগ
খ. ২০-৩০ ভাগ
গ. ২৫-৩৫ ভাগ
ঘ. ৩০-৪০ ভাগ
উত্তরঃ ২০-৩০ ভাগ
ক. ১
খ. ২
গ. ৩
ঘ. 8
উত্তরঃ ৩
ক. সরিষা
খ. তিল
গ. আউশ
ঘ. টমেটো
উত্তরঃ সরিষা
ক. উকুন
খ. ক্ষত
গ. ফুলকা পচা
ঘ. লেজ ও পাখনা পচা
উত্তরঃ ক্ষত
প্রশ্নঃ গরু মোটাতাজাকরণে প্রতিটি গরুর জন্য বাসস্থানে কী পরিমাণ জায়গার প্রয়োজন হয়?
[ বরিশাল জিলা স্কুল ]
ক. ২ বর্গ মিটার
খ. ৩ বর্গ মিটার
গ. ৪ বর্গ মিটার
ঘ. ৫ বর্গ মিটার
উত্তরঃ ৩ বর্গ মিটার
ক. পটল/ করলা
খ. আলু /লাউ
গ. করলা/বেগুন
ঘ. করলা/বরবটি
উত্তরঃ পটল/ করলা
প্রশ্নঃ বৈজ্ঞানিক ধারণা না রেখেও কৃষকেরা কোন প্রযুক্তি বহু বছর ধরে ব্যবহার করে আসছে?
[ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর ]
ক. শূন্য চাষ
খ. সাথী চাষ
গ. শস্য পর্যায়
ঘ. রিলে চাষ
উত্তরঃ শস্য পর্যায়
প্রশ্নঃ ধানক্ষেতে গুটি ইউরিয়া ব্যবহারের মাত্রা নির্ধারণ করার ক্ষেত্রে নিচের কোন বিষয়টি বিবেচনা করতে হয়?
[ উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল ]
ক. আকার
খ. আয়তন
গ. ওজন
ঘ. প্রকৃতি
উত্তরঃ ওজন