আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

প্রশ্নঃ কোন শ্রেণিতে যতজন ছাত্র-ছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়ায় মোট ৪২০ টাকা চাঁদা উঠলো। ঐ শ্রেণির ছাত্রছাত্রীর সংখ্যা কত?

[ প্রা.বি.স.শি. 26-06-2019 ]

ক. ২১
খ. ২৩
গ. ২০
ঘ. ২২
উত্তরঃ ২১
ব্যাখ্যাঃ ধরি, শ্রেণির ছাত্র-ছাত্রীর সংখ্যা \( n \)

প্রশ্ন অনুযায়ী, প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দিয়েছে, অর্থাৎ প্রত্যেকে \( n - 1 \) টাকা দিয়েছে।

তাহলে মোট চাঁদার হিসাব হবে: \[ n \times (n - 1) = 420 \] \[ n^2 - n = 420 \] \[ n^2 - n - 420 = 0 \] \[ n^2 - n - 420 = 0 \] \[ (n - 21)(n + 20) = 0 \] এখানে দুটি সম্ভাব্য মান \( n = 21 \) অথবা \( n = -20 \)।
যেহেতু ছাত্র-ছাত্রীর সংখ্যা ধনাত্মক হবে, তাই \( n = 21 \)।

সুতরাং, শ্রেণিতে মোট ২১ জন ছাত্র-ছাত্রী ছিল