প্রশ্নঃ ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা?
[ প্রা.বি.স.শি. 22-04-2022 ]
ক. ষষ্ঠ
খ. সপ্তম
গ. চতুর্থ
ঘ. পঞ্চম
উত্তরঃ সপ্তম
ব্যাখ্যাঃ
ক্রমিক | ভাষা | মাতৃভাষাভাষীর সংখ্যা (কোটি) | বিশ্বে অবস্থান |
---|---|---|---|
১ | ম্যান্ডারিন চাইনিজ | ৯১৮ | ১ম |
২ | স্প্যানিশ | ৪৬০ | ২য় |
৩ | ইংরেজি | ৩৭৯ | ৩য় |
৪ | বাংলা | ২৪.৬ | ৭ম |
৫ | হিন্দি | ৩৪১ | ৪র্থ |
Related MCQ
ক. আ
খ. উ
ক. আ
খ. উ
গ. এ
ক. আ
খ. এ
গ. উ
ঘ. ও
উত্তরঃ উ
প্রশ্নঃ ‘ধ্বনি’ সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়?
[ বিসিএস ৪৫তম ]
ক. ধ্বনি দৃশ্যমান
খ. মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি
ক. ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়
খ. ধ্বনি দৃশ্যমান
গ. অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বাগ্ধ্বনি
ক. ধ্বনি দৃশ্যমান
খ. মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি
গ. ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়
ঘ. অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বাগ্ধ্বনি
উত্তরঃ ধ্বনি দৃশ্যমান
প্রশ্নঃ কেন্তুমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?
[ বিসিএস ৪৩তম ]
ক. তামিল ও দ্রাবিড়
খ. হিত্তিক ও তুখারিক
ক. হিত্তিক ও তুখারিক
খ. তামিল ও দ্রাবিড়
গ. মাগধী ও গৌড়ী
ক. হিত্তিক ও তুখারিক
খ. তামিল ও দ্রাবিড়
গ. আর্য ও অনার্য
ঘ. মাগধী ও গৌড়ী
উত্তরঃ হিত্তিক ও তুখারিক
প্রশ্নঃ বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন?
[ বিসিএস ৪২তম ]
ক. হিন্দি
খ. অস্ট্রিক
ক. অস্ট্রিক
খ. সংস্কৃত
গ. হিন্দি
ক. বাংলা
খ. সংস্কৃত
গ. হিন্দি
ঘ. অস্ট্রিক
উত্তরঃ অস্ট্রিক
প্রশ্নঃ বাঙালী উপভাষা অঞ্চল কোনটি?
[ বিসিএস ৪২তম ]
ক. বরিশাল
খ. ত্রিপুরা
ক. নদীয়া
খ. পুরুলিয়া
গ. বরিশাল
ক. নদীয়া
খ. ত্রিপুরা
গ. পুরুলিয়া
ঘ. বরিশাল
উত্তরঃ বরিশাল
ক. ক্রিয়া ও সর্বনাম
খ. বিশেষ্য ও বিশেষণ পদে
ক. বিশেষ্য ও ক্রিয়া
খ. বিশেষ্য ও বিশেষণ পদে
গ. ক্রিয়া ও সর্বনাম
ক. বিশেষ্য ও ক্রিয়া
খ. বিশেষণ ও ক্রিয়া
গ. বিশেষ্য ও বিশেষণ পদে
ঘ. ক্রিয়া ও সর্বনাম
উত্তরঃ ক্রিয়া ও সর্বনাম
প্রশ্নঃ বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি?
[ বিসিএস ৩৮তম ]
ক. ৬টি
খ. ৭টি
ক. ৬টি
খ. ১১টি
গ. ৭টি
ক. ৭টি
খ. ৮টি
গ. ৬টি
ঘ. ১১টি
উত্তরঃ ৭টি
প্রশ্নঃ ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
[ বিসিএস ৩২তম ]
ক. ধ্বনি
খ. অক্ষর
ক. ধ্বনি
খ. বর্ণ
গ. শব্দ
ক. বর্ণ
খ. শব্দ
গ. অক্ষর
ঘ. ধ্বনি
উত্তরঃ ধ্বনি
প্রশ্নঃ বাংলা ভাষায় ছন্দ প্রধানত কত প্রকার?
[ বিসিএস ৩১তম ]
ক. ৫
খ. ৩
ক. ৩
খ. ৫
গ. ২
ক. ২
খ. ৪
গ. ৩
ঘ. ৫
উত্তরঃ ৩
ব্যাখ্যাঃ বাংলা ভাষায় ছন্দকে মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত ও অক্ষরবৃত্ত এই তিন শ্রেণিতে ভাগ করা হয়। মাত্রাবৃত্ত ছন্দে যুগ্মধ্বনি সব সময় দুই মাত্রা হিসেবে উচ্চারিত হয়। পঙ্ক্তিতে পর্বগুলো সমান সংখ্যক মাত্রার হয়ে থাকে। স্বরবৃত্ত ছন্দে যুগ্মধ্বনি সব সময় একমাত্রার। অক্ষরবৃত্ত ছন্দে যুগ্মধ্বনি শব্দপ্রান্তিক হলে দু’মাত্রার শব্দের মাঝে বা প্রথমাংশে থাকলে সাধারণত এক মাত্রার ধরা হয়।
প্রশ্নঃ কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে?
[ বিসিএস ২৮তম ]
ক. অস্ট্রিক
খ. দ্রাবিড়
ক. নেগ্রিটো
খ. অস্ট্রিক
গ. ভোটচীন
ক. নেগ্রিটো
খ. ভোটচীন
গ. দ্রাবিড়
ঘ. অস্ট্রিক
উত্তরঃ অস্ট্রিক
ব্যাখ্যাঃ বাঙালি একটি সংকর জাতি। বিভিন্ন জাতির সংমিশ্রণে সময়ের পরিক্রমায় বাঙালি জাতির উদ্ভব হয়। এ দেশে অনার্য, আর্য, মঙ্গল, দ্রাবিড়, পর্তুগিজ, ইংরেজ প্রভৃতি জাতির আগমন ঘটে। এ দেশ প্রথমে অনার্য তথা অস্ট্রিক গোষ্ঠীর প্রভাবাধীন ছিল। অস্ট্রিক গোষ্ঠীর আগমনের অন্তত চৌদ্দশ বছর পর বঙ্গদেশে আর্য ও পরে দ্রাবিড় জাতির আগমন ঘটে। আর্যগণ সভ্যতা ও সংস্কৃতিতে অনার্য অপেক্ষা উন্নততর হওয়ায় আর্যদের ভাষা ও সংস্কৃতি কালক্রমে বঙ্গদেশে সুপ্রতিষ্ঠিত হয়েছিল। নৃতাত্ত্বিক বিচারে অনার্য ভাষাভাষী কোল, শবর, পুলিন্দ, হাড়ি, ডোম, চণ্ডাল প্রভৃতি বাংলার আদিম অধিবাসী, যারা অস্ট্রিক বা অস্ট্রো-এশিয়াটিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত। আনুমানিক পাঁচ-ছয় হাজার বছর পূর্বে ইন্দোচীন থেকে আসাম হয়ে এ অস্ট্রিক গোষ্ঠীর বঙ্গদেশে আগমন ঘটে। এরা চাষাবাদ, লোহা-তামা প্রভৃতির ব্যবহার জানতো। কাজেই বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক বা অনার্য গোষ্ঠী থেকে।
প্রশ্নঃ বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে-
[ বিসিএস ১৭তম ]
ক. পালি
খ. প্রাকৃত
ক. প্রাকৃত
খ. অপ্রভ্রংশ
গ. সংস্কৃত
ক. সংস্কৃত
খ. পালি
গ. প্রাকৃত
ঘ. অপ্রভ্রংশ
উত্তরঃ প্রাকৃত
ব্যাখ্যাঃ বাংলা ভাষা ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, খ্রিষ্টীয় সপ্তম শতকে গৌড়ীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব । অন্যদিকে ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে। প্রাকৃত বলতে সাধারণ জনগণের মুখের ভাষা বোঝায়।
প্রশ্নঃ সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য–
[ বিসিএস ১৬তম ]
ক. ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
খ. শব্দের রূপগত ভিন্নতায়
ক. ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
খ. শব্দের রূপগত ভিন্নতায়
গ. তৎসম ও অর্ধতৎসম শব্দের ব্যবহারে
ক. বাক্যের সরল ও জটিল রূপে
খ. শব্দের রূপগত ভিন্নতায়
গ. তৎসম ও অর্ধতৎসম শব্দের ব্যবহারে
ঘ. ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
উত্তরঃ ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
ব্যাখ্যাঃ সাধু রীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে । যেমন- ভাষা রীতি সর্বনাম বিশেষ্য ক্রিয়া সাধু: তাহারা ভাত খাইতেছিল চলিত: তারা ভাত খাচ্ছিল সাধুরীতি তৎসম শব্দবহুল এবং চলিতরীতি তদ্ভব শব্দবহুল।
প্রশ্নঃ সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য-
[ বিসিএস ১৫তম ]
ক. ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
খ. বাক্যের সরলতা ও জটিলতায়
ক. তৎসম ও অতৎসম শব্দের ব্যবহারে
খ. শব্দের কথা ও লেখ্য রূপে
গ. ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
ক. তৎসম ও অতৎসম শব্দের ব্যবহারে
খ. ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
গ. শব্দের কথা ও লেখ্য রূপে
ঘ. বাক্যের সরলতা ও জটিলতায়
উত্তরঃ ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
ব্যাখ্যাঃ এই ছবিতে সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্য দেখানো হয়েছে।
সাধু রীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে।
যেমন:
সাধু ভাষা: তাহারা ভাত খাইতেছিল।
চলিত ভাষা: তারা ভাত খাচ্ছিল।
সাধুরীতি তৎসম শব্দবহুল এবং চলিতরীতি তদ্ভব শব্দবহুল।
সাধু রীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে।
যেমন:
সাধু ভাষা: তাহারা ভাত খাইতেছিল।
চলিত ভাষা: তারা ভাত খাচ্ছিল।
সাধুরীতি তৎসম শব্দবহুল এবং চলিতরীতি তদ্ভব শব্দবহুল।
প্রশ্নঃ বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি?
[ বিসিএস ১৪তম ]
ক. এয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী
খ. দশম থেকে চতুর্দশ শতাব্দী
ক. দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
খ. দশম থেকে চতুর্দশ শতাব্দী
গ. এয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী
ক. দশম থেকে চতুর্দশ শতাব্দী
খ. একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
গ. দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
ঘ. এয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী
উত্তরঃ দশম থেকে চতুর্দশ শতাব্দী
ব্যাখ্যাঃ বাংলা ভাষার আদিস্তর ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, দশম থেকে চতুর্দশ শতাব্দী। ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে, সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী।
প্রশ্নঃ বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল-
[ প্রা.বি.স.শি. 29-03-2024 ]
ক. ৬৫০-১২০০ খ্রিঃ
খ. ৫০০-১০০০ খ্রিঃ
ক. ৭০০-১৪০০ খ্রিঃ
খ. ৬৫০-১২০০ খ্রিঃ
গ. ৪০০-৮০০ খ্রিঃ
ক. ৭০০-১৪০০ খ্রিঃ
খ. ৬৫০-১২০০ খ্রিঃ
গ. ৪০০-৮০০ খ্রিঃ
ঘ. ৫০০-১০০০ খ্রিঃ
উত্তরঃ ৬৫০-১২০০ খ্রিঃ
প্রশ্নঃ মালদ্বীপের প্রধান ভাষা কোনটি?
[ প্রা.বি.স.শি. 29-03-2024 ]
ক. দিভেহী
খ. আরবী
ক. দিভেহী
খ. হিন্দি
গ. আরবী
ক. দিভেহী
খ. মালয়
গ. আরবী
ঘ. হিন্দি
উত্তরঃ দিভেহী
প্রশ্নঃ 'বাবা' শব্দটি কোন ভাষা থেকে আগত?
[ প্রা.বি.স.শি. 29-03-2024 ]
ক. ফার্সী
খ. তুর্কী
ক. হিন্দি
খ. উর্দু
গ. তুর্কী
ক. তুর্কী
খ. ফার্সী
গ. হিন্দি
ঘ. উর্দু
উত্তরঃ তুর্কী
প্রশ্নঃ বাগযন্ত্রের অংশ কোনটি?
[ প্রা.বি.স.শি. 08-12-2023 ]
ক. স্বরযন্ত্র
খ. সবকটি
ক. সবকটি
খ. স্বরযন্ত্র
গ. ফুসফুস
ক. স্বরযন্ত্র
খ. ফুসফুস
গ. দাঁত
ঘ. সবকটি
উত্তরঃ সবকটি
প্রশ্নঃ সাধু রীতি ও চলিতরীতির পার্থক্য কোন পদে বেশি?
[ প্রা.বি.স.শি. 20-05-2022 ]
ক. ক্রিয়া ও সর্বনাম
খ. ক্রিয়া ও অব্যয়
ক. ক্রিয়া ও সর্বনাম
খ. ক্রিয়া ও অব্যয়
গ. সর্বনাম ও বিশেষ্য
ক. ক্রিয়া ও অব্যয়
খ. অব্যয় ও ক্রিয়া
গ. সর্বনাম ও বিশেষ্য
ঘ. ক্রিয়া ও সর্বনাম
উত্তরঃ ক্রিয়া ও সর্বনাম
প্রশ্নঃ শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম কে?
[ প্রা.বি.স.শি. (৩য় ধাপ) 03-06-2022 ]
ক. মা
খ. বাবা
ক. আত্মীয়-স্বজন
খ. মা
গ. শিক্ষক
ক. বাবা
খ. আত্মীয়-স্বজন
গ. শিক্ষক
ঘ. মা
উত্তরঃ মা
ব্যাখ্যাঃ শিশুর ভাষা শিক্ষার প্রথম এবং প্রধান মাধ্যম হলো মা।
ব্যাখ্যা:
- শিশুর ভাষা শিক্ষা শুরু হয় পরিবার থেকে, এবং মা-ই সাধারণত শিশুর প্রথম এবং নিকটতম সঙ্গী।
- মা শিশুর সাথে সবচেয়ে বেশি কথা বলেন এবং শিশু তার কাছ থেকে প্রথম শব্দ ও বাক্য শেখে।
- গবেষণায়ও দেখা গেছে যে, শিশুর ভাষা বিকাশে মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সুতরাং, সঠিক উত্তর: ঘ) মা।
ব্যাখ্যা:
- শিশুর ভাষা শিক্ষা শুরু হয় পরিবার থেকে, এবং মা-ই সাধারণত শিশুর প্রথম এবং নিকটতম সঙ্গী।
- মা শিশুর সাথে সবচেয়ে বেশি কথা বলেন এবং শিশু তার কাছ থেকে প্রথম শব্দ ও বাক্য শেখে।
- গবেষণায়ও দেখা গেছে যে, শিশুর ভাষা বিকাশে মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সুতরাং, সঠিক উত্তর: ঘ) মা।