প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি?
[ প্রা.বি.স.শি. 22-04-2022 ]
ক. পদ্মাগোখরা
খ. পদ্মপুরাণ
গ. পদ্মাবর্তী
ঘ. পদ্মরাগ
উত্তরঃ পদ্মাগোখরা
ব্যাখ্যাঃ
ক্রমিক | গল্পের নাম | প্রকাশকাল | বিষয়বস্তু |
---|---|---|---|
১ | ব্যথার দান | ১৯২২ | প্রেম ও ত্যাগের কাহিনী |
২ | রিক্তের বেদন | ১৯২৪ | দারিদ্র্য ও মানবিক সংঘাত |
৩ | শিউলিমালা | ১৯৩১ | গ্রামীণ জীবনের রোমান্টিক কাহিনী |
৪ | ঝিলিমিলি | ১৯২৮ | সমাজের নিচুতলার মানুষের গল্প |
৫ | মেহের নেগার | ১৯২৫ | ঐতিহাসিক প্রেমকাহিনী |
Related MCQ
ক. জসীমউদ্দীন
খ. কাজী নজরুল ইসলাম
ক. কাজী নজরুল ইসলাম
খ. জসীমউদ্দীন
গ. আব্বাস উদ্দীন আহমদ
ক. কাজী নজরুল ইসলাম
খ. গোলাম মোস্তফা
গ. জসীমউদ্দীন
ঘ. আব্বাস উদ্দীন আহমদ
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
ক. রুদ্র-মঙ্গল
খ. দুর্দিনের যাত্রী
ক. রুদ্র-মঙ্গল
খ. দুর্দিনের যাত্রী
গ. রাজবন্দির জবানবন্দি
ক. যুগ-বাণী
খ. রুদ্র-মঙ্গল
গ. দুর্দিনের যাত্রী
ঘ. রাজবন্দির জবানবন্দি
উত্তরঃ রুদ্র-মঙ্গল
প্রশ্নঃ কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়?
[ বিসিএস ৪৪তম ]
ক. সোনার তরী
খ. ব্যথার দান
ক. ব্যথার দান
খ. সোনার তরী
গ. শিউলিমালা
ক. ব্যথার দান
খ. দোলনচাঁপা
গ. সোনার তরী
ঘ. শিউলিমালা
উত্তরঃ সোনার তরী
ক. সিন্ধু-হিন্দোল
খ. অগ্নি-বীণা
ক. অগ্নি-বীণা
খ. চক্রবাক
গ. বিষের বাঁশী
ক. বিষের বাঁশী
খ. অগ্নি-বীণা
গ. সিন্ধু-হিন্দোল
ঘ. চক্রবাক
উত্তরঃ অগ্নি-বীণা
প্রশ্নঃ ‘বিদ্রোহী’ কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়েছে?
[ বিসিএস ৪০তম ]
ক. ১৯২১ সন
খ. কোনটি সঠিক নয়।
ক. ১৯২৩ সন
খ. কোনটি সঠিক নয়।
গ. ১৯১৯ সন
ক. ১৯২৩ সন
খ. ১৯২১ সন
গ. ১৯১৯ সন
ঘ. ১৯১৮ সন
উত্তরঃ কোনটি সঠিক নয়।
ব্যাখ্যাঃ ১৯২১ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে কবি নজরুল ‘বিদ্রোহী’ কবিতাটি লেখেন। আর তা ১৯২২ সালের ৬ জানুয়ারি সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এ কবিতাটি তার প্রথম প্রকাশিত ‘অগ্নিবীণা’ কাব্যের দ্বিতীয় কবিতা। ‘অগ্নিবীণা’ কাব্যে মোট বারোটি কবিতা স্থান পেয়েছে। এ কাব্যের আরো কয়েকটি উল্লেখযোগ্য কবিতা- প্রলয়োল্লাস (প্রথম কবিতা), রক্তাম্বরধারিণী মা, ধূমকেতু, খেয়াপারের তরণী, কামালপাশা।
প্রশ্নঃ ‘বাঁধন হারা’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?
[ বিসিএস ৩৯তম ]
ক. উপন্যাস
খ. নাটক
ক. উপন্যাস
খ. ভ্রমণ কাহিনী
গ. কবিতা
ক. ভ্রমণ কাহিনী
খ. উপন্যাস
গ. নাটক
ঘ. কবিতা
উত্তরঃ উপন্যাস
ক. প্রলয়োল্লাস
খ. বিদ্রোহী
ক. আগমনী
খ. প্রলয়োল্লাস
গ. কোরবানী
ক. আগমনী
খ. কোরবানী
গ. প্রলয়োল্লাস
ঘ. বিদ্রোহী
উত্তরঃ প্রলয়োল্লাস
ক. ব্রাহ্মণ্যযুগে নব মুসলিম ছিলেন বলে
খ. প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে
ক. ব্রাহ্মণ্যযুগে নব মুসলিম ছিলেন বলে
খ. ইসলামের গুণকীর্তন করেছিলেন বলে
গ. প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে
ক. ব্রাহ্মণ্যযুগে নব মুসলিম ছিলেন বলে
খ. ইসলামের গুণকীর্তন করেছিলেন বলে
গ. প্রাচীন বাংলার বিদ্রোহী ছিলেন বলে
ঘ. প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে
উত্তরঃ প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে
প্রশ্নঃ কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?
[ বিসিএস ৩৬তম ]
ক. বালুচর
খ. চক্রবাক
ক. ছায়ানট
খ. রুদ্রমঙ্গল
গ. বালুচর
ক. ছায়ানট
খ. চক্রবাক
গ. রুদ্রমঙ্গল
ঘ. বালুচর
উত্তরঃ বালুচর
প্রশ্নঃ কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস?
[ বিসিএস ৩৬তম ]
ক. কুহেলিকা
খ. সর্বহারা
ক. কুহেলিকা
খ. সর্বহারা
গ. রিক্তের বেদন
ক. রিক্তের বেদন
খ. সর্বহারা
গ. আলেয়া
ঘ. কুহেলিকা
উত্তরঃ কুহেলিকা
প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়?
[ বিসিএস ৪১তম ]
ক. যুগবাণী
খ. প্রলয় শিখা
ক. যুগবাণী
খ. প্রলয় শিখা
গ. ভাঙার গান
ক. বিষের বাঁশি
খ. যুগবাণী
গ. ভাঙার গান
ঘ. প্রলয় শিখা
উত্তরঃ যুগবাণী
প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি?
[ বিসিএস ৩২তম ]
ক. পদ্মাপুরাণ
খ. পদ্মগোখরা
ক. পদ্মরাগ
খ. পদ্মাবতী
গ. পদ্মগোখরা
ক. পদ্মরাগ
খ. পদ্মগোখরা
গ. পদ্মাপুরাণ
ঘ. পদ্মাবতী
উত্তরঃ পদ্মগোখরা
প্রশ্নঃ ‘বিদ্রোহী’ কবিতা কোন কাব্যের অন্তর্গত?
[ বিসিএস ৩১তম ]
ক. অগ্নিবীণা
খ. বিষের বাঁশী
ক. দোলনচাঁপা
খ. অগ্নিবীণা
গ. বিষের বাঁশী
ক. দোলনচাঁপা
খ. বিষের বাঁশী
গ. সাম্যবাদী
ঘ. অগ্নিবীণা
উত্তরঃ অগ্নিবীণা
ব্যাখ্যাঃ অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। এই কাব্যের প্রথম কবিতা ‘প্রলয়োল্লাস’ এবং দ্বিতীয় কবিতা ‘বিদ্রোহী’ অগ্নিবীণা কাব্যগ্রন্থে মোট ১২টি কবিতা স্থান পায়। যথা- প্রলয়োল্লাস, বিদ্রোহী, রক্তম্বরধারিণী মা, আগমনী, ধূমকেতু, কামাল পাশা, আনোয়ার, রণভেরী, সাত ইল আরব, খেয়াপারের তরণী, কোরবানী ও মোহররম।
প্রশ্নঃ ‘অগ্নিবীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?
[ বিসিএস ২৯তম ]
ক. প্রলয়োল্লাস
খ. বিদ্রোহী
ক. প্রলয়োল্লাস
খ. ধূমকেতু
গ. অগ্রপথিক
ক. ধূমকেতু
খ. বিদ্রোহী
গ. প্রলয়োল্লাস
ঘ. অগ্রপথিক
উত্তরঃ প্রলয়োল্লাস
ব্যাখ্যাঃ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’ (১৯২২)। এ কাব্যগ্রন্থের প্রথম কবিতা ‘প্রলয়োল্লাস’ এ কাব্যগ্রন্থের অন্যান্য কবিতাগুলো হলো ‘বিদ্রোহী’ রক্তাম্বরধারিণী মা, আগমনী, ধূমকেতু, কামাল পাশা, আনোয়ার, রণভেরী, সাত-ইল আরব, খেয়াপারের তরণী, কোরবানী, মোহররম’ মোট ১২টি কবিতা এ কাব্যগ্রন্থের অন্তর্গত। অন্যদিকে অগ্রপথিক, কবিতাটি নজরুল ইসলামের ‘জিঞ্জীর’ কাব্যগ্রন্থের অন্তর্গত।
প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি?
[ বিসিএস ২৮তম ]
ক. মাহে নও
খ. ধূমকেতু
ক. ধূমকেতু
খ. মাহে নও
গ. কালিকলম
ক. মাহে নও
খ. সওগাত
গ. ধূমকেতু
ঘ. কালিকলম
উত্তরঃ ধূমকেতু
ব্যাখ্যাঃ কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম "ধূমকেতু"। "ধূমকেতু" ছিল একটি দেশপ্রেমমূলক ও বিদ্রোহাত্মক পত্রিকা, যা ১৯২২ সালে প্রকাশিত হয়। এটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং এই পত্রিকায় প্রকাশিত লেখার জন্য নজরুলকে কারাবরণও করতে হয়েছিল। এছাড়াও, তিনি "লাঙল" ও "গণবাণী" পত্রিকারও সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন।
ক. বিষের বাঁশী
খ. সিন্ধু হিন্দোল
ক. সাম্যবাদী
খ. বিষের বাঁশী
গ. সিন্ধু হিন্দোল
ক. সাম্যবাদী
খ. বিষের বাঁশী
গ. সিন্ধু হিন্দোল
ঘ. নতুন চাঁদ
উত্তরঃ সিন্ধু হিন্দোল
ব্যাখ্যাঃ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের (১৮১৯-১৯৭৬) ‘সিন্ধু-হিন্দোল’ কাব্যগ্রন্থের অর্ন্তভুক্ত ‘দারিদ্র্য’ কবিতাটি। কাব্যগ্রন্থটি ১৯২৭ সালে প্রকাশিত হয়।
প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
[ বিসিএস ২৬তম | বিসিএস ২৪তম ]
ক. আলেয়া
খ. মৃত্যুক্ষুধা
ক. মৃত্যুক্ষুধা
খ. আলেয়া
গ. মধুমালা
ক. মৃত্যুক্ষুধা
খ. আলেয়া
গ. ঝিলিমিলি
ঘ. মধুমালা
উত্তরঃ মৃত্যুক্ষুধা
ব্যাখ্যাঃ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের (১৮৯৯-১৯৭৬ খ্রি) দ্বিতীয় উপন্যাস ‘মৃত্যুক্ষুধা’ ১৯৩০ সালে তিনি রচনা করেন। ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলনের পটভূমিতে উপন্যাসটি রচিত। অন্যদিকে ঝিলিমিলি (১৯৩০), আলেয়া (১৯৩২) এবং মধুমালা (১৯৫৮) তার রচিত তিনটি নাটক।
প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন?
[ বিসিএস ২৬তম ]
ক. আনন্দময়ীর আগমনে
খ. প্রলয়োল্লাস
ক. বিদ্রোহী
খ. আনন্দময়ীর আগমনে
গ. নারী
ক. বিদ্রোহী
খ. প্রলয়োল্লাস
গ. আনন্দময়ীর আগমনে
ঘ. নারী
উত্তরঃ আনন্দময়ীর আগমনে
ব্যাখ্যাঃ কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬ খ্রি) তার ‘আনন্দময়ীর আগমনে’ কবিতাটি রচনার জন্য কারারুদ্ধ হন এবং এক বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। ‘প্রলয়শিখা’ গ্রন্থের জন্য তিনি ৬ মাস কারাদণ্ডে দণ্ডিত হন। ‘বিদ্রোহী’ কবিতা রচনার জন্য তিনি বিদ্রোহী কবি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
ক. বিদ্রোহী
খ. কোনটি সঠিক নয়।
ক. কোনটি সঠিক নয়।
খ. প্রলয়োল্লাস
গ. আনন্দময়ীর আগমনে
ক. বিদ্রোহী
খ. আনন্দময়ীর আগমনে
গ. প্রলয়োল্লাস
ঘ. রক্তাস্বরধারিনী মা
উত্তরঃ কোনটি সঠিক নয়।
ব্যাখ্যাঃ বিদ্রোহী কবি নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্হ ‘অগ্নিবীণা’তে প্রলয়োল্লাস, বিদ্রোহী এবং রক্তাম্বরধারিণী মা কবিতা তিনটি অন্তর্ভুক্ত। ধূমকেতুর ২৬ সেপ্টেম্বর, ১৯২২ সংখ্যায় নজরুলের রাজনৈতিক কবিতা ‘আনন্দময়ীর আগমনে’ প্রকাশ হলে ৮ নভেম্বর পত্রিকার ঐ সংখ্যা নিষিদ্ধ করা হয় এবং কবিতা রচনার জন্য ব্রিটিশ সরকার কর্তৃক ১ বছর কারাদণ্ড দণ্ডিত হন। উল্লেখ্য, অনেকে লিখে থাকেন ‘অগ্নিবীণা’ ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল। এ তথ্য সত্য নয়। গ্রন্হটি কোনোদিন নিষিদ্ধ হয়নি।
ক. পত্রিকা
খ. ছোটগল্প
ক. পত্রিকা
খ. ছোটগল্প
গ. উপন্যাস
ক. কবিতা
খ. পত্রিকা
গ. উপন্যাস
ঘ. ছোটগল্প
উত্তরঃ পত্রিকা
ব্যাখ্যাঃ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬ খ্রি.) সাহিত্যসেবার পাশাপাশি সাংবাদিকতায়ও আত্মনিয়োগ করেছিলেন। তিনি ছিলেন সান্ধ্য ‘দৈনিক নবযুগ’ (১৯২০) পত্রিকার যুগ্ম-সম্পাদক। তার সম্পাদনায় প্রকাশিত হয় অর্ধ সাপ্তাহিক ‘ধূমকেতু’ (১৯২২)। এছাড়া তিনি ‘লাঙ্গল’ (১৯২৫) নামক সাপ্তাহিক পত্রিকাও সম্পাদনা করেছিলেন।
প্রশ্নঃ কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল?
[ বিসিএস ২২তম ]
ক. আনন্দময়ীর আগমনে
খ. অগ্রপথিক
ক. আনন্দময়ীর আগমনে
খ. বিদ্রোহী
গ. অগ্রপথিক
ক. বিদ্রোহী
খ. আনন্দময়ীর আগমনে
গ. কাণ্ডারী হুশিয়ার
ঘ. অগ্রপথিক
উত্তরঃ আনন্দময়ীর আগমনে
ব্যাখ্যাঃ ‘আনন্দময়ীর আগমনে’ কবিতা রচনার জন্য তিনি এক বছরের জন্য কারারুদ্ধ হন। এছাড়া ‘প্রলয় শিখা’র জন্যও তিনি ছয় মাস কারারুদ্ধ হন।
প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি?
[ বিসিএস ২২তম ]
ক. বাউণ্ডেলের আত্মকাহিনী
খ. বিদ্রোহী
ক. হেবা
খ. বিদ্রোহী
গ. বাউণ্ডেলের আত্মকাহিনী
ক. বাউণ্ডেলের আত্মকাহিনী
খ. মুক্তি
গ. হেবা
ঘ. বিদ্রোহী
উত্তরঃ বাউণ্ডেলের আত্মকাহিনী
ব্যাখ্যাঃ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা (গল্প) ‘বাউণ্ডেলের আত্মকাহিনী’ মাসিক ‘সওগাত’ পত্রিকায় ১৩২৬ বঙ্গাব্দের (১৯১৯ খ্রি.) জ্যৈষ্ঠ সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। তার রচিত প্রথম কবিতা ‘মুক্তি’ প্রথম প্রকাশিত হয় বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা'র শ্রাবণ সংখ্যায় ১৩২৬ বঙ্গাব্দে।
প্রশ্নঃ নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
[ বিসিএস ২০তম ]
ক. ব্যথার দান
খ. রাজবন্দীর জবানবন্দী
ক. ব্যথার দান
খ. রাজবন্দীর জবানবন্দী
গ. অগ্নিবীণা
ক. রাজবন্দীর জবানবন্দী
খ. ব্যথার দান
গ. অগ্নিবীণা
ঘ. নবযুগ
উত্তরঃ ব্যথার দান
ব্যাখ্যাঃ
ধরন | নাম |
---|---|
রচনা/গল্প | বাউন্ডেলের আত্মকাহিনী |
গ্রন্থ/গল্পগ্রন্থ | ব্যথার দান |
কবিতা | মুক্তি |
কাব্যগ্রন্থ | অগ্নিবীণা |
প্রবন্ধ | তুর্কি মহিলার ঘোমটা খোলা |
প্রবন্ধগ্রন্থ | যুগবাণী |
নাটক ও নাট্যগ্রন্থ | ঝিলিমিলি |
উপন্যাস | বাঁধন-হারা |
প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি?
[ বিসিএস ২০তম ]
ক. রাঙাজবা
খ. মরুসূর্য
ক. রাঙাজবা
খ. মরুসূর্য
গ. মরুশিখা
ক. অগ্নিকোণ
খ. মরুশিখা
গ. মরুসূর্য
ঘ. রাঙাজবা
উত্তরঃ রাঙাজবা
ব্যাখ্যাঃ কাজী নজরুল ইসলামের সঙ্গীতবিষয়ক গ্রন্হ রাঙাজবা। মরুশিখা হলো যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্যগ্রন্হ। মরুসূর্য হলো আ.ন.ম. বজলুর রশীদ রচিত কাব্যগ্রন্হ।
ক. দোলন চাঁপা
খ. অগ্নিবীণা
ক. বিষের বাঁশি
খ. অগ্নিবীণা
গ. দোলন চাঁপা
ক. অগ্নিবীণা
খ. বিষের বাঁশি
গ. দোলন চাঁপা
ঘ. বাঁধনহারা
উত্তরঃ অগ্নিবীণা
ব্যাখ্যাঃ ১৯২২ সালে প্রকাশিত ‘অগ্নিবীণা’ কাজী নজরুল ইসলাম রচিত প্রথম কাব্যগ্রন্হ। এই গ্রন্থে ১২টি কবিতা সংকলিত হয়েছে। যথা- প্রলয়োল্লাস, বিদ্রোহী, রক্তাম্বরধারিণী মা, আগমনী, ধূমকেতু, কামালপাশা, আনোয়ার, রণভেরী, সাত-ইল-আরব, খেয়াপারের তরণী, কোরবানী ও মোহররম।
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. মুজাফফর আহমদ
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বীরজাসুন্দরী দেবী
গ. মুজাফফর আহমদ
ক. বারীন্দ্রকুমার ঘোষ
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. বীরজাসুন্দরী দেবী
ঘ. মুজাফফর আহমদ
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যাঃ কাজী নজরুল ইসলাম তার ‘সঞ্চিতা’ কাব্যগ্রন্হটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন।
প্রশ্নঃ “বউ কথা কও, বউ কথা কও কও কথা অভিমানিনী সেধে সেধে কেদেঁ কেদেঁ যাবে কত যামিনী”-এই কবিতাংশটুকুর কবি কে?
[ বিসিএস ১৪তম ]
ক. কাজী নজরুল ইসলাম
খ. শামসুর রাহমান
ক. বেনজীর আহমেদ
খ. কাজী নজরুল ইসলাম
গ. জীবনানন্দ দাশ
ক. বেনজীর আহমেদ
খ. কাজী নজরুল ইসলাম
গ. জীবনানন্দ দাশ
ঘ. শামসুর রাহমান
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যাঃ উল্লিখিত অংশটুকু কাজী নজরুল ইসলামের ‘নজরুল গীতিকা’ সংগীত গ্রন্হ থেকে সংকলন করা হয়েছে।
প্রশ্নঃ ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা–
[ বিসিএস ১০তম ]
ক. বিদ্রোহী
খ. প্রলয়োল্লাস
ক. বিদ্রোহী
খ. ধূমকেতু
গ. প্রলয়োল্লাস
ক. অগ্রপথিক
খ. বিদ্রোহী
গ. প্রলয়োল্লাস
ঘ. ধূমকেতু
উত্তরঃ প্রলয়োল্লাস
ব্যাখ্যাঃ ১৯২২ সালে প্রকাশিত ‘অগ্নিবীণা’ কাজী নজরুল ইসলাম রচিত প্রথম কাব্যগ্রন্হ। এই গ্রন্হে ১২টি কবিতা সংকলিত হয়েছে। যথা- প্রলয়োল্লাস, বিদ্রোহী, রক্তাম্বরধারিণী মা, আগমনী, ধূমকেতু, কামালপাশা, আনোয়ার, রণভেরী, সাত-ইল-আরব, খেয়াপারের তরণী, কোরবানী ও মোহররম।
প্রশ্নঃ কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ?
[ বিসিএস ২১তম ]
ক. বিষের বাঁশী
খ. বন্দীর বন্দনা
ক. বন্দীর বন্দনা
খ. রূপসী বাংলা
গ. বিষের বাঁশী
ক. বিষের বাঁশী
খ. বন্দীর বন্দনা
গ. সন্দ্বীপের চর
ঘ. রূপসী বাংলা
উত্তরঃ বিষের বাঁশী
ব্যাখ্যাঃ
গ্রন্থ | ধরন | রচিয়তা |
---|---|---|
বিষের বাঁশি | কাব্যগ্রন্থ | কাজী নজরুল ইসলাম |
সন্দ্বীপের চর | কাব্যগ্রন্থ | বিষ্ণু দে |
রূপসী বাংলা | কাব্যগ্রন্থ | জীবনানন্দ দাশ |
বন্দীর বন্দনা | কাব্য গ্রন্থ | বুদ্ধদেব বসু |
প্রশ্নঃ কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা-
[ প্রা.বি.স.শি. 08-12-2023 ]
ক. বসন্ত
খ. কালের যাত্রা
ক. বসন্ত
খ. তাসের দেশ
গ. কালের যাত্রা
ক. ক্ষণিকা
খ. তাসের দেশ
গ. বসন্ত
ঘ. কালের যাত্রা
উত্তরঃ বসন্ত