প্রশ্নঃ "রূপ্সার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়’ কবিতার চরণে কবি কোন রূপসার কথা বলেছেন?
[ প্রা.বি.স.শি. 22-04-2022 ]
ক. রূপসী ডিঙা
খ. রূপসী বাংলা
গ. রূপসা নদী
ঘ. গ্রামবাংলার নদী
উত্তরঃ রূপসা নদী
ব্যাখ্যাঃ "রূপ্সার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়" এই কবিতার চরণে কবি জীবনানন্দ দাশ রূপসা নদীর কথা বলেছেন।
Related MCQ
ক. জীবনানন্দ দাশ
খ. সুধীন্দ্রনাথ দত্ত
ক. জীবনানন্দ দাশ
খ. প্রেমেন্দ্র মিত্র
গ. সুধীন্দ্রনাথ দত্ত
ক. সুধীন্দ্রনাথ দত্ত
খ. প্রেমেন্দ্র মিত্র
গ. সমর সেন
ঘ. জীবনানন্দ দাশ
উত্তরঃ জীবনানন্দ দাশ
প্রশ্নঃ জীবনানন্দ দাশকে ‘নির্জনতম কবি’ বলে আখ্যায়িত করেন কে?
[ বিসিএস ৩৯তম ]
ক. বুদ্ধদেব বসু
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বুদ্ধদেব বসু
গ. সৈয়দ শামসুল হক
ক. বিষ্ণু দে
খ. বুদ্ধদেব বসু
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ বুদ্ধদেব বসু
প্রশ্নঃ ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের ওপর গ্রন্থ লিখেছেন কে?
[ বিসিএস ৪১তম ]
ক. ক্লিনটন বি সিলি
খ. ডব্লিউ বি ইয়েটস
ক. ক্লিনটন বি সিলি
খ. অমিতাভ ঘোষ
গ. ডব্লিউ বি ইয়েটস
ক. ডব্লিউ বি ইয়েটস
খ. ক্লিনটন বি সিলি
গ. অরুন্ধতী রায়
ঘ. অমিতাভ ঘোষ
উত্তরঃ ক্লিনটন বি সিলি
প্রশ্নঃ জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি?
[ বিসিএস ২৮তম ]
ক. কবিতার কথা
খ. ঝরা পালকের কবি
ক. ধূসর পাণ্ডুলিপি
খ. কবিতার কথা
গ. ঝরা পালকের কবি
ক. ধূসর পাণ্ডুলিপি
খ. কবিতার কথা
গ. ঝরা পালকের কবি
ঘ. দুর্দিনের যাত্রী
উত্তরঃ কবিতার কথা
ব্যাখ্যাঃ তিমির হননের কবি জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪)-এর প্রবন্ধগ্রন্হ ‘কবিতার কথা’ (১৯৫৪)। তার রচিত কাব্যগ্রন্হ: ‘ঝরাপালক’ (১৯২৭), ‘ধূসর পাণ্ডুলিপি’ (১৯৩৬), ‘বনলতা সেন’ (১৯৪২), ‘সাতটি তারার তিমির’ (১৯৪৮) ‘রূপসী বাংলা’ (১৯৫৭)। উপন্যাস : ‘মাল্যবান’ (১৯৭৩), ‘সতীর্থ’ (১৯৭৪)। ‘দুর্দিনের যাত্রী’ (১৯২২) এবং ‘যুগবাণী’ (১৯২৬) কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্হ।
প্রশ্নঃ জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়?
[ বিসিএস ১৬তম ]
ক. রাজশাহী জেলা
খ. বরিশাল জেলা
ক. বরিশাল জেলা
খ. রাজশাহী জেলা
গ. ঢাকা জেলা
ক. বরিশাল জেলা
খ. ফরিদপুর জেলা
গ. ঢাকা জেলা
ঘ. রাজশাহী জেলা
উত্তরঃ বরিশাল জেলা
ব্যাখ্যাঃ রবীন্দ্র-উত্তর আধুনিক বাংলা কবিতায় পঞ্চপাণ্ডবের একজন ছিলেন জীবনানন্দ দাশ। তাঁর জন্ম ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশাল জেলার ধানসিঁড়ি নদীর তীরে এক ব্রাহ্ম পরিবারে। প্রতিভাবান এই কবি কলকাতায় ট্রামের নিচে পড়ে আহত হন এবং ২২ অক্টোবর ১৯৫৪ মারা যান।
প্রশ্নঃ জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ-
[ বিসিএস ১৩তম ]
ক. নাম রেখেছি কোমল গান্ধার
খ. ধূসর পাণ্ডুলিপি
ক. নাম রেখেছি কোমল গান্ধার
খ. ধূসর পাণ্ডুলিপি
গ. একক সন্ধ্যায় বসন্ত
ক. ধূসর পাণ্ডুলিপি
খ. নাম রেখেছি কোমল গান্ধার
গ. একক সন্ধ্যায় বসন্ত
ঘ. অন্ধকারে একা
উত্তরঃ ধূসর পাণ্ডুলিপি
ব্যাখ্যাঃ জীবনানন্দ দাশের অন্যান্য কাব্যগ্রন্হগুলো হলো- ঝরাপালক, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা ও বেলা অবেলা কালবেলা।
প্রশ্নঃ রূপসী বাংলার কবি-
[ বিসিএস ১২তম ]
ক. কালিদাস রায়
খ. জীবনানন্দ দাশ
ক. জীবনানন্দ দাশ
খ. কালিদাস রায়
গ. জসীমউদ্দীন
ক. জসীমউদ্দীন
খ. জীবনানন্দ দাশ
গ. কালিদাস রায়
ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ জীবনানন্দ দাশ
ব্যাখ্যাঃ
কবি | উপাধি |
---|---|
জীবনানন্দ দাশ | ধূসরতার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি, রূপসী বাংলার কবি |
জসীমউদ্দীন | পল্লীকবি |
সত্যেন্দ্রনাথ দত্ত | ছন্দের জাদুকর |
প্রশ্নঃ কোন কবির মাতাও একজন কবি?
[ প্রা.বি.স.শি. 02-02-2024 ]
ক. বিষ্ণু দে
খ. জীবনানন্দ দাশ
ক. শামসুর রাহমান
খ. জীবনানন্দ দাশ
গ. আহসান হাবীব
ক. শামসুর রাহমান
খ. জীবনানন্দ দাশ
গ. আহসান হাবীব
ঘ. বিষ্ণু দে
উত্তরঃ জীবনানন্দ দাশ