প্রশ্নঃ ‘মেধাবী’ শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি?
[ প্রা.বি.স.শি. 22-04-2022 ]
ক. মেধা+ বিন্
খ. মেধা +বি
গ. মেধা+বী
ঘ. মেধা+আবী
উত্তরঃ মেধা+ বিন্
Related MCQ
প্রশ্নঃ কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
[ বিসিএস ৪২তম ]
ক. কৃষ্+তি
খ. কৃষ্+ইষ্টি
ক. কৃষ্+টি
খ. কৃ+ইষ্টি
গ. কৃষ্+তি
ক. কৃষ্+তি
খ. কৃষ্+টি
গ. কৃ+ইষ্টি
ঘ. কৃষ্+ইষ্টি
উত্তরঃ কৃষ্+তি
ব্যাখ্যাঃ কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়: কৃষ্ + তি
প্রশ্নঃ প্রচুর + য = প্রাচুর্য, কোন প্রত্যয়?
[ বিসিএস ৪১তম ]
ক. তদ্ধিত প্রত্যয়
খ. বাংলা কৃৎ প্রত্যয়
ক. কৃৎ প্রত্যয়
খ. সংস্কৃত কৃৎ প্রত্যয়
গ. তদ্ধিত প্রত্যয়
ক. কৃৎ প্রত্যয়
খ. তদ্ধিত প্রত্যয়
গ. বাংলা কৃৎ প্রত্যয়
ঘ. সংস্কৃত কৃৎ প্রত্যয়
উত্তরঃ তদ্ধিত প্রত্যয়
প্রশ্নঃ বাংলা কৃৎ -প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
[ বিসিএস ৪০তম ]
ক. খেলনা
খ. কারক
ক. কারক
খ. খেলনা
গ. লিখিত
ক. কারক
খ. লিখিত
গ. বেদনা
ঘ. খেলনা
উত্তরঃ খেলনা
প্রশ্নঃ ‘সর্বাঙ্গীণ’ শব্দের সঠিক প্রকৃতি -প্রত্যয়-
[ বিসিএস ৪০তম ]
ক. সর্বঙ্গ + ঈন
খ. সর্বাঙ্গ + ঈন
ক. সর্বাঙ্গ + ঈন
খ. সর্ব + অঙ্গীন
গ. সর্ব + ঙ্গীন
ক. সর্বঙ্গ + ঈন
খ. সর্ব + অঙ্গীন
গ. সর্ব + ঙ্গীন
ঘ. সর্বাঙ্গ + ঈন
উত্তরঃ সর্বাঙ্গ + ঈন
প্রশ্নঃ ‘মেছো’ শব্দের প্রকৃতি-প্রত্যয় কি?
[ বিসিএস ২৭তম ]
ক. মাছ + উয়া > ও
খ. মাছ + ও
ক. মাছ + উয়া > ও
খ. মেছ + ও
গ. মাছ + ও
ক. মাছ + ও
খ. মেছ + ও
গ. মাছি + উয়া > ও
ঘ. মাছ + উয়া > ও
উত্তরঃ মাছ + উয়া > ও
ব্যাখ্যাঃ বাংলা ভাষায় ‘মেছো’ শব্দটি গঠিত হয়েছে মূল ধাতু বা প্রকৃতি ‘মাছ’ থেকে, যার সাথে ‘উয়া’ প্রত্যয় যুক্ত হয়ে রূপান্তরের মাধ্যমে ‘মেছো’ (মাছ + উয়া > ও) রূপে ব্যবহার হয়।
প্রশ্নঃ দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি
[ বিসিএস ১৮তম ]
ক. দুল্ + অনা
খ. দোলনা + আ
ক. দুল্ + অনা
খ. দোল্ + অনা
গ. দোলনা + আ
ক. দুল্ + অনা
খ. দোল্ + না
গ. দোল্ + অনা
ঘ. দোলনা + আ
উত্তরঃ দুল্ + অনা
ব্যাখ্যাঃ দুল্ + অনা = দুলনা > দোলনা (কৃত প্রত্যয়)।
প্রশ্নঃ প্রত্যয়গত ভাবে শুদ্ধ কোনটি?
[ বিসিএস ১৬তম ]
ক. উৎকৃষ্ট
খ. উৎকর্ষতা
ক. উৎকৃষ্ট
খ. উৎকর্ষ
গ. উৎকৃষ্টতা
ক. উৎকর্ষতা
খ. উৎকর্ষ
গ. উৎকৃষ্ট
ঘ. উৎকৃষ্টতা
উত্তরঃ উৎকৃষ্ট
ব্যাখ্যাঃ প্রত্যয়গতভাবে শুদ্ধ হলো: খঃ উৎকর্ষ
এখানে বাকি শব্দগুলো প্রত্যয়গতভাবে ভুল।
উৎকর্ষতা - "উৎকর্ষ" শব্দের সাথে "তা" প্রত্যয় যুক্ত করে এই শব্দটি তৈরি করা হয়েছে, যা ব্যাকরণগতভাবে শুদ্ধ নয়।
উৎকৃষ্ট - "উৎকৃষ্ট" শব্দটি একটি বিশেষণ পদ, যা "উৎকর্ষ" শব্দের বিশেষণ রূপ। প্রত্যয়গতভাবে এটি ভিন্ন অর্থ প্রকাশ করে।
* উৎকৃষ্টতা - "উৎকৃষ্ট" শব্দের সাথে "তা" প্রত্যয় যুক্ত করে এই শব্দটি তৈরি করা হয়েছে, যা ব্যাকরণগতভাবে শুদ্ধ নয়।
এখানে বাকি শব্দগুলো প্রত্যয়গতভাবে ভুল।
উৎকর্ষতা - "উৎকর্ষ" শব্দের সাথে "তা" প্রত্যয় যুক্ত করে এই শব্দটি তৈরি করা হয়েছে, যা ব্যাকরণগতভাবে শুদ্ধ নয়।
উৎকৃষ্ট - "উৎকৃষ্ট" শব্দটি একটি বিশেষণ পদ, যা "উৎকর্ষ" শব্দের বিশেষণ রূপ। প্রত্যয়গতভাবে এটি ভিন্ন অর্থ প্রকাশ করে।
* উৎকৃষ্টতা - "উৎকৃষ্ট" শব্দের সাথে "তা" প্রত্যয় যুক্ত করে এই শব্দটি তৈরি করা হয়েছে, যা ব্যাকরণগতভাবে শুদ্ধ নয়।
প্রশ্নঃ কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যেয় যুক্ত হয়েছে?
[ বিসিএস ১২তম ]
ক. পাঠক
খ. সেলামী
ক. পাঠক
খ. ঠগী
গ. পানাস
ক. ঠগী
খ. পানাস
গ. পাঠক
ঘ. সেলামী
উত্তরঃ পাঠক
ব্যাখ্যাঃ ঠগী = ঠক + ঈ, সেলামী = সেলাম + ঈ, পাঠক = পঠ্ + অক।
প্রশ্নঃ ‘পাঠক শব্দটি প্রকৃতি ও প্রত্যয় নিচের কোনটি?
[ প্রা.বি.স.শি. 20-05-2022 ]
ক. পঠ্ + ণক
খ. পাঠ +অংক
ক. পঠ্ + ণক
খ. পাঠ্য +ণক
গ. পঠ + অনক
ক. পাঠ্য +ণক
খ. পাঠ +অংক
গ. পঠ + অনক
ঘ. পঠ্ + ণক
উত্তরঃ পঠ্ + ণক
প্রশ্নঃ ‘গৌরব’ শব্দের প্রকৃতি- প্রত্যয় নিচের কোনটি?
[ প্রা.বি.স.শি. 22-04-2022 ]
ক. গুরু +ঞ্চ
খ. গুরু +ষ্ণ
ক. গুরু+অব
খ. গুরু +ঞ্চ
গ. গুরু +ষ্ণ
ক. গৌর +অব
খ. গুরু+অব
গ. গুরু +ঞ্চ
ঘ. গুরু +ষ্ণ
উত্তরঃ গুরু +ষ্ণ
ব্যাখ্যাঃ 'গৌরব' শব্দের প্রকৃতি-প্রত্যয় হলো: গুরু + ষ্ণ (ষ্ণ প্রত্যয়)।