প্রশ্নঃ নিচের কোন বাক্যটি শুদ্ধ?
[ প্রা.বি.স.শি. 22-04-2022 ]
ক. সূর্য পূর্বদিকে উদয়মান হয়
খ. সূর্য পূর্বদিকে উদিয়ামান হয়
গ. সূর্য পূর্বদিকে উদয় হয়
ঘ. সূর্য পূর্বদিকে উদিত হয়
উত্তরঃ সূর্য পূর্বদিকে উদিত হয়
Related MCQ
প্রশ্নঃ নিচের কোনটি যৌগিক বাক্য?
[ বিসিএস ৪৪তম ]
ক. ছেলেটি চঞ্চল তবে মেধাবী।
খ. তিনি বেড়াতে এসে কেনাকাটা করলেন।
ক. ছেলেটি চঞ্চল তবে মেধাবী।
খ. মহৎ মানুষ বলে সবাই তাঁকে সম্মান করেন।
গ. তিনি বেড়াতে এসে কেনাকাটা করলেন।
ক. দোষ স্বীকার করলে তােমাকে শাস্তি দেওয়া হবে না।
খ. তিনি বেড়াতে এসে কেনাকাটা করলেন।
গ. মহৎ মানুষ বলে সবাই তাঁকে সম্মান করেন।
ঘ. ছেলেটি চঞ্চল তবে মেধাবী।
উত্তরঃ ছেলেটি চঞ্চল তবে মেধাবী।
ক. তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে।
খ. তাতে না সমাজজীবন চলে।
ক. তাতে সমাজজীবন চলে।
খ. তাতে না সমাজজীবন চলে।
গ. তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে।
ক. তাতে সমাজজীবন চলে।
খ. তাতে না সমাজজীবন চলে।
গ. তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে।
ঘ. তাতে সমাজজীবন সচল হয়ে পড়ে।
উত্তরঃ তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে।
ক. জটিল বাক্য
খ. যৌগিক বাক্য
ক. সরল বাক্য
খ. জটিল বাক্য
গ. খণ্ড বাক্য
ক. সরল বাক্য
খ. জটিল বাক্য
গ. যৌগিক বাক্য
ঘ. খণ্ড বাক্য
উত্তরঃ জটিল বাক্য
প্রশ্নঃ বাক্যের দুটি অংশ কী কী?
[ বিসিএস ৪২তম ]
ক. উদ্দেশ্য, বিধেয়
খ. প্রসাদগুণ, মাধুর্যগুণ
ক. উপমা, অলংকার
খ. উদ্দেশ্য, বিধেয়
গ. সাধু, চলিত
ক. প্রসাদগুণ, মাধুর্যগুণ
খ. উপমা, অলংকার
গ. উদ্দেশ্য, বিধেয়
ঘ. সাধু, চলিত
উত্তরঃ উদ্দেশ্য, বিধেয়
প্রশ্নঃ শুদ্ধ বাক্য নয় কোনটি?
[ বিসিএস ৪২তম ]
ক. অঅকারণে ঋণ করিও না
খ. ইশ! যদি পাখির মত পাখা পেতাম।
ক. বিদ্বান হলেও তার কোনো অহংকার নেই
খ. ইশ! যদি পাখির মত পাখা পেতাম।
গ. অঅকারণে ঋণ করিও না
ক. বিদ্বান হলেও তার কোনো অহংকার নেই
খ. ইশ! যদি পাখির মত পাখা পেতাম।
গ. অঅকারণে ঋণ করিও না
ঘ. হয়তো সোহমা আসতে পারে
উত্তরঃ অঅকারণে ঋণ করিও না
ক. রূপতত্ত্ব
খ. বাক্যতত্ত্ব
ক. রসতত্ত্ব
খ. বাক্যতত্ত্ব
গ. রূপতত্ত্ব
ক. রসতত্ত্ব
খ. রূপতত্ত্ব
গ. বাক্যতত্ত্ব
ঘ. ক্রিয়ার কাল
উত্তরঃ বাক্যতত্ত্ব
ব্যাখ্যাঃ বাংলা ব্যাকারণে রূপতত্ত্ব আলাদা ও স্বতন্ত্র একটি তত্ত্ব যা শব্দ, শব্দ প্রকরণ, উওসর্গ , ধাতু, ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা কএ। আবার বাক্যতত্ত্ব স্বতন্ত্র একটি তত্ত্ব যা বাক্য প্রকরণ, বাচ্য পরিবর্তন, উক্তি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে। ধ্বনিতত্ত্ব ও শব্দ তত্ত্বকে বাক্যে যথাযথ ভাবে ব্যবহার করার বিধানের নামই বাক্যতত্ত্ব।
প্রশ্নঃ কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ?
[ বিসিএস ৩৯তম ]
ক. কানাকানি
খ. আশীবিষ
ক. অজানা
খ. আশীবিষ
গ. কানাকানি
ক. অজানা
খ. দোতলা
গ. আশীবিষ
ঘ. কানাকানি
উত্তরঃ কানাকানি
প্রশ্নঃ কোন বাক্যটি শুদ্ধ?
[ বিসিএস ৩৭তম ]
ক. তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম।
খ. আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
ক. আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
খ. সেদিন থেকে তিনি সেখানে আর যায় না।
গ. তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম।
ক. আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
খ. তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম।
গ. তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ।
ঘ. সেদিন থেকে তিনি সেখানে আর যায় না।
উত্তরঃ তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম।
প্রশ্নঃ ‘বিস্ময়াপন্ন’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
[ বিসিএস ৩৭তম ]
ক. বিস্ময় দ্বারা আপন্ন
খ. বিস্ময়কে আপন্ন
ক. বিস্ময়কে আপন্ন
খ. বিস্ময়ে যে আপন্ন
গ. বিস্ময়ে আপন্ন
ক. বিস্ময় দ্বারা আপন্ন
খ. বিস্ময়ে আপন্ন
গ. বিস্ময়কে আপন্ন
ঘ. বিস্ময়ে যে আপন্ন
উত্তরঃ বিস্ময়কে আপন্ন
ক. মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না
খ. মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে
ক. মিথ্যাবাদীকে সবাই পছন্দ না করে পারে না
খ. মিথ্যাবাদীকে কেউ অপছন্দ করে না
গ. মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না
ক. মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে
খ. মিথ্যাবাদীকে সবাই পছন্দ না করে পারে না
গ. মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না
ঘ. মিথ্যাবাদীকে কেউ অপছন্দ করে না
উত্তরঃ মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না
প্রশ্নঃ কোন বাক্যটি শুদ্ধ?
[ বিসিএস ৩৫তম ]
ক. দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়
খ. দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
ক. দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়
খ. দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
গ. দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়
ক. দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়
খ. দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়
গ. দৈন্যতা সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
ঘ. দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
উত্তরঃ দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
প্রশ্নঃ কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়?
[ বিসিএস ৩৫তম ]
ক. আসক্তি
খ. যোগ্যতা
ক. যোগ্যতা
খ. আসক্তি
গ. আকাঙ্ক্ষা
ক. যোগ্যতা
খ. আকাঙ্ক্ষা
গ. আসক্তি
ঘ. আসত্তি
উত্তরঃ আসক্তি
প্রশ্নঃ ‘ডিঙি টেনে বের করতে হবে।’-কোন ধরনের বাক্যের উদাহরণ?
[ বিসিএস ৪১তম ]
ক. ভাববাচ্য
খ. কর্মকর্তৃবাচ্য
ক. ভাববাচ্য
খ. কর্মকর্তৃবাচ্য
গ. যৌগিক
ক. কর্মবাচ্য
খ. ভাববাচ্য
গ. যৌগিক
ঘ. কর্মকর্তৃবাচ্য
উত্তরঃ ভাববাচ্য
প্রশ্নঃ কোন বাক্যটি শুদ্ধ?
[ বিসিএস ৩৩তম ]
ক. সর্ব বিষয়ে বাহুল্যতা বর্জন করা উচিত।
খ. দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা।
ক. তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়।
খ. দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা।
গ. সর্ব বিষয়ে বাহুল্যতা বর্জন করা উচিত।
ক. তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়।
খ. দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা।
গ. সলজ্জিত হাসি হেসে মেয়েটি উত্তর দিল।
ঘ. সর্ব বিষয়ে বাহুল্যতা বর্জন করা উচিত।
উত্তরঃ দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা।
ক. মিশ্র বা জটিল
খ. সরল
ক. সরল
খ. সংযুক্ত
গ. মিশ্র বা জটিল
ক. সরল
খ. মিশ্র বা জটিল
গ. যৌগিক
ঘ. সংযুক্ত
উত্তরঃ মিশ্র বা জটিল
প্রশ্নঃ ‘মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।’ এটি একটি-
[ বিসিএস ৩২তম ]
ক. সরল বাক্য
খ. মিশ্র বাক্য
ক. জটিল বাক্য
খ. যৌগিক বাক্য
গ. সরল বাক্য
ক. জটিল বাক্য
খ. যৌগিক বাক্য
গ. সরল বাক্য
ঘ. মিশ্র বাক্য
উত্তরঃ সরল বাক্য
প্রশ্নঃ বাক্যের তিনটি গুণ কি কি?
[ বিসিএস ২৯তম ]
ক. যোগ্যতা, উদ্দেশ্য ও বিধেয়
খ. আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা
ক. আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা
খ. আকাঙ্ক্ষা, আসক্তি ও বিধেয়
গ. যোগ্যতা, উদ্দেশ্য ও বিধেয়
ক. আকাঙ্ক্ষা, আসক্তি ও বিধেয়
খ. আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা
গ. যোগ্যতা, উদ্দেশ্য ও বিধেয়
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা
ব্যাখ্যাঃ ভাষার বিচারে বাক্যের ৩টি গুণ থাকা আবশ্যক- ১. আকাঙ্ক্ষা, ২. আসত্তি ও ৩. যোগ্যতা। বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তা-ই আকাঙ্ক্ষা। বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই আসত্তি। আর বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মেলবন্ধনের নাম যোগ্যতা।
ক. মিশ্র বাক্য
খ. মৌলিক বাক্য
ক. যৌগিক বাক্য
খ. মিশ্র বাক্য
গ. মৌলিক বাক্য
ক. সরল বাক্য
খ. যৌগিক বাক্য
গ. মৌলিক বাক্য
ঘ. মিশ্র বাক্য
উত্তরঃ মিশ্র বাক্য
ব্যাখ্যাঃ যে পূর্ণ বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য ও এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য পরস্পর সম্পর্কযুক্ত থাকে তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যেমন - যারা মনোযোগ দিয়ে লেখাপড়া করে, তারা পরীক্ষায় কৃতকার্য হয়। সুতরাং আলোচ্য বাক্যটি মিশ্র বাক্য।
প্রশ্নঃ কোন বাক্যটি শুদ্ধ?
[ বিসিএস ২৫তম ]
ক. তাহার জীবন সংশয়ময়
খ. তাহার জীবন সংশয়াপূর্ণ
ক. তাহার জীবন সংশয়াপূর্ণ
খ. তাহার জীবন সংশয়ময়
গ. তাহার জীবন সংশয়ভরা
ক. তাহার জীবন সংশয়পূর্ন
খ. তাহার জীবন সংশয়ময়
গ. তাহার জীবন সংশয়াপূর্ণ
ঘ. তাহার জীবন সংশয়ভরা
উত্তরঃ তাহার জীবন সংশয়াপূর্ণ
ব্যাখ্যাঃ ‘সংশয়’ শব্দটি একটি বিশেষ্যপদ, যার বিশেষণ হলো ‘সংশয়াপূর্ণ’। সংশয়াপূর্ণ শব্দটির অর্থ সন্দেহপূর্ণ বা দ্বিধাপূর্ণ। উপরিউক্ত বাক্যে ‘তাহার জীবন সংশয়াপূর্ণ’ দ্বারা গভীর অনিশ্চয়তা প্রকাশ করা হয়েছে।
ক. জটিল
খ. যৌগিক
ক. জটিল
খ. সরল
গ. যৌগিক
ক. সরল
খ. জটিল
গ. যৌগিক
ঘ. অনুজ্ঞামূলক
উত্তরঃ জটিল
ব্যাখ্যাঃ যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য ও তাকে আশ্রয় বা অবলম্বন করে এক বা একাধিক খণ্ডবাক্য থাকে, তাকে জটিল বা মিশ্র বাক্য বলে। জটিল বাক্যে একাধিক খণ্ডবাক্য থাকে। এদের মধ্যে একটি প্রধান থাকে, এবং অন্যগুলো সেই বাক্যের উপর নির্ভর করে। প্রতিটি খণ্ড-বাক্যের পরে কমা (,) বসে। অর্থাৎ যে বাক্যে একটি স্বাধীন বাক্য এবং এক বা একাধিক অধীন বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে জটিল বাক্য বা মিশ্র বাক্য বলে। যেমন – যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে। (প্রথম অংশটি আশ্রিত খণ্ডবাক্য, দ্বিতীয়টি প্রধান খণ্ডবাক্য) যিনি পরের উপকার করেন, তাঁকে সবাই শ্রদ্ধা করে। * কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসেছি। জটিল বা মিশ্র বাক্য চেনার সহজ উপায় কি? জটিল বা মিশ্র বাক্য চেনার সহজ উপায়ঃ এ ধরনের বাক্যে সাধারণত যে- সে, যত- তত, যারা- তারা, যাদের- তাদের, যখন- তখন – এ ধরনের সাপেক্ষ সর্বনাম পদ থাকে। দুইটি অব্যয় যদি অর্থ প্রকাশের জন্য পরস্পরের উপর নির্ভর করে, তবে তাকে সাপেক্ষ সর্বনাম বলে। আবার যদি – তবু, অথচ- তথাপি– এ রকম কিছু পরস্পর সাপেক্ষ সর্বনাম/অব্যয়ও জটিল/মিশ্র বাক্যে ব্যবহৃত হয়। তবে এ ধরনের অব্যয় ছাড়াও জটিল বা মিশ্র বাক্য হতে পারে।
ক. বিরক্তি
খ. বিপদ
ক. রাগ
খ. বিপদ
গ. বিরক্তি
ক. ভয়
খ. রাগ
গ. বিরক্তি
ঘ. বিপদ
উত্তরঃ বিরক্তি
ব্যাখ্যাঃ এরূপ ক্ষেত্রে বাক্যের ভাব বুঝেই ‘কী’ এর অর্থ নিরূপণ করতে হবে। সে হিসেবে এর অর্থ ‘ভয়’, ‘রাগ’ বা ‘বিপদ’ নয়, অবশ্যই 'বিরক্ত'।
ক. সাধারণ বাক্য
খ. যৌগিক বাক্য
ক. সাধারণ বাক্য
খ. যৌগিক বাক্য
গ. সরল বাক্য
ক. যৌগিক বাক্য
খ. সাধারণ বাক্য
গ. মিশ্র বাক্য
ঘ. সরল বাক্য
উত্তরঃ যৌগিক বাক্য
ব্যাখ্যাঃ পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। প্রশ্নে প্রদত্ত বাক্যটি যৌগিক। কারণ, এখানে দুটি নিরপেক্ষ বাক্য রয়েছে। ১. তার বয়স বেড়েছে ২. তার বুদ্ধি বাড়েনি- বাক্য দুটি অব্যয় দ্বারা যুক্ত।
প্রশ্নঃ কোন বাক্যটি দ্বারা অনুরোধ বুঝায়?
[ বিসিএস ১৮তম ]
ক. তুই বাড়ি যা
খ. কাল একবার এসো
ক. ক্ষমা করা মোর অপরাধ
খ. কাল একবার এসো
গ. দূর হও
ক. তুই বাড়ি যা
খ. ক্ষমা করা মোর অপরাধ
গ. কাল একবার এসো
ঘ. দূর হও
উত্তরঃ কাল একবার এসো
ব্যাখ্যাঃ আদেশ অর্থে : তুই বাড়ি যা। প্রার্থনা অর্থে : ক্ষমা করা মোর অপরাধ। অনুরোধ অর্থে : কাল একবার এসো। ভর্ৎসনা অর্থে : দূর হও।
ক. মিশ্র
খ. সরল
ক. সরল
খ. মিশ্র
গ. জটিল
ক. মিশ্র
খ. জটিল
গ. যৌগিক
ঘ. সরল
উত্তরঃ সরল
ব্যাখ্যাঃ এটি সরল বাক্য। কারণ বাক্যটিতে একটি কর্তা ও একটি সমাপিকা ক্রিয়া রয়েছে।
প্রশ্নঃ যৌগিক বাক্যের অন্যতম গুণ কি?
[ বিসিএস ১৪তম ]
ক. দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
খ. একটি জটিল ও একটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
ক. দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
খ. একটি জটিল ও একটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
গ. একটি সংযুক্ত ও একটি বিযুক্ত বাক্যের সাহায্যে বাক্য গঠন
ক. একটি জটিল ও একটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
খ. একটি সংযুক্ত ও একটি বিযুক্ত বাক্যের সাহায্যে বাক্য গঠন
গ. দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
ঘ. দুটি মিশ্র বাক্যের সাহায্যে বাক্য গঠন
উত্তরঃ দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
ব্যাখ্যাঃ পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বাক্য বা মিশ্রবাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যেমন: উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দারস্থ হব না।
প্রশ্নঃ কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে?
[ বিসিএস ১৩তম ]
ক. ওরা কি করে
খ. আমরা যাচ্ছি
ক. আমরা যাচ্ছি
খ. ওরা কি করে
গ. তোরা খাসনে
ক. ওরা কি করে
খ. আপনি আসবেন
গ. আমরা যাচ্ছি
ঘ. তোরা খাসনে
উত্তরঃ ওরা কি করে
ব্যাখ্যাঃ ওরা কি করে?- নাম পুরুষ (তুচ্ছার্থে)। আপনি আসবেন?- মধ্যম পুরুষ (সম্মানার্থে)। আমরা যাচ্ছি- উত্তম পুরুষ। তোরা খাসনে- মধ্যম পুরুষ (তুচ্ছার্থে)।
প্রশ্নঃ শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন-
[ বিসিএস ১২তম ]
ক. বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রের শিকার হন
খ. বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন
ক. বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন
খ. বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রের শিকার হন
গ. বিদ্যান ব্যক্তিগণ দারিদ্রতার শিকার হন
ক. বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রের শিকার হন
খ. বিদ্যান ব্যক্তিগণ দারিদ্রতার শিকার হন
গ. বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন
ঘ. বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রতার স্বীকার হন
উত্তরঃ বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন
ব্যাখ্যাঃ বিদ্যান, দারিদ্র, দারিদ্রতা শব্দগুলোর শুদ্ধরূপ হলো: বিদ্বান, দারিদ্র্য, দরিদ্রতা।
প্রশ্নঃ কোনটি শুদ্ধ বাক্য?
[ বিসিএস ১১তম ]
ক. একটা গোপনীয় কথা বলি
খ. একটি গোপন কথা বলি
ক. একটি গোপন কথা বলি
খ. একটা গোপনীয় কথা বলি
গ. একটি গুপ্ত কথা বলি
ক. একটা গোপনীয় কথা বলি
খ. একটি গোপন কথা বলি
গ. একটি গোপন কথা বলি
ঘ. একটি গুপ্ত কথা বলি
উত্তরঃ একটা গোপনীয় কথা বলি
প্রশ্নঃ শুদ্ধ বাক্য কোনটি?
[ বিসিএস ১০তম ]
ক. দুর্বলবশত অনাথা বসে পড়ল
খ. দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
ক. দুর্বলবশত অনাথিনী বসে পড়া
খ. দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
গ. দুর্বলতাবশতঃ অনাথিনী বসে পড়ল
ক. দুর্বলবশত অনাথিনী বসে পড়া
খ. দুর্বলতাবশতঃ অনাথিনী বসে পড়ল
গ. দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
ঘ. দুর্বলবশত অনাথা বসে পড়ল
উত্তরঃ দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
ব্যাখ্যাঃ অনাথা শব্দটি অনাথ শব্দের স্ত্রীলিঙ্গ। বর্তমান বাংলা ভাষা রীতি অনুসারে শব্দের শেষে 'ঃ' বসে না।
তাই 'দুর্বলতাবশতঃ' এর শুদ্ধরূপ 'দুর্বলতাবশত'।
তাই 'দুর্বলতাবশতঃ' এর শুদ্ধরূপ 'দুর্বলতাবশত'।
প্রশ্নঃ কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক?
[ বিসিএস ১০তম ]
ক. নাচতে না জানলে উঠোন ভাঙ্গা
খ. অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
ক. নাচতে না জানলে উঠোন ভাঙ্গা
খ. অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
গ. যেখানে বাঘের ভয় সেখানে বিপদ হয়
ক. যত গর্জে তত বৃষ্টি হয় না
খ. অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
গ. নাচতে না জানলে উঠোন ভাঙ্গা
ঘ. যেখানে বাঘের ভয় সেখানে বিপদ হয়
উত্তরঃ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
ব্যাখ্যাঃ ‘যত গর্জে তত বর্ষে না’, ‘নাচতে না জানলে উঠোন বাঁকা’, ‘যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়’ প্রবচন বাক্যগুলি ব্যবহারিক দিক হতে সঠিক নয়।
প্রশ্নঃ "আমার জ্বর জ্বর লাগছে' এটি কোন ধরনের বাক্য?
[ প্রা.বি.স.শি. 02-02-2024 ]
ক. যৌগিক
খ. সরল
ক. সরল
খ. মিশ্র
গ. যৌগিক
ক. মিশ্র
খ. যৌগিক
গ. দ্বিরুক্ত
ঘ. সরল
উত্তরঃ সরল
প্রশ্নঃ কোন বাক্যটি শুদ্ধ?
[ প্রা.বি.স.শি. 20-05-2022 ]
ক. তিনি ও স্ত্রী শহরে থাকেন।
খ. তিনি সস্ত্রীক শহরে থাকেন।
ক. তিনি সস্ত্রীক শহরে থাকেন।
খ. তিনি স্বস্ত্রীক শহরে থাকেন।
গ. তিনি ও স্ত্রী শহরে থাকেন।
ক. তিনি স্বস্ত্রীক শহরে থাকেন।
খ. তিনি সস্ত্রীক শহরে থাকেন।
গ. তিনি ও স্ত্রী শহরে থাকেন।
ঘ. তিনি স্ব- স্ত্রী সহ শহরে থাকেন।
উত্তরঃ তিনি সস্ত্রীক শহরে থাকেন।
প্রশ্নঃ কোনটি যৌগিক বাক্য?
[ প্রা.বি.স.শি. 27-06-2019 ]
ক. তুমি আমার বাড়িতে আসলে আমি খুশি হব
খ. তুমি আমার বাড়িতে এস, আমি খুশি হব
ক. তুমি আমার বাড়িতে এস, আমি খুশি হব
খ. তুমি আমার বাড়িতে আসলে আমি খুশি হব
গ. তুমি যদি আমার বাড়িতে আস আমি খুশি হব
ক. তুমি আমার বাড়িতে না আসলে আমি অখুশি হব।
খ. তুমি আমার বাড়িতে আসলে আমি খুশি হব
গ. তুমি আমার বাড়িতে এস, আমি খুশি হব
ঘ. তুমি যদি আমার বাড়িতে আস আমি খুশি হব
উত্তরঃ তুমি আমার বাড়িতে এস, আমি খুশি হব
ব্যাখ্যাঃ যৌগিক বাক্য হলো এমন বাক্য, যেখানে দুটি বা ততোধিক স্বাধীন বাক্য সংযোগকারী অব্যয় (যেমন: এবং, অথবা, কিন্তু, তাই ইত্যাদি) দ্বারা যুক্ত থাকে।
প্রশ্নঃ নিম্নের কোন বাক্যটি শুদ্ধ?
[ প্রা.বি.স.শি. 27-06-2019 ]
ক. আমি সাক্ষ্য দিয়েছি
খ. আমি সাক্ষী দিয়েছি
ক. আমি সাক্ষী দিতেছি
খ. আমি সাক্ষ্য দিয়েছি
গ. আমি সাক্ষী দিয়েছি
ক. আমি সাক্ষ্য দিয়েছি
খ. আমি সাক্ষী দিতেছি
গ. আমি সাক্ষী দিলাম
ঘ. আমি সাক্ষী দিয়েছি
উত্তরঃ আমি সাক্ষ্য দিয়েছি
ব্যাখ্যাঃ সঠিক বাক্যটি হলো: কঃ আমি সাক্ষ্য দিয়েছি।
বাক্যের শুদ্ধরূপের কিছু সাধারণ নিয়ম নিচে দেওয়া হলো:
1. শব্দের সঠিক ব্যবহার: বাক্যে ব্যবহৃত শব্দগুলোর সঠিক অর্থ এবং প্রয়োগ জানা জরুরি।
2. ক্রিয়ার সঠিক রূপ: বাক্যে ক্রিয়ার কাল, পুরুষ এবং বচন অনুযায়ী সঠিক রূপ ব্যবহার করতে হবে।
3. বিভক্তির সঠিক প্রয়োগ: কারক ও সম্বন্ধ অনুযায়ী বাক্যে বিভক্তির সঠিক প্রয়োগ করতে হবে।
4. বাক্যের গঠন: বাক্যের গঠন যেন সহজবোধ্য এবং অর্থপূর্ণ হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
5. বানান শুদ্ধতা: বাক্যে ব্যবহৃত শব্দগুলোর বানান নির্ভুল হতে হবে।
"সাক্ষী" শব্দটি বিশেষ্য, যা কোনো ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যক্তিকে বোঝায়। আর "সাক্ষ্য" শব্দটি বিশেষ্য, যা কোনো ঘটনার প্রমাণ বা বিবৃতিকে বোঝায়। তাই, সঠিক বাক্যটি হবে "আমি সাক্ষ্য দিয়েছি"।
বাক্যের শুদ্ধরূপের কিছু সাধারণ নিয়ম নিচে দেওয়া হলো:
1. শব্দের সঠিক ব্যবহার: বাক্যে ব্যবহৃত শব্দগুলোর সঠিক অর্থ এবং প্রয়োগ জানা জরুরি।
2. ক্রিয়ার সঠিক রূপ: বাক্যে ক্রিয়ার কাল, পুরুষ এবং বচন অনুযায়ী সঠিক রূপ ব্যবহার করতে হবে।
3. বিভক্তির সঠিক প্রয়োগ: কারক ও সম্বন্ধ অনুযায়ী বাক্যে বিভক্তির সঠিক প্রয়োগ করতে হবে।
4. বাক্যের গঠন: বাক্যের গঠন যেন সহজবোধ্য এবং অর্থপূর্ণ হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
5. বানান শুদ্ধতা: বাক্যে ব্যবহৃত শব্দগুলোর বানান নির্ভুল হতে হবে।
"সাক্ষী" শব্দটি বিশেষ্য, যা কোনো ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যক্তিকে বোঝায়। আর "সাক্ষ্য" শব্দটি বিশেষ্য, যা কোনো ঘটনার প্রমাণ বা বিবৃতিকে বোঝায়। তাই, সঠিক বাক্যটি হবে "আমি সাক্ষ্য দিয়েছি"।
প্রশ্নঃ বাক্যে একের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে?
[ প্রা.বি.স.শি. 27-06-2019 ]
ক. আকাঙ্ক্ষা
খ. যোগ্যতা
ক. আকাঙ্ক্ষা
খ. যোগ্যতা
গ. দৃঢ়তা
ক. আকাঙ্ক্ষা
খ. দৃঢ়তা
গ. আসত্তি
ঘ. যোগ্যতা
উত্তরঃ আকাঙ্ক্ষা
ব্যাখ্যাঃ বাক্যে একের পর অন্য পদ শোনার ইচ্ছাকে আকাঙ্ক্ষা বলে। অর্থাৎ, একটি বাক্য শোনার পর যদি আরও কিছু শোনার বা জানার ইচ্ছা থাকে, তবে তাকে আকাঙ্ক্ষা বলে।
উদাহরণ:
1. "চাঁদ পৃথিবীর চারপাশে..." - এই বাক্যটিতে আরও কিছু শোনার আকাঙ্ক্ষা থাকে।
2. "চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে।" - এই বাক্যটি শোনার পর আর কিছু শোনার আকাঙ্ক্ষা থাকে না।
উদাহরণ:
1. "চাঁদ পৃথিবীর চারপাশে..." - এই বাক্যটিতে আরও কিছু শোনার আকাঙ্ক্ষা থাকে।
2. "চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে।" - এই বাক্যটি শোনার পর আর কিছু শোনার আকাঙ্ক্ষা থাকে না।
প্রশ্নঃ শুদ্ধ বাক্য কোনটি?
[ প্রা.বি.স.শি. 27-06-2019 ]
ক. তুমি, শফিক ও আমি সিনেমা দেখতে যাব
খ. তুমি, আমি ও শফিক সিনেমা দেখতে যাব
ক. তুমি, শফিক ও আমি সিনেমা দেখতে যাব
খ. তুমি, আমি ও শফিক সিনেমা দেখতে যাব
গ. আমি, শফিক ও তুমি সিনেমা দেখতে যাব
ক. তুমি, শফিক ও আমি সিনেমা দেখতে যাব
খ. আমি, শফিক ও তুমি সিনেমা দেখতে যাব
গ. তুমি, আমি ও শফিক সিনেমা দেখতে যাব
ঘ. শফিক ,তুমি ও আমি সিনেমা দেখতে যাব
উত্তরঃ তুমি, শফিক ও আমি সিনেমা দেখতে যাব
ব্যাখ্যাঃ উত্তম পুরুষ + মধ্যম পুরুষ + নাম পুরুষ অর্থাৎ তিন পুরুষ মিলে একটি কাজ করলে প্রথমে মধ্যম>নাম>উত্তম পুরুষ বসবে।
প্রশ্নঃ কোনটি অনুজ্ঞা প্রকাশক?
[ প্রা.বি.স.শি. 26-06-2019 ]
ক. তুমি যাও
খ. তুমি যাচ্ছিলে
ক. তুমি যাও
খ. তুমি যাচ্ছিলে
গ. তুমি যাচ্ছ
ক. তুমি গিয়েছিলে
খ. তুমি যাচ্ছ
গ. তুমি যাও
ঘ. তুমি যাচ্ছিলে
উত্তরঃ তুমি যাও
ব্যাখ্যাঃ
সঠিক উত্তর হলো গঃ তুমি যাও।
অনুজ্ঞা প্রকাশক বাক্য হলো সেই বাক্য, যা আদেশ, অনুরোধ, অনুমতি, আশীর্বাদ, অভিশাপ ইত্যাদি অর্থ প্রকাশ করে।
- কঃ তুমি গিয়েছিলে: এটি অতীতকালের সাধারণ বিবৃতি।
- খঃ তুমি যাচ্ছ: এটি বর্তমানকালের ঘটমান বর্তমানের বিবৃতি।
- গঃ তুমি যাও: এটি একটি আদেশ বা অনুরোধ বোঝাচ্ছে (যাওয়ার জন্য বলা হচ্ছে)।
- ঘঃ তুমি যাচ্ছিলে: এটি অতীতকালের ঘটমান অতীতের বিবৃতি।
সুতরাং, "তুমি যাও" বাক্যটি আদেশ বা অনুরোধের ভাব প্রকাশ করায় এটি অনুজ্ঞা প্রকাশক।