প্রশ্নঃ ‘যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না’- বাক্যটির বাক্যসংকোচন নিচের কোনটি?
[ প্রা.বি.স.শি. 22-04-2022 ]
ক. অজ্ঞাতকুলশীল
খ. বংশপরিচয়হীন
গ. কুলবংশহীন
ঘ. অজ্ঞাতকুলীন
উত্তরঃ অজ্ঞাতকুলশীল
Related MCQ
প্রশ্নঃ কোনটি ‘জিগীষা’র ?
[ বিসিএস ৪৪তম ]
ক. যুদ্ধ করিবার ইচ্ছা
খ. জয় করিবার ইচ্ছা
ক. জানিবার ইচ্ছা
খ. জয় করিবার ইচ্ছা
গ. যুদ্ধ করিবার ইচ্ছা
ক. জানিবার ইচ্ছা
খ. জয় করিবার ইচ্ছা
গ. হনন করিবার ইচ্ছা
ঘ. যুদ্ধ করিবার ইচ্ছা
উত্তরঃ জয় করিবার ইচ্ছা
প্রশ্নঃ ‘ইতরবিশেষ’ বলতে বােঝায়—
[ বিসিএস ৪৪তম ]
ক. চালাকি
খ. পার্থক্য
ক. দুর্বৃত্ত
খ. পার্থক্য
গ. চালাকি
ক. দুর্বৃত্ত
খ. চালাকি
গ. পার্থক্য
ঘ. অপদার্থ
উত্তরঃ পার্থক্য
প্রশ্নঃ ‘জিজীবিষা’ শব্দটির অর্থ কী?
[ বিসিএস ৪৩তম ]
ক. জীবনকে জানার ইচ্ছা
খ. বেঁচে থাকার ইচ্ছা
ক. জীবনকে জানার ইচ্ছা
খ. জীবন-জীবিকার পথ
গ. বেঁচে থাকার ইচ্ছা
ক. জীবননাশের ইচ্ছা
খ. বেঁচে থাকার ইচ্ছা
গ. জীবনকে জানার ইচ্ছা
ঘ. জীবন-জীবিকার পথ
উত্তরঃ বেঁচে থাকার ইচ্ছা
প্রশ্নঃ যিনি ন্যায় শাস্ত্র জানেন তাঁকে কী বলা হয়?
[ বিসিএস ৪২তম ]
ক. ন্যায়পাল
খ. নৈয়ায়িক
ক. নৈয়ায়িক
খ. ন্যায়বাগীশ
গ. ন্যায়ঋগ্ধ
ক. ন্যায়বাগীশ
খ. নৈয়ায়িক
গ. ন্যায়পাল
ঘ. ন্যায়ঋগ্ধ
উত্তরঃ নৈয়ায়িক
প্রশ্নঃ 'প্রোষিতভর্তৃকা'- শব্দটির অর্থ কী?
[ বিসিএস ৪০তম ]
ক. যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
খ. যে বিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে
ক. যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
খ. যে বিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে
গ. র্ভৎসনাপ্রাপ্ত তরুণী
ক. র্ভৎসনাপ্রাপ্ত তরুণী
খ. যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
গ. ভূমিতে প্রোথিত তরুমূল
ঘ. যে বিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে
উত্তরঃ যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
প্রশ্নঃ ‘নষ্ট হওয়ার স্বভাব যার’ এক কথায় হবে-
[ বিসিএস ২৫তম ]
ক. নষ্টমান
খ. নশ্বর
ক. নিদাঘ
খ. নশ্বর
গ. নষ্টমান
ক. নিদাঘ
খ. নশ্বর
গ. নষ্টমান
ঘ. বিনশ্বর
উত্তরঃ নশ্বর
ব্যাখ্যাঃ ‘নষ্ট হওয়ার স্বভাব যার’-এর এককথায় প্রকাশ হবে নশ্বর। নশ্বর-এর অপর অর্থ হলো নাশশীল, অনিত্য বা অস্থায়ী। অন্যদিকে নিদাঘ অর্থ গ্রীষ্মকাল বা উত্তাপ, নষ্টমান অর্থ নষ্ট হয়ে যাচ্ছে যা এবং বিনশ্বর অর্থ বিনাশধর্মী বা অনিত্য।
প্রশ্নঃ ‘অক্ষির সমীপে’ -এর সংক্ষেপণ হলো-
[ বিসিএস ২৪তম ]
ক. সমক্ষ
খ. নিরপেক্ষ
ক. সমক্ষ
খ. প্রত্যক্ষ
গ. পরোক্ষ
ক. সমক্ষ
খ. পরোক্ষ
গ. প্রত্যক্ষ
ঘ. নিরপেক্ষ
উত্তরঃ সমক্ষ
ব্যাখ্যাঃ ‘অক্ষির সমীপে’ -এর সংক্ষেপণ হলো সমক্ষ। অন্যদিকে, ‘অক্ষির সম্মুখে’ হলো প্রত্যক্ষ, ‘অক্ষির অগোচরে’ হলো পরোক্ষ এবং ‘পক্ষপাতহীন বা মুখাপেক্ষী নয় এমন’ হলো নিরপেক্ষ।
ক. অবিশ্রাম
খ. অক্লান্তকর্মী
ক. ক্লান্তিহীন
খ. অক্লান্ত
গ. অক্লান্তকর্মী
ক. ক্লান্তিহীন
খ. অক্লান্ত
গ. অক্লান্তকর্মী
ঘ. অবিশ্রাম
উত্তরঃ অক্লান্তকর্মী
ব্যাখ্যাঃ কর্মে যাহার ক্লান্তি নেই- অক্লান্তকর্মী, ক্লান্তি নেই যার- অক্লান্ত।
ক. অলঙ্ঘ্য
খ. দূরতিক্রম্য
ক. অনতিক্রম্য
খ. দুর্গম
গ. দূরতিক্রম্য
ক. অনতিক্রম্য
খ. অলঙ্ঘ্য
গ. দূরতিক্রম্য
ঘ. দুর্গম
উত্তরঃ দূরতিক্রম্য
ব্যাখ্যাঃ যা অতিক্রম করা যায় না- অনতিক্রম্য; যা লঙ্ঘন করা যায় না- অলঙ্ঘ্য; যা সহজে অতিক্রম করা যায় না- দূরতিক্রম্য; যেখানে সহজে গমন করা যায় না- দুর্গম।
প্রশ্নঃ যা চিরস্থায়ী নয়–
[ বিসিএস ১৬তম ]
ক. নশ্বর
খ. ক্ষণস্থায়ী
ক. অস্থায়ী
খ. ক্ষণস্থায়ী
গ. নশ্বর
ক. অস্থায়ী
খ. ক্ষণিক
গ. ক্ষণস্থায়ী
ঘ. নশ্বর
উত্তরঃ নশ্বর
ব্যাখ্যাঃ যা চিরস্থায়ী নয় = নশ্বর, যা স্থায়ী নয় = অস্থায়ী, যা ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী = ক্ষণস্থায়ী।
প্রশ্নঃ ‘যা পূর্বে ছিল এখন নেই’- এক কথায় কি হবে?
[ বিসিএস ১৩তম ]
ক. অদৃষ্টপূর্ব
খ. ভূতপূর্ব
ক. ভূতপূর্ব
খ. অদৃষ্টপূর্ব
গ. অপূর্ব
ক. অপূর্ব
খ. অদৃষ্টপূর্ব
গ. অভূতপূর্ব
ঘ. ভূতপূর্ব
উত্তরঃ ভূতপূর্ব
ব্যাখ্যাঃ যা পূর্বে দেখা যায়নি- অদৃষ্টপূর্ব; যা পূর্বে কখনো ঘটেনি- অভূতপূর্ব; যা পূর্বে ছিল এখন নেই- ভূতপূর্ব।
প্রশ্নঃ এক কথায় প্রকাশ করুন- ‘যা বলা হয়নি’-
[ বিসিএস ১২তম ]
ক. অনুক্ত
খ. অউক্ত
ক. অব্যক্ত
খ. অনুক্ত
গ. অব্যাক্ত
ক. অউক্ত
খ. অব্যক্ত
গ. অনুক্ত
ঘ. অব্যাক্ত
উত্তরঃ অনুক্ত
ব্যাখ্যাঃ যা প্রকাশ করা হয়নি- অব্যক্ত।
প্রশ্নঃ ‘ক্ষমার যোগ্য’-এর বাক্য সংকোচন-
[ বিসিএস ১১তম ]
ক. ক্ষমা
খ. ক্ষমার্হ
ক. ক্ষমা
খ. ক্ষমাপ্রদ
গ. ক্ষমার্হ
ক. ক্ষমার্হ
খ. ক্ষমাপ্রার্থী
গ. ক্ষমা
ঘ. ক্ষমাপ্রদ
উত্তরঃ ক্ষমার্হ
প্রশ্নঃ "মুক্তি পেতে ইচ্ছুক" এক কথায় কি বলে?
[ প্রা.বি.স.শি. 02-02-2024 ]
ক. মুমুক্ষু
খ. মূমূক্ষ
ক. মুমুক্ষু
খ. মুমুক্ষা
গ. মূমূক্ষ
ক. মুমুক্ষু
খ. মূমূক্ষ
গ. মুমূক্ষ
ঘ. মুমুক্ষা
উত্তরঃ মুমুক্ষু
প্রশ্নঃ 'দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন' -এক কথায় বলে-
[ প্রা.বি.স.শি. 08-12-2023 ]
ক. গোধূলী
খ. সন্ধ্যাকাল
ক. আলোছায়া
খ. সায়াহ্ন
গ. গোধূলী
ক. সন্ধ্যাকাল
খ. আলোছায়া
গ. সায়াহ্ন
ঘ. গোধূলী
উত্তরঃ গোধূলী
প্রশ্নঃ পাখির ডাক -
[ প্রা.বি.স.শি. 26-06-2019 ]
ক. অজিন
খ. কুজন
ক. কুজন
খ. অজিন
গ. হ্রেষা
ক. কেকা
খ. অজিন
গ. কুজন
ঘ. হ্রেষা
উত্তরঃ কুজন
ব্যাখ্যাঃ 'কুজন' শব্দের অর্থ পাখির ডাক।
প্রশ্নঃ যিনি বক্তৃতা দনে পটু
[ প্রা.বি.স.শি. 26-06-2019 ]
ক. সুবক্তা
খ. বাগ্মী
ক. বাকপটু
খ. বাগ্মী
গ. সুবক্তা
ক. বাগ্মী
খ. বাকপটু
গ. সুবক্তা
ঘ. অনলবর্ষী
উত্তরঃ বাগ্মী
ব্যাখ্যাঃ যিনি বক্তৃতা দানে পটু, তাকে এক কথায় বাগ্মী বলা হয়।
প্রশ্নঃ যা স্থায়ী নয়-
[ প্রা.বি.স.শি. 26-06-2019 ]
ক. ক্ষণস্থায়ী
খ. অস্থায়ী
ক. অস্থায়ী
খ. ক্ষণস্থায়ী
গ. নশ্বর
ক. নশ্বর
খ. অস্থায়ী
গ. ক্ষণস্থায়ী
ঘ. ক্ষণিক
উত্তরঃ অস্থায়ী
প্রশ্নঃ দুবার জন্মে যা -
[ প্রা.বি.স.শি. 26-06-2019 ]
ক. দ্বিজ
খ. পুনর্জন্ম
ক. পুনর্জন্ম
খ. দ্বিজ
গ. দ্বৈত জন্ম
ক. দ্বিজন্ম
খ. পুনর্জন্ম
গ. দ্বৈত জন্ম
ঘ. দ্বিজ
উত্তরঃ দ্বিজ
ব্যাখ্যাঃ "দুবার জন্মে যা" - এই বাক্যটির এক কথায় প্রকাশ হলো দ্বিজ।
অন্যান্য বিকল্পগুলোর অর্থ:
দ্বিজন্ম: দুইবার জন্ম (এটি একটি প্রক্রিয়া বা ঘটনা)।
পুনর্জন্ম: মৃত্যুর পর নতুন দেহে বা রূপে জন্ম (আত্মার স্থানান্তর বিশ্বাস)।
দ্বৈত জন্ম: যমজ সন্তান জন্ম নেওয়া।
অন্যান্য বিকল্পগুলোর অর্থ:
দ্বিজন্ম: দুইবার জন্ম (এটি একটি প্রক্রিয়া বা ঘটনা)।
পুনর্জন্ম: মৃত্যুর পর নতুন দেহে বা রূপে জন্ম (আত্মার স্থানান্তর বিশ্বাস)।
দ্বৈত জন্ম: যমজ সন্তান জন্ম নেওয়া।