প্রশ্নঃ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) তে অভীষ্ট কয়টি?
[ প্রা.বি.স.শি. 22-04-2022 ]
ক. ৩০
খ. ১৭
গ. ১৯
ঘ. ২৩
উত্তরঃ ১৭
ব্যাখ্যাঃ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) তে ১৭টি অভীষ্ট রয়েছে।
২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে এই লক্ষ্যগুলো গৃহীত হয়। ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্যগুলো অর্জনের জন্য সদস্য দেশগুলো প্রতিশ্রুতিবদ্ধ। এই ১৭টি লক্ষ্য হলো:
১. দারিদ্র্য বিলোপ
২. ক্ষুধা মুক্তি
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ
৪. গুণগত শিক্ষা
৫. লিঙ্গ সমতা
৬. বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি
৮. কর্ম ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
১০. বৈষম্য হ্রাস
১১. টেকসই নগর ও সম্প্রদায়
১২. পরিমিত ভোগ ও উৎপাদন
১৩. জলবায়ু কার্যক্রম
১৪. জলজ জীবন
১৫. স্থলজ জীবন
১৬. শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান
১৭. লক্ষ্য অর্জনে অংশীদারিত্ব
২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে এই লক্ষ্যগুলো গৃহীত হয়। ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্যগুলো অর্জনের জন্য সদস্য দেশগুলো প্রতিশ্রুতিবদ্ধ। এই ১৭টি লক্ষ্য হলো:
১. দারিদ্র্য বিলোপ
২. ক্ষুধা মুক্তি
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ
৪. গুণগত শিক্ষা
৫. লিঙ্গ সমতা
৬. বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি
৮. কর্ম ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
১০. বৈষম্য হ্রাস
১১. টেকসই নগর ও সম্প্রদায়
১২. পরিমিত ভোগ ও উৎপাদন
১৩. জলবায়ু কার্যক্রম
১৪. জলজ জীবন
১৫. স্থলজ জীবন
১৬. শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান
১৭. লক্ষ্য অর্জনে অংশীদারিত্ব
Related MCQ
প্রশ্নঃ EURO is the currency of-
[ বিসিএস ৩৪তম ]
ক. Europe
খ. America
ক. Asia
খ. Europe
গ. Africa
ক. Asia
খ. Europe
গ. America
ঘ. Africa
উত্তরঃ Europe
প্রশ্নঃ পৃথিবীর সর্বাপেক্ষা বেশি গম উৎপাদনকারী দেশ কোনটি?
[ বিসিএস ৩১তম ]
ক. চীন
খ. অস্ট্রেলিয়া
ক. চীন
খ. কানাডা
গ. যুক্তরাষ্ট্র
ক. অস্ট্রেলিয়া
খ. কানাডা
গ. যুক্তরাষ্ট্র
ঘ. চীন
উত্তরঃ চীন
ব্যাখ্যাঃ বিশ্বের গম উৎপাদনে শীর্ষ দেশ চীন। এর পরের অবস্থানে রয়েছে যথাক্রমে ভারত, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও কানাডা।
প্রশ্নঃ বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) পঞ্চম মিনিস্টারিয়াল কনফারেন্স কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে?
[ বিসিএস ২৪তম ]
ক. সেপ্টেম্বর ২০০৩ মেক্সিকোর কানকুন
খ. জানুয়ারি ২০০৪ পাকিস্তানের ইসলামাবাদ
ক. সেপ্টেম্বর ২০০৩ মেক্সিকোর কানকুন
খ. জানুয়ারি ২০০৪ পাকিস্তানের ইসলামাবাদ
গ. ডিসেম্বর ২০০৩ কানাডার অটোয়া
ক. নভেম্বর ২০০৩ ভারতের ব্যাঙ্গালোর
খ. ডিসেম্বর ২০০৩ কানাডার অটোয়া
গ. জানুয়ারি ২০০৪ পাকিস্তানের ইসলামাবাদ
ঘ. সেপ্টেম্বর ২০০৩ মেক্সিকোর কানকুন
উত্তরঃ সেপ্টেম্বর ২০০৩ মেক্সিকোর কানকুন
ব্যাখ্যাঃ বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) পঞ্চম মিনিস্টারিয়াল কনফারেন্স মেক্সিকোর পর্যটন নগরী কানকুনে ২০০৩ সালের ১০-১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। ধনী ও দরিদ্র দেশগুলোর ব্যবধান হ্রাসকল্পে কোনো সিদ্ধান্ত ছাড়াই সম্মেলনের সমাপ্তি ঘটে। ১২তম MC ২০২১ সালের ৩০ নভেম্বর জেনেভায় হওয়ার কথা থাকলেও তা আবার পেছানো হয়েছে।
প্রশ্নঃ বেলজিয়ামের মুদ্রার নাম কি?
[ বিসিএস ২৩তম ]
ক. কোনটি সঠিক নয়।
খ. পাউন্ড
ক. কোনটি সঠিক নয়।
খ. ফ্রাংক
গ. পাউন্ড
ক. শিলিং
খ. ফ্রাংক
গ. পাউন্ড
ঘ. ক্রোনা
উত্তরঃ কোনটি সঠিক নয়।
ব্যাখ্যাঃ বেলজিয়ামের মুদ্রার নাম ইউরো। এই মুদ্রা ইউরোপীয় ইউনিয়নের ১৯টি সদস্য রাষ্ট্র কর্তৃক ব্যবহৃত হয়। ইউরোর প্রতীক (€) এবং এর ISO 4217 কোড হল EUR।
ইউরো ১€ = ১০০ সেন্টে বিভক্ত। এই মুদ্রাটি ইউরোপের অনেক দেশে ব্যবহৃত হওয়ায়, এটি আন্তর্জাতিক বাণিজ্য এবং ভ্রমণে সুবিধা প্রদান করে।
বেলজিয়ামের পূর্বে, ২০০০ সাল পর্যন্ত বেলজিয়ান ফ্রাঙ্ক দেশটির মুদ্রা হিসেবে ব্যবহৃত হত। ইউরো প্রচলনের পর থেকে এটি ধীরে ধীরে বন্ধ হয়ে যায়।
ইউরো ১€ = ১০০ সেন্টে বিভক্ত। এই মুদ্রাটি ইউরোপের অনেক দেশে ব্যবহৃত হওয়ায়, এটি আন্তর্জাতিক বাণিজ্য এবং ভ্রমণে সুবিধা প্রদান করে।
বেলজিয়ামের পূর্বে, ২০০০ সাল পর্যন্ত বেলজিয়ান ফ্রাঙ্ক দেশটির মুদ্রা হিসেবে ব্যবহৃত হত। ইউরো প্রচলনের পর থেকে এটি ধীরে ধীরে বন্ধ হয়ে যায়।
ক. হংকং এর অর্থনীতিকে সচল রাখা
খ. বাজার অর্থনীতিকে গ্রহণযোগ্য করা
ক. বাজার অর্থনীতিকে গ্রহণযোগ্য করা
খ. হংকং এর অর্থনীতিকে সচল রাখা
গ. মতাদর্শগত ধারণার সমন্বয় সাধন
ক. বাজার অর্থনীতিকে গ্রহণযোগ্য করা
খ. মতাদর্শগত ধারণার সমন্বয় সাধন
গ. হংকং এর অর্থনীতিকে সচল রাখা
ঘ. তাইওয়ানকে চীনের অন্তর্ভূক্তকরণ
উত্তরঃ হংকং এর অর্থনীতিকে সচল রাখা
ব্যাখ্যাঃ চীনের সমাজতান্ত্রিক অর্থনীতি এবং হংকং এর পুঁজিবাদী অর্থনীতির সামঞ্জস্য বিধানের লক্ষ্যে চীনে দ্বৈত অর্থনীতি অর্থাৎ এক চীন দুই নীতি চালু হয়। এছাড়া ম্যাকাও ও তাইওয়ানের একত্রীকরণকে সামনে রেখেও এ প্রক্রিয়াটিকে গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হয়।
প্রশ্নঃ ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত?
[ বিসিএস ১৫তম ]
ক. ডালাস
খ. নিউইয়র্ক
ক. লন্ডন
খ. নিউইয়র্ক
গ. হংকং
ক. ডালাস
খ. লন্ডন
গ. নিউইয়র্ক
ঘ. হংকং
উত্তরঃ নিউইয়র্ক
ব্যাখ্যাঃ ‘ওয়াল স্ট্রিট’ যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউইয়র্কে অবস্থিত। পৃথিবীর সবচেয়ে বড় শেয়ার-বাজার ওয়াল স্ট্রিটে অবস্থিত।
ক. আইবিএম
খ. রয়াল ডাচ/শেল
ক. জেনারেল মটরস
খ. ইক্সন Ecxon
গ. আইবিএম
ক. আইবিএম
খ. জেনারেল মটরস
গ. রয়াল ডাচ/শেল
ঘ. ইক্সন Ecxon
উত্তরঃ আইবিএম
ব্যাখ্যাঃ ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) কর্পোরেশন একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি। ১৭০টি দেশে কোম্পানিটি তার কার্যক্রম পরিচালনা করে। যার সদর দপ্তর আরমংক নিউইয়র্ক যুক্তরাষ্ট্রে অবস্থিত।
ক. চীন
খ. থাইল্যান্ড
ক. যুক্তরাষ্ট্র
খ. থাইল্যান্ড
গ. পাকিস্তান
ক. চীন
খ. যুক্তরাষ্ট্র
গ. পাকিস্তান
ঘ. থাইল্যান্ড
উত্তরঃ থাইল্যান্ড
ব্যাখ্যাঃ FAO এর Food Outlook 2022 অনুসারে, চাল রপ্তানিতে শীর্ষ দেশ ভারত, দ্বিতীয় দেশ থাইল্যান্ডে এবং তৃতীয় দেশ- ভিয়েতনাম।
ক. প্রায় ৮০ শতাংশ
খ. প্রায় ৯০ শতাংশ
ক. প্রায় ৭৫ শতাংশ
খ. প্রায় ৯০ শতাংশ
গ. প্রায় ৮০ শতাংশ
ক. প্রায় ৭৫ শতাংশ
খ. প্রায় ৮০ শতাংশ
গ. প্রায় ৮৫ শতাংশ
ঘ. প্রায় ৯০ শতাংশ
উত্তরঃ প্রায় ৮০ শতাংশ
ব্যাখ্যাঃ GATT ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। ১ জানুয়ারি, ১৯৯৫ এটি WTO –এর রূপান্তরিত হয়। WTO সদস্য দেশগুলো বাণিজ্য সংক্রান্ত বিরোধ দূরীকরণ এবং বিশ্বব্যাপী বাণিজ্যিক সমস্যা সমাধানে ভূমিকা পালন করে। বর্তমানে এটি বিশ্ব বাণিজ্যের ৯০ শতাংশের বেশি অংশের তদারকি করে থাকে।
প্রশ্নঃ পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ কোনটি?
[ প্রা.বি.স.শি. (৩য় ধাপ) 03-06-2022 ]
ক. চীন
খ. ভারত
ক. শ্রীলঙ্কা
খ. বাংলাদেশ
গ. চীন
ক. শ্রীলঙ্কা
খ. বাংলাদেশ
গ. ভারত
ঘ. চীন
উত্তরঃ চীন
ব্যাখ্যাঃ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর হিসাব মতে, ধান উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ চীন। দেশটি বিশ্বের মোট উৎপাদনের প্রায় ৩০% ধান উৎপাদন করে, যার পরিমাণ ১৪.৮৫ কোটি টন। তালিকায় দ্বিতীয় অবস্থানে ভারত। দেশটি মোট ১১.৬৪ কোটি টন ধান উৎপাদন করে। বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশ তৃতীয়।