প্রশ্নঃ ‘আমার ঘরের চাবি পরের হাতে’ গানটির রচয়িতা কে?
[ প্রা.বি.স.শি. 22-04-2022 ]
ক. লালন শাহ
খ. হাসন রাজা
গ. পাগলা কানন
ঘ. রাধারমণ দত্ত
উত্তরঃ লালন শাহ
ব্যাখ্যাঃ "আমার ঘরের চাবি পরের হাতে" গানটি লালন সাঁইয়ের রচিত। তিনি ছিলেন একজন বিখ্যাত বাউল সাধক, দার্শনিক এবং সমাজ সংস্কারক। তাঁর গানগুলো মূলত আধ্যাত্মিক এবং মানবতাবাদী ভাবনার প্রকাশ ঘটায়। এই গানটিও তার ব্যতিক্রম নয়।
Related MCQ
প্রশ্নঃ গাড়ি চলে না, চলে না, নারে ____ গানের গীতিকার কে?
[ বিসিএস ৩১তম ]
ক. শাহ আবদুল করিম
খ. দাশরথি রায়
ক. শাহ আবদুল করিম
খ. সঞ্জীব চৌধুরী
গ. দাশরথি রায়
ক. সঞ্জীব চৌধুরী
খ. বাপ্পা মজুমদার
গ. শাহ আবদুল করিম
ঘ. দাশরথি রায়
উত্তরঃ শাহ আবদুল করিম
ব্যাখ্যাঃ গাড়ি চলে না, চলে না, চলে না রে গাড়ি চলে না...... গানের গীতিকার ‘বাউল সম্রাট’ হিসেবে খ্যাত শাহ আবদুল করিম। তার লেখা ও সুর করা উল্লেখযোগ্য গান হলো: আগে কী সুন্দর দিন কাটাইতাম; কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া; আমি কুলহারা কলঙ্কিনী, বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে; আসি বলে গেল বন্ধু আইল না; বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে; আমার বন্ধুয়া বিহনে গো সয়ে না পরানে গো একেলা ঘরে থাকতে পারি না; সখী কুঞ্জ সাজও গো আজ আমার প্রাণও নাথ আসিতে পারে।
প্রশ্নঃ Ballad কি?
[ বিসিএস ২৬তম ]
ক. গীতিকা
খ. গাথা
ক. গীতিকা
খ. লোকগীতি
গ. লোকগাঁথা
ক. লোকগীতি
খ. লোকগাঁথা
গ. গীতিকা
ঘ. গাথা
উত্তরঃ গীতিকা
ব্যাখ্যাঃ Ballad শব্দের বাংলা পরিভাষা ‘গীতি-কাহিনি কাব্য’ বা ‘গীতিকা’। এটা একটা গান, গল্প বা গল্প ও কথা- যার কোনো সাহিত্যিক রূপ নেই বা সাহিত্যের ভাণ্ডারে লিখিত হয়ে বিধৃত হয়নি। এটা অলিখিত অবস্থায় লোকের মুখে মুখে চলে এসেছে ইংরেজীতে একে বলা হয় ব্যালাড (Ballad)। এই শব্দটি ল্যাটিন Balare থেকে এসেছে। ইউরোপে প্রাচীনকালে নাচের সাথে যে কবিতা গীত হতো তাকেই ‘Ballad’ বা গীতিকা বলা হতো।
প্রশ্নঃ ‘মহুয়া’ পালাটির রচয়িতা-
[ বিসিএস ২৬তম ]
ক. মনসুর বয়াতী
খ. দ্বিজ কানাই
ক. মনসুর বয়াতী
খ. দ্বিজ কানাই
গ. দ্বিজ ঈশান
ক. দ্বিজ কানাই
খ. মনসুর বয়াতী
গ. নয়নচাঁদ ঘোষ
ঘ. দ্বিজ ঈশান
উত্তরঃ দ্বিজ কানাই
ব্যাখ্যাঃ মহুয়া ময়মনসিংয়ের পূর্বাঞ্চল থেকে সংগৃহীত একটি পালা গান। দ্বিজ কানাই প্রণীত এই পালা চন্দ্রকুমার দে সংগ্রহ করেন এবং পরবর্তীতে তা ময়মনসিংহ গীতিকায় অন্তর্ভুক্ত হয়।
প্রশ্নঃ ‘সব কটা জানালা খুলে দাও না’ এর গীতিকার কে?
[ বিসিএস ১৬তম ]
ক. ড. মনিরুজ্জামান
খ. মরহুম নজরুল ইসলাম বাবু
ক. মরহুম নজরুল ইসলাম বাবু
খ. মরহুম আলতাফ মাহমুদ
গ. মরহুম ড. আবু হেনা মোস্তফা কামাল
ক. মরহুম আলতাফ মাহমুদ
খ. মরহুম নজরুল ইসলাম বাবু
গ. ড. মনিরুজ্জামান
ঘ. মরহুম ড. আবু হেনা মোস্তফা কামাল
উত্তরঃ মরহুম নজরুল ইসলাম বাবু
ব্যাখ্যাঃ নজরুল ইসলাম বাবু রচিত ‘সব কটা জানালা খুলে দাও না’ গানটির কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন।
প্রশ্নঃ ‘মোদের গরব, মোদের আশা/আ-মরি বাংলা ভাষা’ রচিয়তা-
[ বিসিএস ১২তম ]
ক. অতুল প্রসাদ সেন
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
ক. অতুল প্রসাদ সেন
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. সত্যেন্দ্রনাথ দত্ত
ক. রামনিধি গুপ্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. অতুল প্রসাদ সেন
ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ অতুল প্রসাদ সেন
ব্যাখ্যাঃ বাংলা সাহিত্যের পঞ্চকবিদের অন্যতম অতুলপ্রসাদ সেন প্রায় ২০০টি গান রচনা করেন। বাংলা গানে তিনি সর্বপ্রথম ঠুমরি আমদানি করেন। তার গানের সংকলনের নাম ‘কয়েকটি গান ও গীতিকুঞ্জ’।
প্রশ্নঃ কবি গান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়েই পরিচিত-
[ বিসিএস ১২তম ]
ক. এন্টনি ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়
খ. রাম বসু এবং ভোলা ময়রা
ক. এন্টনি ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়
খ. আলাওল এবং ভারতচন্দ্র
গ. রাম বসু এবং ভোলা ময়রা
ক. রাম বসু এবং ভোলা ময়রা
খ. এন্টনি ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়
গ. সাবিরিদ খান এবং দশরথী রায়
ঘ. আলাওল এবং ভারতচন্দ্র
উত্তরঃ এন্টনি ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়
ব্যাখ্যাঃ গোজলা গুঁই, হরু ঠাকুর, কেষ্টা মুচি, ভবানী বেনে, নিতাই বৈরাগী, ভোলা ময়রা, এন্টনি ফিরিঙ্গি, রামপ্রসাদ রায় ছিলেন বিখ্যাত কবিওয়ালা।
প্রশ্নঃ "আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে" এ গানে কোন ভাব প্রকাশ পেয়েছে?
[ প্রা.বি.স.শি. 02-02-2024 ]
ক. রসবোধ
খ. দায়িত্ববোধ
ক. স্বৈরতন্ত্র
খ. দায়িত্ববোধ
গ. রসবোধ
ক. দায়িত্ববোধ
খ. রাজা হওয়ার ইচ্ছা
গ. স্বৈরতন্ত্র
ঘ. রসবোধ
উত্তরঃ দায়িত্ববোধ
প্রশ্নঃ "মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি" গানের গীতিকার কে?
[ প্রা.বি.স.শি. 02-02-2024 ]
ক. আপেল মাহমুদ
খ. গোবিন্দ হালদার
ক. নজরুল ইসলাম বাবু
খ. আহমেদ ইমতিয়াজ বুলবুল
গ. গোবিন্দ হালদার
ক. নজরুল ইসলাম বাবু
খ. গোবিন্দ হালদার
গ. আপেল মাহমুদ
ঘ. আহমেদ ইমতিয়াজ বুলবুল
উত্তরঃ গোবিন্দ হালদার
প্রশ্নঃ সবকটা জানালা খুলে দাও না গানটির গীতিকার কে?
[ প্রা.বি.স.শি. 08-12-2023 ]
ক. আহমেদ ইমতিয়াজ বুলবুল
খ. নজরুল ইসলাম বাবু
ক. নজরুল ইসলাম বাবু
খ. আপেল মাহমুদ
গ. আহমেদ ইমতিয়াজ বুলবুল
ক. আপেল মাহমুদ
খ. গাজী মাজহারুল আনোয়ার
গ. নজরুল ইসলাম বাবু
ঘ. আহমেদ ইমতিয়াজ বুলবুল
উত্তরঃ নজরুল ইসলাম বাবু
প্রশ্নঃ ‘শোন একটি মুজিবরের থেকে’ গানটির গীতিকার কে?
[ প্রা.বি.স.শি. 20-05-2022 ]
ক. আলতাফ মাহমুদ
খ. গৌরীপ্রসন্ন মজুমদার
ক. গৌরীপ্রসন্ন মজুমদার
খ. অংশমান রায়
গ. আলতাফ মাহমুদ
ক. অংশমান রায়
খ. আপেল মাহমুদ
গ. আলতাফ মাহমুদ
ঘ. গৌরীপ্রসন্ন মজুমদার
উত্তরঃ গৌরীপ্রসন্ন মজুমদার
প্রশ্নঃ ‘প্রাণের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে’- গানটির গীতিকার-
[ প্রা.বি.স.শি. 22-04-2022 ]
ক. শাহ আব্দুল করিম
খ. শেখ ওয়াহিদ
ক. কিরণ রায়
খ. শাহ আব্দুল করিম
গ. শেখ ওয়াহিদ
ক. শেখ ওয়াহিদ
খ. কিরণ রায়
গ. শাহ আব্দুল করিম
ঘ. কাঙ্গালিনী সুফিয়া
উত্তরঃ শেখ ওয়াহিদ
ব্যাখ্যাঃ "প্রাণের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে" গানটির গীতিকার শেখ ওয়াহিদুর রহমান।
এই গানটি কাঙ্গালিনী সুফিয়ার কণ্ঠে জনপ্রিয়তা লাভ করে।
এই গানটি কাঙ্গালিনী সুফিয়ার কণ্ঠে জনপ্রিয়তা লাভ করে।