প্রশ্নঃ He came to Dhaka with a view to ___ a new place.
[ প্রা.বি.স.শি. 22-04-2022 ]
ক. watch
খ. Look
গ. visit
ঘ. visiting
উত্তরঃ visiting
ব্যাখ্যাঃ With a view to, look forward to, accustomed to, addicted to, be/get used to ইত্যাদি phrase গুলোর পর সর্বদা মূল verb - এর সাথে ing যুক্ত হয়।
Related MCQ
প্রশ্নঃ Fill in the blank with the correct word.
_____ he lay on the ground groaning.
[ বিসিএস ৪৬তম ]
ক. Injured
খ. Be injured
ক. Injured
খ. Having injured
গ. Be injured
ক. Injured
খ. Injuring
গ. Having injured
ঘ. Be injured
উত্তরঃ Injured
প্রশ্নঃ Fill in the blank with the correct word:
The submarine dipped to avoid ______ by the enemy plane.
[ বিসিএস ৪৬তম ]
ক. being seen
খ. seen
ক. see
খ. being seen
গ. seen
ক. see
খ. seeing
গ. being seen
ঘ. seen
উত্তরঃ being seen
প্রশ্নঃ In fear of ______ he escaped elsewhere.
[ বিসিএস ৪৬তম ]
ক. having arrested
খ. being arrested
ক. arrested
খ. being arrested
গ. having arrested
ক. arresting
খ. arrested
গ. being arrested
ঘ. having arrested
উত্তরঃ being arrested
প্রশ্নঃ I didn’t follow who passed by me. It _____ Shajib.
[ বিসিএস ৪৬তম ]
ক. must be
খ. might be
ক. were
খ. might be
গ. must be
ক. were
খ. must be
গ. might be
ঘ. was
উত্তরঃ might be
প্রশ্নঃ Samin is my colleague. I _______ him for ten years.
[ বিসিএস ৪৬তম ]
ক. have been known
খ. have known
ক. have known
খ. have been known
গ. knew
ক. know
খ. knew
গ. have known
ঘ. have been known
উত্তরঃ have known
প্রশ্নঃ No one can ______ that he is clever.
[ বিসিএস ৪৫তম ]
ক. deny
খ. denounce
ক. defy
খ. deny
গ. denounce
ক. defy
খ. deny
গ. admire
ঘ. denounce
উত্তরঃ deny
ক. layed
খ. lay
ক. lay
খ. layed
গ. lies
ক. lies
খ. lied
গ. lay
ঘ. layed
উত্তরঃ lay
ক. are acting
খ. acted
ক. acted
খ. have acted
গ. could act
ক. are acting
খ. acted
গ. have acted
ঘ. could act
উত্তরঃ acted
প্রশ্নঃ Fill in the gap with the correct form of verb:
The police ____ informed yesterday.
[ বিসিএস ৪২তম ]
ক. is
খ. were
ক. is
খ. were
গ. was
ক. is
খ. are
গ. was
ঘ. were
উত্তরঃ were
প্রশ্নঃ Neither Rini nor Simi ____ qualified for the job.
[ বিসিএস ২৯তম ]
ক. had
খ. is
ক. is
খ. are
গ. had
ক. are
খ. is
গ. were
ঘ. had
উত্তরঃ is
ব্যাখ্যাঃ দুটোর ‘কোনটাই না’ এমন বোঝাতে neither .... nor বসে। এক্ষেত্রে verb বসবে ২য় subject অনুসারে।
প্রশ্নঃ He watched the boat ____ down the river.
[ বিসিএস ২৯তম ]
ক. floating
খ. had floated
ক. to float
খ. floating
গ. had floated
ক. to float
খ. floating
গ. was floating
ঘ. had floated
উত্তরঃ floating
ব্যাখ্যাঃ কোনো simple sentence এ দুটি main verb ব্যবহার করা যায় না। তাই একটি verb এর সাথে ing যোগ করতে হয় অথবা verb-টির পূর্বে to বসাতে হয়। উল্লেখ্য, উদ্দেশ্য বোঝাতে verbটির পূর্বে to বসাতে হয়। অর্থাৎ infinitive ব্যবহার করা হয়। উপরিউক্ত sentence এ কোনো উদ্দেশ্য বোঝায় না। এছাড়া ‘watch’ verb এর পর ‘to’ ব্যবহার করা হয় না। এরূপ আরো কিছু verb হলো make, let, see প্রভৃতি। to float ভুল, floating ঠিক। কারণ এখানে verb এর সাথে ing যোগ করা হয়েছে।
ক. telecast
খ. published
ক. telecast
খ. telecasted
গ. published
ক. telecast
খ. published
গ. telecasted
ঘ. broadecasted
উত্তরঃ telecast
ব্যাখ্যাঃ Verb হিসেবে telecast সাধারণত passive sense-এ ব্যবহার হয়ে থাকে। উল্লিখিত বাক্যটিও রয়েছে passive sense-এ। এর অর্থ কোনো কিছু টেলিভিশনে সম্প্রচার করা। published অর্থ কোনো কিছু প্রকাশ করা। যেমন বই, পত্রিকা ইত্যাদি। telecasted শব্দটির প্রয়োগ ভুল। কারণ telecast-এর passive use-এ ও telecast ব্যবহার হয়।
ক. passed
খ. lost
ক. lost
খ. failed
গ. broke
ক. failed
খ. broke
গ. lost
ঘ. passed
উত্তরঃ lost
ব্যাখ্যাঃ ইংরেজি বাক্যের গঠন অনুযায়ী subject-এর পরে verb বসে। কিন্তু verb-এর অর্থ বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তাও দেখতে হবে। Failed অর্থ অকৃতকার্য হওয়া বা ব্যর্থ হওয়া। Broke অর্থ ভেঙে গেল। Lost অর্থ হারানো বা হারিয়ে ফেল, মৃত্যু হওয়া। Accident-এর ফলে কোনো কিছুর সাথে মানুষ ধাক্কা খেলে সাধারণত জ্ঞান হারিয়ে ফেলে বা মৃত্যু হয়। Passed অর্থ অতিক্রম করে যাওয়া, অগ্রসর হওয়া।
ক. lose
খ. loss
ক. lose
খ. lost
গ. loose
ক. loose
খ. lose
গ. lost
ঘ. loss
উত্তরঃ lose
ব্যাখ্যাঃ উপরিউক্ত sentence টি infinitive হওয়ায় এর structure হবে to + base form of verb অর্থাৎ verb -এর present form -এর পূর্বে to infinitive গঠিত হয়। generally decide, refuse, plan hope, deserve, promise etc verb এর পর to + verb বা infinitive বসে।
ক. to seeing
খ. to have seen
ক. seeing
খ. to have seen
গ. to seeing
ক. to seeing
খ. seeing
গ. to see
ঘ. to have seen
উত্তরঃ to seeing
ব্যাখ্যাঃ সাধারণত infinitive ‘to’ এর পর verb এর present form ব্যবহৃত হয়। কিন্তু ‘with a view to’, ‘forward to’ প্রভৃতি ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। এসব ক্ষেত্রে preposition ‘to’ এর পর ‘verb + ing’ form ব্যবহৃত হয়। এ নিয়ম অনুসারে to seeing.
প্রশ্নঃ The Arabian Nights ____ still a great favourite.
[ বিসিএস ২৬তম ]
ক. is
খ. has
ক. is
খ. were
গ. are
ক. has
খ. are
গ. is
ঘ. were
উত্তরঃ is
ব্যাখ্যাঃ ‘The Arabian Nights’ একটি আরব্য উপন্যাসের নাম। এটি মূলত singular number প্রকাশ করে। তাই এর পর singular verb বসবে। কিন্তু has এবং is দুটি verb ই singular। তবে ‘The Arabian Nights’ Subject হিসেবে নিজেই এখনো প্রিয় । আর Subject যখন নিজেই কিছু হয় বা কোথাও থাকে, তখন ‘to be’ verb ব্যবহৃত হয়। এজন্য ‘be’ verb - এর রূপ হিসেবে ‘is’ ই সঠিক।
প্রশ্নঃ Complete the sentence with the correct verb from:
‘Neela ___ her hand when she was cooking dinner.
[ বিসিএস ২৬তম ]
ক. burnt
খ. is burning
ক. is burning
খ. was burning
গ. burnt
ক. is burning
খ. burnt
গ. will burn
ঘ. was burning
উত্তরঃ burnt
ব্যাখ্যাঃ Sequence of tense (Principal Clause -এর verb -এর tense অনুযায়ী subordinate clause -এর verb -এর নিয়ম নির্ধারিত হওয়ায় নিয়মই হলো sequence of tense)-এর নিয়মানুসারে (কিছু ব্যতিক্রম ছাড়া) principal clause -এর verb যদি past tense হয় তবে subordinate clause-এর verb ও past tense হবে। উল্লিখিত sentence টির subordinate clauses past tense এ রয়েছে। সুতরাং principal clause টিও past tense হবে।
প্রশ্নঃ The proper function of the press is surely to ___ the man in the street with facts.
[ বিসিএস ২৬তম ]
ক. provide
খ. equip
ক. provide
খ. equip
গ. deliver
ক. equip
খ. deliver
গ. proffer
ঘ. provide
উত্তরঃ provide
ব্যাখ্যাঃ
Equip | সজ্জিত করা | Proffer | দেবার প্রস্তাব, দিতে চাওয়া |
Deliver | বিলি করা | Provide | সরবরাহ করা |
প্রশ্নঃ Do not make a noise while your father ___?
[ বিসিএস ২৬তম ]
ক. Has slept
খ. Is sleeping
ক. Asleep
খ. Is being asleep
গ. Is sleeping
ক. Is sleeping
খ. Has slept
গ. Asleep
ঘ. Is being asleep
উত্তরঃ Is sleeping
ব্যাখ্যাঃ সাধারণত principal clause যদি present tense হয়। তাহলে subordinate clause যে কোনো tense এ হতে পারে। কিন্তু এখানে subordinate clause-এর শুরুতে while থাকায় তা continuous tense হবে।
প্রশ্নঃ He gave up ___ football when he got married.
[ বিসিএস ২৬তম ]
ক. Playing
খ. Of playing
ক. Of playing
খ. To play
গ. Playing
ক. Of playing
খ. To play
গ. Playing
ঘ. Play
উত্তরঃ Playing
ব্যাখ্যাঃ কোনো বাক্যে পাশাপাশি দুটি verb বসে না। সেক্ষেত্রে দ্বিতীয় verb টির সাথে ing যোগ করে gerund করা হয়। এখানে give up একটি phrasal verb সর্বদাই (give up + verb- ing) হয়।
ক. worry
খ. comment
ক. worry
খ. inquire
গ. comment
ক. worry
খ. reflect
গ. inquire
ঘ. comment
উত্তরঃ worry
ব্যাখ্যাঃ Worry - উদ্বিগ্ন হওয়া। Reflect –প্রতিফলিত। Inquire - খোঁজখবর নেয়া। Comment - মন্তব্য করা। সাধারণত পরীক্ষার পর ফলাফল সম্পর্কে মন্তব্য করা বা খোঁজখবর নেয়ার চেয়ে উদ্বিগ্ন থাকাই স্বাভাবিক।
প্রশ্নঃ He advised me ___ smoking.
[ বিসিএস ২৫তম ]
ক. to give up
খ. in giving up
ক. giving up
খ. in giving up
গ. to give up
ক. giving up
খ. to give up
গ. in giving up
ঘ. from giving up
উত্তরঃ to give up
ব্যাখ্যাঃ Advise verb-এর পরে object না থাকলে Infinitive না বসে verb-এর সাথে ing যুক্ত হয়। কিন্তু object থাকলে infinitive ব্যবহৃত হয়। এ নিয়মানুযায়ী যেহেতু- advise-এর পর me আছে, তাই সঠিক উত্তর ‘খ’।
প্রশ্নঃ He gave up ____ football when he got married.
[ বিসিএস ২৪তম ]
ক. play
খ. playing
ক. to play
খ. playing
গ. of playing
ক. to play
খ. playing
গ. play
ঘ. of playing
উত্তরঃ playing
ব্যাখ্যাঃ gave up verb টি থাকার ফলে শূন্যস্থানে gerund বসবে।
ক. has had
খ. was having
ক. has had
খ. was having
গ. had
ক. is having
খ. has had
গ. was having
ঘ. had
উত্তরঃ has had
ব্যাখ্যাঃ Sentence-এ just, yet, already, recently, just now, by this time ইত্যাদি থাকলে present perfect tense হয়। আর present perfet tense-এর গঠন হলো: S + have/has + verb-এর past participle + object. সুতরাং এ structure.
প্রশ্নঃ They have ___ their support for our case.
[ বিসিএস ২২তম ]
ক. defered
খ. pledged
ক. disavowed
খ. defered
গ. pledged
ক. pledged
খ. disavowed
গ. provided
ঘ. defered
উত্তরঃ pledged
ব্যাখ্যাঃ pledge- অঙ্গীকার করা, প্রতিজ্ঞা করা, জামানত রাখা। provide- সরবরাহ করা, সংস্থান করা। defere- বিলম্বিত করা, স্থগিত করা/মুলতবি করা। disavow- অস্বীকার করা। সুতরাং অর্থানুসারে pledged ই- most appropriate।
ক. has worked
খ. have worked
ক. has worked
খ. have worked
গ. have had worked
ক. have worked
খ. has worked
গ. will be work
ঘ. have had worked
উত্তরঃ have worked
ব্যাখ্যাঃ Relative pronoun এর antecedent অনুসারে verb বসে। এখানে who এর antecedent হচ্ছে The employees. এইটি plural তাই পরের verb টিও plural.
প্রশ্নঃ The speaker failed to make the audience __ to him patiently. - Which of the following is the correct verb form in the blank above?
[ বিসিএস ১৫তম ]
ক. listen
খ. listened
ক. listen
খ. to listen
গ. listened
ক. to listen
খ. listening
গ. listened
ঘ. listen
উত্তরঃ listen
ব্যাখ্যাঃ make শব্দটির পর ব্যক্তি/বস্তু বসলে এর পর verb-এর মূলরূপটি ব্যবহৃত হয়। সুতরাং make the audience listen হবে।
প্রশ্নঃ We (not have) a holiday since the beginning of the year.
which of the following verb forms best completes the above sentence?
[ বিসিএস ১৩তম ]
ক. have not had
খ. had not had
ক. did not have
খ. are not having
গ. have not had
ক. did not have
খ. have not had
গ. are not having
ঘ. had not had
উত্তরঃ have not had
ব্যাখ্যাঃ since/for + time থাকলে বাক্যটিতে Present Perfect/Present Perfect Continuous Tense হয়।
প্রশ্নঃ It’s time (you realize) your mistakes.
Which of the following clause best fits in the above sentence?
[ বিসিএস ১৩তম ]
ক. you realized
খ. you have realized
ক. you realized
খ. that you realize
গ. you would realize
ক. you realized
খ. that you realize
গ. you would realize
ঘ. you have realized
উত্তরঃ you realized
ব্যাখ্যাঃ It’s time, It is ligh time etc. Sentence এর শুরুতে থাকলে Principle verb past form এ হয়।
প্রশ্নঃ He would ____ arrested if he had tried unfairmeans এখানে শূন্যস্থানে কি বসবে?
[ প্রা.বি.স.শি. 02-02-2024 ]
ক. have been
খ. be surely
ক. be surely
খ. has been
গ. have been
ক. be surely
খ. have been
গ. be Police
ঘ. has been
উত্তরঃ have been
প্রশ্নঃ He ___ here since christmas
[ প্রা.বি.স.শি. 08-12-2023 ]
ক. had
খ. has not been
ক. has not
খ. has
গ. has not been
ক. has not
খ. has
গ. had
ঘ. has not been
উত্তরঃ has not been
প্রশ্নঃ Man did not know that the earth moves round the sun until was ____
[ প্রা.বি.স.শি. 20-05-2022 ]
ক. experimented
খ. discovered
ক. discovered
খ. experimented
গ. demonstrated
ক. demonstrated
খ. discovered
গ. experimented
ঘ. Invented
উত্তরঃ discovered
প্রশ্নঃ The Principal will ____ the answer scripts.
[ প্রা.বি.স.শি. 22-04-2022 ]
ক. look for
খ. look over
ক. look over
খ. look for
গ. look into
ক. look into
খ. look over
গ. look for
ঘ. look at
উত্তরঃ look over
ব্যাখ্যাঃ Look over হল transitive verb । যার অর্থ - to inspect or examine especially in a cursory way.
প্রশ্নঃ At least one of the students ____ full marks every time.
[ প্রা.বি.স.শি. 27-06-2019 ]
ক. are getting
খ. gets
ক. have got
খ. get
গ. gets
ক. gets
খ. have got
গ. get
ঘ. are getting
উত্তরঃ gets
ব্যাখ্যাঃ যদি কোন বাক্যে Each of, one of থাকে তাহলে পরবর্তী Noun plural হয় এবং verb singular হয়।