আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
16

প্রশ্নঃ ৩ সে.মি., ৪ সে.মি. ও ৫ সে.মি. বাহুবিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হল। নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে?

[ বিসিএস ৩৩তম ]

ক. ৭.৫ সে.মি.
খ. ৬.৫ সে.মি.
গ. ৬ সে.মি.
ঘ. ৭ সে.মি.
উত্তরঃ ৬ সে.মি.
ব্যাখ্যাঃ আমরা জানি, ঘনকের আয়তন a3 (যেখানে a হলো ঘনকের বাহুর দৈর্ঘ্য)।
এখন গলানো ঘনকগুলোর মোট আয়তন যোগ করে নতুন ঘনকের বাহু নির্ণয় করব।

ধাপ ১: প্রতিটি ঘনকের আয়তন বের করা
- প্রথম ঘনকের বাহু ৩ সে.মি., তাই আয়তন: 33=27কিউবিক সেন্টিমিটার - দ্বিতীয় ঘনকের বাহু ৪ সে.মি., তাই আয়তন: 43=64কিউবিক সেন্টিমিটার - তৃতীয় ঘনকের বাহু ৫ সে.মি., তাই আয়তন: 53=125কিউবিক সেন্টিমিটার ধাপ ২: মোট আয়তন যোগ করা
তিনটি ঘনকের মোট আয়তন: 27+64+125=216কিউবিক সেন্টিমিটার ধাপ ৩: নতুন ঘনকের বাহু নির্ণয়
নতুন ঘনকের আয়তনও 216কিউবিক সেন্টিমিটার। আমরা জানি: a3=216 এখন, a-এর মান বের করতে বর্গমূলের প্রয়োগ করি: a=2163=6 চূড়ান্ত উত্তর:
নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে 6সেন্টিমিটার