আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

প্রশ্নঃ একজন চাকুরিজীবীর বেতনের $$\frac{১}{১০}$$ অংশ কাপড় ক্রয়ে, $$\frac{১}{৩}$$ অংশ খাদ্য ক্রয়ে এবং $$\frac{১}{৫}$$ অংশ বাসা ভাড়ায় ব্যয় হয়। তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল?

[ বিসিএস ২১তম ]

ক. $$৩৬\frac{ ২}{৩}%$$
খ. $$৩৭\frac{২}{৩}%$$
গ. $$৪২\frac{১}{৩}%$$
ঘ. $$৪৬\frac{২}{৩}%$$
উত্তরঃ $$৩৬\frac{ ২}{৩}%$$
ব্যাখ্যাঃ ধরি, একজন চাকুরিজীবীর মোট বেতন \( ১০০ \) টাকা।

তাহলে, কাপড় ক্রয়ে বেতনের খরচ: \[ \frac{১}{১০} \times ১০০ = ১০ \text{ টাকা} \]
খাদ্য ক্রয়ে বেতনের খরচ: \[ \frac{১}{৩} \times ১০০ = ৩৩.৩৩ \text{ টাকা} \]
বাসা ভাড়ায় বেতনের খরচ: \[ \frac{১}{৫} \times ১০০ = ২০ \text{ টাকা} \]
মোট খরচ হবে: \[ ১০ + ৩৩.৩৩ + ২০ = ৬৩.৩৩ \text{ টাকা} \]
তাহলে, অবশিষ্ট বেতন: \[ ১০০ - ৬৩.৩৩ = ৩৬.৬৭ \text{ টাকা} \]
অবশিষ্ট বেতনের শতকরা হার হবে: \[ \frac{৩৬.৬৭}{১০০} \times ১০০ = ৩৬.৬৭\% \]
তাহলে, তার আয়ের শতকরা ৩৬.৬৭ ভাগ বা \(৩৬\frac{ ২}{৩}\%\) অবশিষ্ট রইল।