প্রশ্নঃ মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই?
[ বিসিএস ৩১তম ]
ক. কলাম্বিয়া
খ. নিকারাগুয়া
গ. কোস্টারিকা
ঘ. এল সালভাদর
উত্তরঃ কোস্টারিকা
ব্যাখ্যাঃ মধ্য আমেরিকার দেশ কোস্টারিকায় কোনো সেনাবাহিনী নেই। এছাড়া অন্যান্য যেসব দেশে সেনাবাহিনী নেই সেগুলো হলো: এন্ডোরা, ডোমিনিকা, গ্রানাডা, হাইতি, কিরিবাতি, লিচটেনস্টাইন, মার্শাল দ্বীপপুঞ্জ, মরিশাস, মাইক্রোনেশিয়া, নাউরু, পালাউ, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এন্ড গ্রানাডাইন্স, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, টুভ্যালু, ভ্যাটিকান সিটি।
Related MCQ
ক. ২০১৩
খ. ২০১১
ক. ১৯৭৪
খ. ২০১৫
গ. ২০১১
ক. ১৯৭৪
খ. ২০১১
গ. ২০১৩
ঘ. ২০১৫
উত্তরঃ ২০১১
ক. ১০৫
খ. ১৩৫
ক. ১৩৫
খ. ১১৫
গ. ১০৫
ক. ১০৫
খ. ১১৫
গ. ১২৫
ঘ. ১৩৫
উত্তরঃ ১৩৫
প্রশ্নঃ বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৩ অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে?
[ বিসিএস ৪৬তম ]
ক. আফগানিস্তান
খ. মালি
ক. আফগানিস্তান
খ. মালি
গ. মায়ানমার
ক. আফগানিস্তান
খ. মায়ানমার
গ. পেরু
ঘ. মালি
উত্তরঃ আফগানিস্তান
প্রশ্নঃ জৈব নিরাপত্তা বিষয়ক (Biosafety to the Convention on Biological Diversity) হচ্ছে-
[ বিসিএস ৪৬তম ]
ক. কার্টাগেনা প্রটোকল
খ. কিয়াটো প্রটোকল
ক. কার্টাগেনা প্রটোকল
খ. কিয়াটো প্রটোকল
গ. প্যারিস চুক্তি
ক. কার্টাগেনা প্রটোকল
খ. মন্ট্রিল প্রটোকল
গ. কিয়াটো প্রটোকল
ঘ. প্যারিস চুক্তি
উত্তরঃ কার্টাগেনা প্রটোকল
ক. আর্টিকেল ৫
খ. আর্টিকেল ৪
ক. আর্টিকেল ২
খ. আর্টিকেল ৩
গ. আর্টিকেল ৫
ক. আর্টিকেল ২
খ. আর্টিকেল ৩
গ. আর্টিকেল ৪
ঘ. আর্টিকেল ৫
উত্তরঃ আর্টিকেল ৫
প্রশ্নঃ কখন এবং কোথায় International Union for Conservation of Nature (IUCN) প্রতিষ্ঠিত হয়?
[ বিসিএস ৪৪তম ]
ক. ১৯৪৮, ফ্রান্স
খ. ১৯৪৯, সুইজারল্যান্ড
ক. ১৯৪৮, ফ্রান্স
খ. ১৯৪৯, সুইজারল্যান্ড
গ. ১৯৬১, রােম
ক. ১৯৪৮, ফ্রান্স
খ. ১৯৪৯, সুইজারল্যান্ড
গ. ১৯৬১, রােম
ঘ. ১৯৫২, লন্ডন
উত্তরঃ ১৯৪৮, ফ্রান্স
প্রশ্নঃ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়?
[ বিসিএস ৪৩তম ]
ক. ১৫ অক্টোবর
খ. ১৫ সেপ্টেম্বর
ক. ১৫ অক্টোবর
খ. ১৫ নভেম্বর
গ. ১৫ সেপ্টেম্বর
ক. ১৫ সেপ্টেম্বর
খ. ১৫ অক্টোবর
গ. ১৫ নভেম্বর
ঘ. ১৫ ডিসেম্বর
উত্তরঃ ১৫ সেপ্টেম্বর
প্রশ্নঃ বিশ্ব মানবাধিকার দিবস-
[ বিসিএস ৪৩তম ]
ক. ১০ ডিসেম্বর
খ. ১১ ডিসেম্বর
ক. ১০ ডিসেম্বর
খ. ৮ ডিসেম্বর
গ. ১১ ডিসেম্বর
ক. ৮ ডিসেম্বর
খ. ১০ ডিসেম্বর
গ. ১১ ডিসেম্বর
ঘ. ১৩ ডিসেম্বর
উত্তরঃ ১০ ডিসেম্বর
প্রশ্নঃ ভারতে বছরে কোন দিনটি সিভিল সার্ভিস দিবস হিসেবে পালিত হয়?
[ বিসিএস ৪২তম ]
ক. ২১ এপ্রিল
খ. ১০ মে
ক. ২ অক্টোবর
খ. ২১ এপ্রিল
গ. ২৬ জানুয়ারি
ক. ২১ এপ্রিল
খ. ২ অক্টোবর
গ. ২৬ জানুয়ারি
ঘ. ১০ মে
উত্তরঃ ২১ এপ্রিল
প্রশ্নঃ বঙ্গবন্ধু কত সালে এবং কোন শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন?
[ বিসিএস ৪২তম ]
ক. ১৯৭৫, বেলগ্রেড
খ. ১৯৭৩, আলজিয়ার্স
ক. ১৯৭২, কায়রো
খ. ১৯৭৩, আলজিয়ার্স
গ. ১৯৭৪, নয়াদিল্লী
ক. ১৯৭২, কায়রো
খ. ১৯৭৪, নয়াদিল্লী
গ. ১৯৭৫, বেলগ্রেড
ঘ. ১৯৭৩, আলজিয়ার্স
উত্তরঃ ১৯৭৩, আলজিয়ার্স
প্রশ্নঃ আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ?
[ বিসিএস ৪১তম ]
ক. বাংলাদেশ
খ. গাম্বিয়া
ক. বাংলাদেশ
খ. গাম্বিয়া
গ. আলজেরিয়া
ক. নাইজেরিয়া
খ. গাম্বিয়া
গ. বাংলাদেশ
ঘ. আলজেরিয়া
উত্তরঃ গাম্বিয়া
ব্যাখ্যাঃ বাংলাদেশ গণহত্যা কনভেনশনের ৯ ধারায় আপত্তি জানানো ৫ টি দেশের একটি। যার ফলে নৈতিকভাবে বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে মামলা করতে পারেনা। তাই গাম্বিয়া মামলা করে।
প্রশ্নঃ কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য?
[ বিসিএস ৪১তম ]
ক. তুরস্ক
খ. সৌদি আরব
ক. সৌদি আরব
খ. মালয়েশিয়া
গ. তুরস্ক
ক. সৌদি আরব
খ. মালয়েশিয়া
গ. পাকিস্তান
ঘ. তুরস্ক
উত্তরঃ তুরস্ক
প্রশ্নঃ আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে?
[ বিসিএস ৪১তম ]
ক. ৪ টি
খ. ২টি
ক. ৪ টি
খ. ৩টি
গ. ২টি
ক. ৩টি
খ. ২টি
গ. ৫টি
ঘ. ৪ টি
উত্তরঃ ৪ টি
প্রশ্নঃ পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত সম্প্রতি (ফেব্রুয়ারি, ২০১৯ ) সামরিক বিমান হামলা পরিচালনা করে?
[ বিসিএস ৪০তম ]
ক. গিলগিট
খ. বালাকোট
ক. বালাকোট
খ. এবোটাবাদ
গ. গিলগিট
ক. এবোটাবাদ
খ. কোয়েটা
গ. বালাকোট
ঘ. গিলগিট
উত্তরঃ বালাকোট
প্রশ্নঃ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
[ বিসিএস ৩৪তম ]
ক. লন্ডন
খ. ভিয়েনা
ক. লন্ডন
খ. ভিয়েনা
গ. প্যারিস
ক. লন্ডন
খ. নিউইয়র্ক
গ. প্যারিস
ঘ. ভিয়েনা
উত্তরঃ লন্ডন
প্রশ্নঃ আমেরিকার চালকবিহীন গোয়েন্দা বিমান ‘স্টিলথ ড্রোন’টি কি?
[ বিসিএস ৩২তম ]
ক. মিগ চালিত
খ. বোমারু বিমান চালিত
ক. হেলিকপ্টার চালিত
খ. বোমারু বিমান চালিত
গ. শক্তিশালী রকেট চালিত
ক. বোমারু বিমান চালিত
খ. মিগ চালিত
গ. হেলিকপ্টার চালিত
ঘ. শক্তিশালী রকেট চালিত
উত্তরঃ বোমারু বিমান চালিত
প্রশ্নঃ ফেয়ার ফ্যাক্স কি?
[ বিসিএস ২৮তম ]
ক. গোয়েন্দা সংস্থা
খ. পরিবেশ সংস্থা
ক. গোয়েন্দা সংস্থা
খ. সংবাদ সংস্থা
গ. মানবাধিকার সংস্থা
ক. সংবাদ সংস্থা
খ. পরিবেশ সংস্থা
গ. গোয়েন্দা সংস্থা
ঘ. মানবাধিকার সংস্থা
উত্তরঃ গোয়েন্দা সংস্থা
ব্যাখ্যাঃ ফেয়ার ফ্যাক্স (Fairfax) মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা। এছাড়া ফেয়ার ফ্যাক্স নামে অস্ট্রেলিয়ায় একটি বহুমুখী মিডিয়া কোম্পানি রয়েছে। এ গ্রুপ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে খবরের কাগজ, ম্যাগাজিন, রেডিও, ইন্টারনেট ও ডিজিটাল মিডিয়া পরিচালনা করে থাকে। এর সদর দপ্তর অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত।
প্রশ্নঃ কোন দেশটি স্ক্যানডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয়?
[ বিসিএস ২৭তম ]
ক. নেদারল্যান্ডস
খ. ডেনমার্ক
ক. নেদারল্যান্ডস
খ. যুক্তরাষ্ট্র
গ. ডেনমার্ক
ক. ডেনমার্ক
খ. ফিনল্যান্ড
গ. নেদারল্যান্ডস
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ নেদারল্যান্ডস
ব্যাখ্যাঃ 'স্ক্যান্ডিনেভিয়া' হচ্ছে ইউরোপ মহাদেশের উত্তরাঞ্চলের একটি এলাকার নাম। স্ক্যান্ডিনেভিয়া বলতে ৫ টি দেশ বুঝায়। এগুলো হচ্ছে: ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে এবং সুইডেন।
প্রশ্নঃ ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
[ বিসিএস ২৬তম ]
ক. লন্ডন
খ. লিঁও
ক. রোম
খ. লিঁও
গ. প্যারিস
ক. লন্ডন
খ. লিঁও
গ. রোম
ঘ. প্যারিস
উত্তরঃ লিঁও
ব্যাখ্যাঃ ইন্টারপোলের সাবেক সদর দপ্তর প্যারিসে হলেও বর্তমানে ফ্রান্সের লিঁও শহরে ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত। অন্যদিকে, লন্ডনে (যুক্তরাজ্য) কমনওয়েলথ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, রোমে (ইতালি) FAO, IFAD ও WFP এবং প্যারিসে (ফ্রান্স) OECD- এর সদর দপ্তর অবস্থিত।
প্রশ্নঃ আবু সায়েফ গেরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর?
[ বিসিএস ২৬তম ]
ক. ফিলিপাইন
খ. ইরাক
ক. ফিলিপাইন
খ. ইন্দোনেশিয়া
গ. ইরাক
ক. ইরাক
খ. ফিলিপাইন
গ. ইন্দোনেশিয়া
ঘ. থাইল্যান্ড
উত্তরঃ ফিলিপাইন
ব্যাখ্যাঃ ১৯৯১ সালে প্রতিষ্ঠিত স্বাধীনতাকামী আবু সায়েফ গ্রুপ (ASG) ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত মিন্দানাও প্রদেশে তৎপর। তারা দীর্ঘদিন ধরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মিন্দানাও প্রদেশে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে রত।
প্রশ্নঃ ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায়?
[ বিসিএস ২৫তম ]
ক. মাসাই
খ. লিঁও
ক. প্যারিস
খ. লিঁও
গ. মাসাই
ক. প্যারিস
খ. লিঁও
গ. ভার্সাই
ঘ. মাসাই
উত্তরঃ লিঁও
ব্যাখ্যাঃ ইন্টারপোল শব্দটি পূর্ণরূপ International Police Organization। অপরাধীদের শনাক্তকরণ এবং গ্রেফতার করতে বিশ্বের দেশগুলো পরস্পরকে সহযোগিতার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে এ আন্তর্জাতিক সংস্থা। ১৯২৩ সালে প্রতিষ্ঠিত এ সংস্থাটির সদর দপ্তর ফ্রান্সের লিঁও শহরে অবস্থিত। এর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ভিয়েনা, অস্ট্রিয়া বর্তমান সদস্য সংখ্যা ১৯৫টি। বাংলাদেশ সদস্যপদ লাভ করে ১৪ অক্টোবর, ১৯৭৬ সালে।
প্রশ্নঃ যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সনের জেনেভা কনভেনশনসমূহ অভিহিত-
[ বিসিএস ২৪তম ]
ক. ‘তিনটি রেডক্রস কনভেনশন’ নামে
খ. ‘চারটি রেডক্রস কনভেনশন’ নামে
ক. ‘চারটি রেডক্রস কনভেনশন’ নামে
খ. ‘দুটি রেডক্রস কনভেনশন’ নামে
গ. ‘পাঁচটি রেডক্রস কনভেনশন’ নামে
ক. ‘দুটি রেডক্রস কনভেনশন’ নামে
খ. ‘তিনটি রেডক্রস কনভেনশন’ নামে
গ. ‘চারটি রেডক্রস কনভেনশন’ নামে
ঘ. ‘পাঁচটি রেডক্রস কনভেনশন’ নামে
উত্তরঃ ‘চারটি রেডক্রস কনভেনশন’ নামে
ব্যাখ্যাঃ যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সালের ১২ আগস্টের ‘জেনেভা কনভেনশন’- এ যুদ্ধাহত ও যুদ্ধবন্দিদের সাথে আচরণবিধির ওপর বিশ্বের ৫৮টি দেশের মধ্যে ৪টি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়। উল্লেখ্য, ১৯৫৪ সালের ২০ জুলাই সুইজারল্যান্ডের জেনেভা শহরে ফ্রান্স ও ভিয়েতনামের মধ্যে চলমান বিক্ষিপ্ত যুদ্ধ বন্ধে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যা ‘জেনেভা চুক্তি’ নামে পরিচিত। বাংলাদেশ ১৩২তম দেশ হিসেবে জেনেভা কনভেনশনে নিবন্ধিত হয়।
ক. ১৯৪৯ সালে
খ. ১৯৫১ সালে
ক. ১৯৪৯ সালে
খ. ১৯৪৮ সালে
গ. ১৯৪৫ সালে
ক. ১৯৪৫ সালে
খ. ১৯৪৮ সালে
গ. ১৯৪৯ সালে
ঘ. ১৯৫১ সালে
উত্তরঃ ১৯৪৯ সালে
ব্যাখ্যাঃ কমিউনিজম তথা ওয়ারশ জোট রোধকল্পে ধনতান্ত্রিক দেশসমূহের সামরিক জোট NATO ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ৩০। সর্বশেষ সদস্য নর্থ মেসেডোনিয়া, ২৭ মার্চ, ২০২০।
প্রশ্নঃ কোন দেশে প্রথম আণবিক বোমা ফেলা হয়?
[ বিসিএস ২০তম ]
ক. ইতালি
খ. জাপান
ক. জাপান
খ. ইতালি
গ. জার্মানি
ক. ইতালি
খ. জার্মানি
গ. জাপান
ঘ. চীন
উত্তরঃ জাপান
ব্যাখ্যাঃ বিশ্বের প্রথম আণবিক বোমা (পারমাণবিক বোমা বা এটম বোমা) ফেলা হয় জাপানের হিরোশিমা নগরীতে। ‘লিটল বয়’ নামক এ বোমাটি ১৯৪৫ সালের ৬ আগস্ট যুক্তরাষ্ট্র ‘এ নোলা গে’ নামক বোমারু বিমানের মাধ্যমে নিক্ষেপ করে। উল্লেখ্য, বিশ্বের দ্বিতীয় এবং সর্বশেষ আণবিক বোমা ‘ফ্যাটম্যান’ ১৯৪৫ সালের ৯ আগস্ট যুক্তরাষ্ট্র কর্তৃক জাপানের নাগাসাকি নগরীতে নিক্ষিপ্ত হয়।
প্রশ্নঃ ইউরোপের কোন দেশে সম্প্রতি জাতিসত্তা সংঘাতের সমস্যাটির সমাপ্তি হয়েছে। একটি শান্তি চুক্তির মাধ্যমে?
[ বিসিএস ২০তম ]
ক. আয়ারল্যান্ড
খ. নেদারল্যান্ড
ক. আয়ারল্যান্ড
খ. স্কটল্যান্ড
গ. নেদারল্যান্ড
ক. স্কটল্যান্ড
খ. আয়ারল্যান্ড
গ. নেদারল্যান্ড
ঘ. সুইজারল্যান্ড
উত্তরঃ আয়ারল্যান্ড
ব্যাখ্যাঃ গ্রেট ব্রিটেনের অন্যতম অঙ্গরাজ্য আয়ারল্যান্ডের গৃহযুদ্ধ অবসানে ১০ এপ্রিল, ১৯৯৮ ব্রিটিশ সরকার ও আয়ারল্যান্ডের ৭টি গেরিলা গোষ্ঠীর মধ্যে স্বাক্ষরিত হয় ‘Good Friday Treaty’ নামক শান্তি চুক্তি। এর মাধ্যমে আয়ারল্যান্ডে দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটে।
প্রশ্নঃ উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল-
[ বিসিএস ১৭তম ]
ক. ২৬ মে, ১৯৫৫
খ. ৪ এপ্রিল, ১৯৪৯
ক. ৪ এপ্রিল, ১৯৪৯
খ. ৩ জানুয়ারী, ১৯৫৪
গ. ১ ফেব্রুয়ারী, ১৯৫৬
ক. ৪ এপ্রিল, ১৯৪৯
খ. ৩ জানুয়ারী, ১৯৫৪
গ. ২৬ মে, ১৯৫৫
ঘ. ১ ফেব্রুয়ারী, ১৯৫৬
উত্তরঃ ৪ এপ্রিল, ১৯৪৯
ব্যাখ্যাঃ কমিউনিজম তথা ওয়ারশ জোট রোধকল্পে ধনতান্ত্রিক দেশসমূহের সামরিক জোট NATO ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ৩১। এর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল ব্রিটেনের লন্ডনে, ১৬ এপ্রিল ১৯৫২ সালে সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে স্থানান্তর করা হয়। সর্বশেষ ১৯৬৭ সালে ব্রাসেলসে সদর দপ্তর স্থানান্তর করা হয়।
প্রশ্নঃ NATO কবে প্রতিষ্ঠিত হয়?
[ বিসিএস ১৬তম ]
ক. ১৯৪৯ সালের ৪ এপ্রিল
খ. ১৯৪৭ সালের ৪ আগস্ট
ক. ১৯৪৭ সালের ৪ আগস্ট
খ. ১৯৫০ সালের ৪ ফেব্রুয়ারি
গ. ১৯৪৯ সালের ৪ এপ্রিল
ক. ১৯৪৭ সালের ৪ আগস্ট
খ. ১৯৪৯ সালের ৪ এপ্রিল
গ. ১৯৫০ সালের ৪ ফেব্রুয়ারি
ঘ. ১৯৫১ সালের ৪ মে
উত্তরঃ ১৯৪৯ সালের ৪ এপ্রিল
ব্যাখ্যাঃ কমিউনিজম তথা ওয়ারশ জোট রোধকল্পে ধনতান্ত্রিক দেশসমূহের সামরিক জোট NATO ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ৩১। এর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল যুক্তরাজ্যের লন্ডনে। NATO-এর বর্তমান সদর দপ্তর ব্রাসেলস (বেলজিয়াম)।
ক. আবদুর রশীদ দোস্তাম
খ. মজিবুল্লাহ
ক. মজিবুল্লাহ
খ. আবদুর রশীদ দোস্তাম
গ. আহমেদ শাহ মাসুদ
ক. মজিবুল্লাহ
খ. আহমেদ শাহ মাসুদ
গ. আবদুর রশীদ দোস্তাম
ঘ. গুলবুদ্দীন হেকমতিয়ার
উত্তরঃ আবদুর রশীদ দোস্তাম