আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

প্রশ্নঃ কোন আসল 3 বছরে মুনাফা-আসলে 5500 টাকা হয়। মুনাফা আসলের $$\frac{3}{8}$$ অংশ হলে মুনাফার হার কত?

[ বিসিএস ৩৮তম ]

ক. 10%
খ. 12.5%
গ. 15%
ঘ. 12%
উত্তরঃ 12.5%
ব্যাখ্যাঃ মনে করি, আসল (Principal) = $P$ টাকা।
মুনাফা-আসল (Amount) = $5500$ টাকা।
সময় (Time) = $3$ বছর।

দেওয়া আছে, মুনাফা আসলের $\frac{3}{8}$ অংশ।
অর্থাৎ, মুনাফা (Interest) $I = P \times \frac{3}{8}$।

আমরা জানি, মুনাফা-আসল = আসল + মুনাফা
$5500 = P + P \times \frac{3}{8}$
$5500 = P (1 + \frac{3}{8})$
$5500 = P (\frac{8+3}{8})$
$5500 = P \times \frac{11}{8}$
$P = 5500 \times \frac{8}{11}$
$P = 500 \times 8$
$P = 4000$ টাকা।

তাহলে আসল হলো $4000$ টাকা।

এখন, মুনাফা নির্ণয় করি:
মুনাফা $I = 5500 - P = 5500 - 4000 = 1500$ টাকা।
অথবা, $I = P \times \frac{3}{8} = 4000 \times \frac{3}{8} = 500 \times 3 = 1500$ টাকা।

এখন আমাদের মুনাফার হার (Rate of Interest) $R$ নির্ণয় করতে হবে।
আমরা জানি, $I = \frac{PRT}{100}$
এখানে, $I = 1500$, $P = 4000$, $T = 3$ বছর।

$1500 = \frac{4000 \times R \times 3}{100}$
$1500 = 40 \times R \times 3$
$1500 = 120 R$
$R = \frac{1500}{120}$
$R = \frac{150}{12}$
$R = \frac{25}{2}$
$R = 12.5\%$

সুতরাং, মুনাফার হার হলো $12.5\%$।