SSC পরীক্ষা - 2019
হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা - 112
শিক্ষা বোর্ডঃ বরিশাল বোর্ড
ক. দৈবযজ্ঞ
খ. ভূতযজ্ঞ
গ. ঋষিযজ্ঞ
ঘ. পিতৃযজ্ঞ
ক. শ্রী রামচন্দ্র
খ. পরশুরাম
গ. বলরাম
ঘ. বুদ্ধ
ক. ঢাকা
খ. চট্টগ্রাম
গ. রাজশাহী
ঘ. সিলেট
ক. ব্রহ্মার
খ. নারায়ণের
গ. শিবের
ঘ. ইন্দ্রের
৬। শেফালি দেবী এ বছর তার মেয়ের হাতে-খড়ি দেওয়ার জন্য ঈশ্বরের এক শক্তির পূজা করবেন। শেফালি দেবী কোন শক্তির পূজা করবেন?
[ সকল বোর্ড-19 ]
ক. সরস্বতী পূজা
খ. লক্ষ্মী পূজা
গ. শীতলা পূজা
ঘ. দুর্গাপূজা
ক. নামকরণ
খ. অন্নপ্রাশন
গ. বিবাহ
ঘ. সমাবর্তন
ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
ক. ব্রাহ্মণ
খ. ক্ষত্রিয়
গ. বৈশ্য
ঘ. শূদ্র
১০। ব্রাহ্মণ বর্ণের কোনো ব্যক্তি সোমবারে মৃত্যুবরণ করলে কোন দিন তার আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠান হবে?
[ সকল বোর্ড-19 ]
ক. বুধবার
খ. বৃহস্পতিবার
গ. সোমবার
ঘ. মঙ্গলবার
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
বিধানদের গ্রামের একটি পূজার দিন সায়াহ্নে প্রত্যেক বাড়িতে প্রদীপ জ্বালিয়ে চারদিক আলোকিত করা হয়। কিন্তু বিকাশদের গ্রামের পূজায় ভিন্ন চিত্র লক্ষ করা যায়। পূজার একটি নির্দিষ্ট দিনে একটি কলাগাছের সাথে অন্য আটটি গাছের চারা বেঁধে দেওয়া হয়।
ক. লক্ষ্মী
খ. সরস্বতী
গ. কালী
ঘ. দুর্গা
১২। বিকাশদের গ্রামে অনুষ্ঠিত পূজার মাধ্যমে -
(i) ঈশ্বরের পূজা করা হয়
(ii) বৃক্ষসচেতন হওয়া যায়
(iii) পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ হওয়া যায়
[ সকল বোর্ড-19 ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
বিপুল কোন খাবারই হজম করতে পারে না। যে কারণে তার ক্ষুধাও পায় না। এ থেকে পরিত্রাণের আশায় সে নিয়মিত একটি যোগাসন অনুশীলন করে। অন্যদিকে তার বোন খাটো হওয়ার কারণে সেও একটি আসন নিয়মিত অনুশীলন করে।
ক. বৃক্ষাসন
খ. অর্ধকূর্মাসন
গ. গরুড়াসন
ঘ. হলাসন
১৪। বিপুলের অনুশীলনকৃত আসনের মাধ্যমে –
(i) মেরুদণ্ড সতেজ হয়
(ii) মানসিক স্থিরতা আসে
(iii) হাত ও পায়ের গঠন সুন্দর হয়
[ সকল বোর্ড-19 ]
ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৭। মৃণালবাবু ধর্মের বিশেষ লক্ষণের দ্বিতীয় লক্ষণটির সাহায্যে একটি সমস্যার সমাধান করেন। মৃণালবাবু ধর্মের কোন লক্ষণটি অনুসরণ করেছিলেন?
[ সকল বোর্ড-19 ]
ক. বিবেকের বাণী
খ. স্মৃতি
গ. বেদ
ঘ. সদাচার