SSC পরীক্ষা - 2018
হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা - 112
শিক্ষা বোর্ডঃ বরিশাল বোর্ড
ক. ব্রহ্মচর্য
খ. গার্হস্থ্য
গ. বনপ্রস্থ
ঘ. সন্ন্যাস
ক. ১৫ বছর
খ. ২৫ বছর
গ. ৩৫ বছর
ঘ. ৪৫ বছর
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
নৃপেন্দ্র বাবু তার ছাত্রদের শেখালেন, হিন্দুধর্মের প্রধান দিক হলো ঈশ্বরে বিশ্বাস ও জগতের কল্যাণ। এছাড়া রয়েছে জন্মান্তরবাদ।
ক. একেশ্বরবাদ
খ. গৌণ
গ. ক্ষণিকের
ঘ. বহুকালের
ক. আত্মার বহির্গমন
খ. আত্মার বিনাশ
গ. আত্মার নতুন দেহ ধারণ
ঘ. আত্মার মুক্তি
ক. শিক্ষা
খ. বন্ধুত্ব
গ. বিনয়
ঘ. ধর্মাচার
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
সুবর্ণার বিবাহ নিয়ে তার বাবা দুশ্চিন্তায় আছেন। ভালো ছেলে পেয়েছেন, কিন্তু পর্যাপ্ত টাকা হাতে নাই। তারপরও সাধ্যমত চেষ্টা করেন যেন মেয়ে সুখে থাকে।
ক. গান্ধর্ব
খ. দৈব
গ. প্রাজাপাত্য
ঘ. ব্রাহ্ম
১০। উক্ত বিবাহ দ্বারা-
(i) পুরুষ সন্তানের জনক হয়
(ii) নারী জননীরূপে লাভ করে মাতৃত্ব
(iii) মানব মনের সুকুমার বৃত্তি বিকশিত হয়
[ সকল বোর্ড-18 ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
ক. চতুর্থ
খ. পঞ্চম
গ. ষষ্ঠ
ঘ. সপ্তম
ক. যোগসাধনা
খ. মহামিলন
গ. স্বর্গলাভ
ঘ. সুখী হওয়া