SSC পরীক্ষা - 2015
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় - 150
শিক্ষা বোর্ডঃ ঢাকা বোর্ড
ক. ১৯৫৪
খ. ১৯৬৫
গ. ১৯৬৯
ঘ. ১৯৭০
ক. প্রস্তাবিত রাষ্ট্রের সংবিধান কেমন হবে
খ. প্রস্তাবিত রাষ্ট্রের রাজধানী কোথায় হবে
গ. প্রস্তাবিত রাষ্ট্রের ভাষা কি হবে
ঘ. প্রস্তাবিত রাষ্ট্রের বৈদেশী নীতি কি হবে
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
ক. শফিউরের পিতা
খ. আব্দুর রউফের পিতা
গ. সালামের পিতা
ঘ. আব্দুল বরকতের পিতা
৫। বাংলাদেশের ইতিহাসে ১৯৯০ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ -
(i) হুসেইন মুহাম্মদ এরশাদের পতন
(ii) গণতন্ত্রের পুনঃযাত্রা
(iii) সামরিক শাসনের পতন
[ Comi-19 | Dha-15 ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
আহমেদের পিতা একজন মুক্তিযোদ্ধা। একদিন তিনি আহমেদকে বললেন, “আমরা” যুদ্ধ করেছি একটি সংগঠনের পরিচালনায়, যে সংগঠনটি ১৯৭১ সালের ১৭ এপ্রিল শপথ নিয়েছিল।
ক. মুজিবনগর সরকার
খ. উপদেষ্টা পরিষদ
গ. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র
ঘ. জাতিসংঘ
ক. মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন
খ. মুক্তিযুদ্ধ পরিচালনা করা
গ. বিদ্রোহ প্রসমন
ঘ. শান্তি স্থাপন
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. তাজউদ্দিন আহমেদ
গ. সৈয়দ নজরুল ইসলাম
ঘ. এ.এইচ.এম. কামরুজ্জামান
ক. নির্দিষ্ট ভূখণ্ড
খ. জনসমষ্টি
গ. সার্বভৌমত্ব
ঘ. সরকার
ক. ঐচ্ছিক
খ. অপরিহার্য
গ. মুখ্য
ঘ. প্রাথমিক
ক. ২৪ অক্টোবর
খ. ২৪ নভেম্বর
গ. ২৪ ডিসেম্বর
ঘ. ৩০ ডিসেম্বর
ক. স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে
খ. পোলিও নিবারনের ক্ষেত্রে
গ. এইডস নিবারণের জন্য
ঘ. নারী স্বাস্থ্য নিয়ে
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
জনাব আফজাল একজন শিল্পপতি। তার মূল উদ্দেশ্যই হচ্ছে সর্বাধিক মুনাফা অর্জন করা। ঈদের সময় তৈরি পোশাকের চাহিদা বেড়ে যায় বলে তিনি একটি গার্মেন্টস কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেন।
ক. সমাজতান্ত্রিক
খ. ধনতান্ত্রিক
গ. মিশ্র
ঘ. ইসলামি
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
ক. ১৯৮১
খ. ১৯৮৯
গ. ১৯৯৫
ঘ. ২০০০
ক. যখন রাষ্ট্রযন্ত্র ব্যক্তি বা গোষ্ঠীর আচরণ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়
খ. যখন বিদেশীরা আক্রমণ করে
গ. যখন অর্থসংকট দেখা দেয়
ঘ. যখন সামাজিক পরিবর্তন দ্রুত হয়
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
জুলেখা অর্থের অভাবে লেখাপড়া ছেড়ে দিয়ে ঢাকায় চাকরির খোঁজে আসে। একদিন সে বখাটেদের নির্যাতনের শিকার হয়।
ক. শিক্ষার অভাব
খ. দারিদ্র
গ. শিল্পায়ন
ঘ. নগরায়ন
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii