SSC পরীক্ষা - 2016
বাংলা ২য় পত্র - 102
শিক্ষা বোর্ডঃ যশোর বোর্ড
ক. হ্ + ম
খ. হ্ + ন
গ. ক্ + ষ
ঘ. ক্ + ম
ক. অঘোষ
খ. ঘোষ
গ. অল্পপ্রাণ
ঘ. মহাপ্রাণ
ক. উ এবং ঊ
খ. এ এবং ঐ
গ. ঐ এবং ঔ
ঘ. ই এবং ঈ
ক. নিন্দিত
খ. পূর্ণতা
গ. নিকৃষ্ট
ঘ. উৎকৃষ্ট
ক. √শ্রবণ+অনট্
খ. √শ্রু+অনট্
গ. √শ্ৰী + অন্
ঘ. √শ্রব + অন
ক. জাত
খ. যুক্ত
গ. সদৃশ
ঘ. স্বার্থে
ক. বিপরীতার্থক
খ. মিলনার্থক
গ. বিরোধার্থক
ঘ. সমার্থক
ক. উপমান কর্মধারয়
খ. উপমিত কর্মধারয়
গ. উপপদ তৎপুরুষ
ঘ. অলুক তৎপুরুষ
ক. মনস্ + ঈষা
খ. মনঃ + ঈষা
গ. মনশ + ঈষা
ঘ. মনি + ঈষা
ক. গরম গরম জিলাপি
খ. বৃষ্টি পড়ে টাপুর টুপুর
গ. ডেকে ডেকে হয়রান হয়েছে
ঘ. ভয়ে গা ছমছম করছে
১১। তারিখ বাচক শব্দের প্রথম চারটি অর্থাৎ ১ থেকে ৪ পর্যন্ত কোন নিয়মে সাধিত হয়?
[ Raj-15 | Bari-20 | Jess-16 | Syl-19 ]
ক. হিন্দি
খ. বাংলা
গ. ইংরেজি
ঘ. সংস্কৃত
১২। শরতের পরে আসে বসন্ত- বাক্যটিতে "পরে" অনুসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
[ Din-19 | Dha-20 | Jess-16, 22 | Mym-22 ]
ক. দীর্ঘ বিরতি
খ. স্বল্প বিরতি
গ. সহগামিতা
ঘ. সঙ্গে
১৩। “আমি অভাগা এনেছি বহিয়া নয়ন জলে ব্যর্থ সাধনখানি।” এ বাক্যে "খানি" পদাশ্রিত নির্দেশকটি ব্যবহৃত হয়েছে-
[ Jess-16 ]
ক. অনির্দিষ্ট অর্থে
খ. বিশেষ অর্থে নির্দিষ্টার্থে
গ. নিরর্থক অর্থে
ঘ. নির্দিষ্ট অর্থে
ক. বিস্ময়সূচক
খ. ইচ্ছাসূচক
গ. বিবৃতিমূলক
ঘ. আদেশবাচক
ক. ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে
খ. তিনি আমাকে পাঁচটি টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন
গ. যতদিন বেঁচে থাকব, ততদিন এ ঋণ স্বীকার করব
ঘ. তিনি আমাকে পাঁচ টাকা দিয়ে বাড়ি যেতে বললেন
ক. কর্তৃকারকে ৭মী
খ. কর্মকারকে ৭মী
গ. করণ কারকে ৭মী
ঘ. অধিকরণ কারকে ৭মী
ক. তার যেন আসা হয়
খ. তার আসা হয়েছে
গ. তার আসা হবে
ঘ. তাকে আসতে হবে
ক. শিক্ষক বললেন আমরা ছুটি চাই কিনা
খ. আমরা শিক্ষকের কাছে ছুটি চাইলাম
গ. আমাদের ছুটি দরকার আছে
ঘ. আমরা ছুটি চাই কিনা, শিক্ষক তা জিজ্ঞাসা করলেন
ক. অকূল পাথার
খ. আট কপালে
গ. কপাল ফেরা
ঘ. ইতর বিশেষ