SSC পরীক্ষা - 2022
বাংলা ২য় পত্র - 102
শিক্ষা বোর্ডঃ বরিশাল বোর্ড
ক. অঘোষ অল্পপ্রাণ ধ্বনি
খ. অঘোষ মহাপ্রাণ ধ্বনি
গ. দন্ত্য ধ্বনি
ঘ. উষ্মধ্বনি
ক. প্রতিমূর্তি
খ. প্রতিবাদ
গ. প্রতিদিন
ঘ. প্রতিদ্বন্দ্বী
ক. ক্রিয়া প্রকৃতি
খ. প্রাতিপদিক
গ. প্রকৃতি
ঘ. প্রত্যয়
ক. √ শ্ৰী + অন্
খ. √শ্রে + অনট্
গ. √শ্ৰু + অন্
ঘ. √শ্রু + অনট্
ক. মহৎ যে কীর্তি
খ. মহতী যে কীর্তি
গ. মহা যে কীর্তি
ঘ. মহান যে কীর্তি
ক. গৈ + এষণা
খ. গো + এষণা
গ. গব + এষণা
ঘ. গবে + এষণা
ক. ট্যা ট্যা
খ. ঠা ঠা
গ. হু হু
ঘ. হি হি
ক. নিরর্থক
খ. নির্দিষ্ট
গ. অনির্দিষ্ট
ঘ. সুনির্দিষ্ট
ক. অতীত কাল
খ. মেঠো পথ
গ. স্বীয় সম্পত্তি
ঘ. জাতীয় সম্পদ
ক. সাইরেন বেজে উঠলো
খ. তিনি বলতে লাগলেন
গ. ঘটনাটা শুনে রাখ
ঘ. ছেলেমেয়েরা শুয়ে পড়ল
ক. আমি রাতে ভাত খাব
খ. শিশুটি রাতে কাঁদে
গ. অমি চোখে দেখে না
ঘ. চুপ করে থাকো
১৮। "সীমার মাঝে অসীম তুমি।"- বাক্যে "মাঝে" অনুসর্গ কী অর্থ প্রকাশ করে?
[ সকল বোর্ড-17 | Din-20 | Raj-20 | Bari-22 | Chit-22 | Comi-19 | Dha-22 | Syl-19, 20 ]
ক. ব্যাপ্তি
খ. মধ্যে
গ. কারণে
ঘ. নিমিত্ত
ক. অনন্বয়ী অব্যয়
খ. অনুসর্গ অব্যয়
গ. অনুকার অব্যয়
ঘ. নিত্য সম্বন্ধীয় অব্যয়
ক. নদীতে মাছ আছে
খ. বনে বাঘ আছে
গ. তিলে তৈল আছে
ঘ. ঘরে লোক আছে
ক. মুখ্য কর্তা
খ. প্রযোজক কর্তা
গ. প্রযোজ্য কর্তা
ঘ. ব্যতিহার কর্তা
ক. বাঁশি বাজে এ মধুর লগনে।
খ. তার যেন আসা হয়।
গ. তুমিই ঢাকা যাবে।
ঘ. এবার একটি গান করো।
ক. ভাবের
খ. পুরুষের
গ. কালের
ঘ. সর্বনামের
ক. বিস্ময়
খ. আদর
গ. হতাশা
ঘ. দুঃখ