SSC পরীক্ষা - 2023
বাংলা ১ম পত্র - 101
শিক্ষা বোর্ডঃ ঢাকা বোর্ড
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
চিড়া বলো, মুড়ি বলো ভাতের সমান নয় মাসি বলো, পিসি বলো মায়ের সমান নয়।
ক. আরবি
খ. ফারসি
গ. বাংলা
ঘ. হিন্দি
ক. দেশি ভাষা উপদেশ মনে হিত অতি
খ. আরবি ফারসি হিন্দে নাই দুই মত
গ. দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়
ঘ. আরবি ফারসি শাস্ত্রে নাই দুই মত
ক. স্কুলের
খ. কলেজের
গ. হাসপাতালের
ঘ. বিশ্ববিদ্যালয়ের
ক. চারদিন ধরে মুষলধারে বৃষ্টি থাকায়
খ. অন্ধ শ্বশুরের অসুস্থতার কারণে
গ. জামী স্কুলে যেতে না পারায়
ঘ. মুক্তিযুদ্ধের কারণে অস্থিরতা শুরু হওয়ায়
ক. চাকরি হারানোর জন্য
খ. ডাক না পাওয়ার ভয়ে
গ. দায়িত্ববোধের কারণে
ঘ. বাড়ি ফেরার তাড়া থাকায়
ক. ধিক্কার
খ. প্রতিবাদ
গ. ফরিয়াদ
ঘ. অসহায়ত্ব
ক. শিল্পের
খ. বিদ্রোহের
গ. ব্যবসা-বাণিজ্যের
ঘ. চিত্রকলা
ক. স্বামীর জমিদারি হারানোর ভয়ে
খ. স্বামীর অসুস্থতার কথা শুনে
গ. ছেলে তাহেরাকে বিয়ে করতে চায় শুনে
ঘ. তাহেরা পীর সাহেবের মুখের উপর কথা বলেছে বলে
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
ঘূর্ণিঝড় সিত্রাং-এ গাছ চাপা পড়ে নিজামদের পরিবারের সবাই মারা গেলেও ভাগ্যক্রমে বেঁচে গেল নিজাম। সে এখন রাস্তার পাগল।
ক. রাজাকারদের অত্যাচার
খ. কলেরা মহামারী
গ. বাঙ্কারে মাইন বিস্ফোরণ
ঘ. মিলিটারিদের নিষ্ঠুরতা
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
ক. কদম ফুল
খ. শিউলি ফুল
গ. হিজল ফুল
ঘ. চালতা ফুল
ক. মক্কায়
খ. তায়েফে
গ. মদিনায়
ঘ. জেদ্দায়
ক. যুদ্ধক্ষেত্রকে
খ. জীবনযুদ্ধকে
গ. প্রতিরোধ যুদ্ধকে
ঘ. অস্তিত্ব রক্ষাকে
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিকো ঘুম,
অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম।
ক. সেই দিন এই মাঠ
খ. কপোতাক্ষ নদ
গ. পল্লিজননী
ঘ. আমার পরিচয়
ক. রাতের অবসান হয়েছে
খ. বাতির তেল ফুরিয়ে আসছে
গ. চিকিৎসার টাকা ফুরিয়ে গেছে
ঘ. মৃত্যু ঘনিয়ে আসছে
১৮। “জান দিমু তবু ধান দিমু না।”—উক্তিটির ভাবার্থের প্রতিফলন ঘটেছে "বহিপীর" নাটকের কোন চরিত্রে?
[ Dha-23 ]
ক. তাহেরা
খ. বহিপীর
গ. খোদেজা
ঘ. হাশেম
ক. এটা দেখতে সুন্দর
খ. এটা দেখতে ছোট
গ. এটার যত্ন নিতে হয় না
ঘ. এটা উপকারী
ক. বুকানিয়ার
খ. পাকালি
গ. ল্যাভেন্ডার
ঘ. বনি প্রিন্স
ক. উলঙ্গ কৃষক
খ. করুণ কেরানি
গ. লোহার শ্রমিক
ঘ. শিশু পাতা-কুড়ানিরা
ক. সবাই ঐক্যবদ্ধ হলে
খ. সৈন্য সংখ্যা বেশি হলে
গ. আধুনিক অস্ত্র থাকলে
ঘ. উন্নত প্রশিক্ষণ থাকলে
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
ক. মোল্লাবাড়ির এক বিধবা
খ. থুথুরে একবুড়ো
গ. এক অনাথ কিশোরী
ঘ. সাকিনা বিবি
ক. বাদাম
খ. কিসমিস
গ. মাংস
ঘ. আলু
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
ফুলের গন্ধে ঘুম আসেন না, একলা জেগে রই, মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই?
ক. পল্লি প্রকৃতি
খ. শৈশবের দুরন্তপনা
গ. ভাই-বোনের সম্পর্ক
ঘ. বাবা-মায়ের শাশ্বতরূপ
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
ক. আলোর অভাব
খ. শোষণ-বঞ্চনা
গ. অসহায় জীবন
ঘ. দুঃখ-দুর্দশা