আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

SSC পরীক্ষা - 2015
বাংলা ১ম পত্র - 101

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জরিনা ও জয়নাল দুই ভাইবোন স্কুলে পড়ে। আর বাকী সময় ফুল বিক্রি করে। যা পায় তা দিয়ে কিছু কিনে খায়, আবার খেলতে চলে যায়। মা অন্যের বাড়িতে কাজ করে, বাবা রিকশা চালায়। সন্ধ্যার আগেই ঘরে ফিরে ওরা। এত অভাবের মধ্যেও ওদের দু"ভাইবোনের মুখে কষ্টের ছাপ নেই।

ক. সর্বজয়া ও নীলমণি

খ. সন্ন ও হরিহর

গ. দুর্গা ও অপু

ঘ. সর্বজয়া ও হরিহর

ক. ১৮৮৬ খ্রিস্টাব্দে

খ. ১৮৯৪ খ্রিস্টাব্দের

গ. ১৯৯৯ খ্রিস্টাব্দের

ঘ. ১৮৯৬ খ্রিস্টাব্দে

ক. আত্মমর্যাদা

খ. জীবসত্তা

গ. মানবসত্তা

ঘ. লেফাফাদুরস্তি

ক. লোভের ফাঁদে পা না দেওয়া

খ. সুশিক্ষার ব্যবস্থা করা

গ. সুশৃংখল সমাজ ব্যবস্থা নিশ্চিত করা

ঘ. মনুষ্যত্ব অর্জনের পথ প্রশস্থ করা

ক. কামরুল হাসান

খ. আলমগীর কবির

গ. হাসান ইমাম

ঘ. আলী যাকের

ক. মেঘনাদবধ কাব্য

খ. মহাভারত

গ. মহাশ্মশান

ঘ. বৈষ্ণব কবিতাবলি

ক. নাটক

খ. প্রহসন

গ. উপন্যাস

ঘ. প্রবন্ধ

ক. সাত বার

খ. দশ বার

গ. এগারো বার

ঘ. সতের বার

ক. অহংকার

খ. ধর্মীয় ভন্ডামি

গ. ধর্মভিরুতা

ঘ. ক্ষোভ

ক. প্রতীক্ষা

খ. প্রতীক্ষা ও প্রত্যাশা

গ. অপেক্ষা

ঘ. আগমন

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


‘সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালবেসে।‘

ক. আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে

খ. আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি

গ. চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে

ঘ. তেরোশত নদী সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে?

ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

খ. প্যারীচাঁদ মিত্র

গ. রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

ক. সাহস

খ. আত্মবিশ্বাস

গ. দেশপ্রেম

ঘ. ভালোবাসা

ক. হরিকাকু

খ. ফুলকলি

গ. নোলক বুয়া

ঘ. জয়নাল চাচা

১৯। নাটকের প্রাণ কী?

[ Raj-15, 16 | Bari-17 | Chit-15 | Dha-15 ]


ক. কাহিনী

খ. সংলাপ

গ. চরিত্র

ঘ. পরিবেশ

ক. বংশ রক্ষা

খ. খেদমত পাওয়া

গ. সমাজ রক্ষা

ঘ. গল্পগুজব করা

ক. তাহেরা

খ. বহিপীর

গ. হাশেম আলি

ঘ. হকিকুল্লাহ

ক. ১৭২০ সালে

খ. ১৭৫৬ সালে

গ. ১৭৫৭ সালে

ঘ. ১৭৯৩ সালে

ক. হাতেম আলি

খ. বহিপীর

গ. হাশেম আলি

ঘ. হকিকুল্লাহ