SSC পরীক্ষা - 2017
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - 154
শিক্ষা বোর্ডঃ ময়মনসিংহ বোর্ড
ক. টিম বার্নাস লি
খ. বিল গেটস
গ. মার্ক জুকার বার্গ
ঘ. স্টিভ জবস
ক. ৪০,০০০
খ. ৫০,০০০
গ. ৬০,০০০
ঘ. ৭০,০০০
৪। ফ্রিল্যান্সের কাজ করার জন্য প্রয়োজন-
(i) ইংরেজি ভাষায় দক্ষতা
(ii) উন্নত নেটওয়ার্ক
(iii) ধৈর্য্য
[ সকল বোর্ড-17 ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
ক. Hyper Text Transfer Protocol
খ. Hyper Text Terminate Protocol
গ. Hyper Text Type Program
ঘ. Hyper Thought Markup Language
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
"x"কিছু দিন যাবৎ লক্ষ করছে, তার কম্পিউটার চালু হতে বেশি সময় লাগছে এবং মাঝে মাঝে রি-বুট হয়ে সংরক্ষিত ফাইল হারিয়ে যাচ্ছে। এ সমস্যার কথা ম্যাডামকে বললে তিনি প্রতিরোধী সফটওয়্যার ব্যবহারের পরামর্শ দেন।
৮। "x" কম্পিউটারের গতি বাড়ানোর জন্য ব্যবহার করবে-
(i) ডিস্ক ক্লিন আপ
(ii) ডিস্ক ডিফ্রাগমেন্টার
(iii) ডিস্ক রিমুভার
[ সকল বোর্ড-17 ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৯। ম্যাডামের পরামর্শকৃত সফটওয়্যার হচ্ছে-
(i) এন্টি-ভাইরাস
(ii) এন্টি-ক্লিন আপ
(iii) এন্টি-ম্যালওয়্যার
[ সকল বোর্ড-17 ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
ক. লাইভ ভিডিও
খ. লাইভ ব্রডকাস্ট
গ. ভিডিও স্ট্রিমিং
ঘ. লাইভ টেলিকাস্ট
ক. মোবাইল ইঞ্জিনিয়ারিং
খ. ডেটা কমিউনিকেশন
গ. প্রোগ্রামিং
ঘ. হার্ডওয়ার ইঞ্জিনিয়ারিং
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
ক. ctrl + P
খ. ctrl + S
গ. ctrl + U
ঘ. ctrl + X
ক. স্প্রেডশিট
খ. ওয়ার্ড প্রসেসর
গ. ফটোশপ
ঘ. ডাটাবেজ
ক. সিনেমা
খ. টেলিভিশন
গ. ভিডিও
ঘ. রেডিও
ক. প্রিমিয়ার
খ. ফটোশপ
গ. ফ্ল্যাশ
ঘ. ডিরেক্টর
ক. Slide layout
খ. Slide show
গ. Hand outs
ঘ. Hand ins
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
A | B | C | D | E | F | |
---|---|---|---|---|---|---|
1 | Name | Ba | Eng | Math | Tot | Average |
2 | X | 45 | 50 | 40 | ? | |
3 | Y | 64 | 60 | 80 | ||
4 | Z | 55 | 40 | 50 |
ক. 45.00
খ. 50.00
গ. 68.33
ঘ. 44.33
২০। "x" এর Total number বের করতে সূত্র ব্যবহার করতে হবে-
(i) = B2 + C2 + D2
(ii) Sum(B2 + C2 + D2)
(iii) = Sum(B2:D2)
[ সকল বোর্ড-17 ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii