SSC পরীক্ষা - 2020
জীববিজ্ঞান - 138
শিক্ষা বোর্ডঃ বরিশাল বোর্ড
ক. রেচন
খ. ভ্রুনের গঠন
গ. দৈহিক গঠন
ঘ. জীবের ক্রমবিকাশ
ক. পেনিসিলিয়াম
খ. অ্যামিবা
গ. প্যারামেসিয়াম
ঘ. নীলাভ সবুজ শৈবাল
ক. ক্রোমোপ্লাস্ট
খ. রাইবোজোম
গ. সেন্ট্রোজোম
ঘ. গলজি বস্তু
ক. আবরণী টিস্যু
খ. যোজক টিস্যু
গ. পেশী টিস্যু
ঘ. স্নায়ু টিস্যু
ক. 360 nm
খ. 420 nm
গ. 560 nm
ঘ. 860 nm
ক. পাউরুটি
খ. দই
গ. মিষ্টি
ঘ. বিস্কুট
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
তৃনা জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে শুধু কেকের ক্রিমটুকু খেলো।
ক. মুখগহ্বর
খ. পাকস্থলী
গ. ক্ষুদ্রান্ত
ঘ. বৃহদান্ত
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১১। কোষরস উদ্ভিদের পাতায় পৌছে-
(i) প্রস্বেদনের টানে
(ii) মূলজ চাপে
(iii) অভিস্রবণ প্রক্রিয়ায়
[ Bari-20 ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
ক. মূত্রথলি
খ. গ্লোমেরুলাস
গ. সংগ্রাহক নালিকা
ঘ. ইউরেটার
ক. শুক্রানু উৎপাদন
খ. গলার স্বর পরিবর্তন
গ. দাড়ি গোঁফ গজানো
ঘ. মেয়েদের চেহারায় নমনীয়তা আনয়ন
ক. লোহিত রক্ত কণিকা
খ. শ্বেত রক্তকণিকা
গ. অণুচক্রিকা
ঘ. নিউরন