SSC পরীক্ষা - 2018
ইসলাম ও নৈতিক শিক্ষা - 111
শিক্ষা বোর্ডঃ সিলেট বোর্ড
ক. অনুগত্য করা
খ. বিশ্বাস করা
গ. ধর্মপরায়ণ হওয়া
ঘ. দাসত্ব করা
ক. তাওহিদের
খ. রিসালাতের
গ. আসমানি কিতাবের
ঘ. আখিরাতের
ক. পাপী মুসলমানরা
খ. মুনাফিকরা
গ. মুশরিকরা
ঘ. ফাসিকরা
ক. আল-মুকাল্লিদ
খ. আয-যিকর
গ. আশ-শিরক
ঘ. আল-বাকারা
ক. ইমাম
খ. আকাইদ
গ. আখলাক
ঘ. এহসান
ক. উহুদ
খ. ইয়ামামা
গ. খায়বার
ঘ. তাবুক
ক. কুরআন
খ. সুন্নাহ
গ. ইজমা
ঘ. কিয়াস
১০। শরিয়তের বিষয়বস্তুর মধ্যে রয়েছে-
(i) বিশ্বাসগত বিধি-বিধান
(ii) চরিত্র সংক্রান্ত রীতি-নীতি
(iii) বাস্তব কাজকর্ম সংক্রান্ত বিধি-বিধান
[ সকল বোর্ড-18 ]
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
ইসলাম একটি গতিশীল, পূর্ণাঙ্গ ও সর্বজনীন জীবন ববস্থা। এতে কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষের জন্য পরিপূর্ণ দিক নির্দেশনা রয়েছে।
ক. সুন্নাহ
খ. ইজমা
গ. কিয়াস
ঘ. ইজতেহাদ
ক. ফরযে কিফায়া
খ. ওয়াজিব
গ. সুন্নাত
ঘ. সুন্নাতে মুয়াক্কাদাহ
১৪। কোনটি সমাজ থেকে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা দূর করে পারস্পরিক সম্প্রীতি স্থাপন করে?
[ সকল বোর্ড-18 ]
ক. সালাত
খ. সাওম
গ. যাকাত
ঘ. দান খয়রাত
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
ছমির নিয়মিত জামাতে সালাত আদায় করে।
ক. ৫ গুণ সওয়াব
খ. ২৭ গুণ সওয়াব
গ. ৫০০ গুণ সওয়াব
ঘ. হাজার গুণ সওয়াব
১৬। ছমিরের ইবাদতে অর্জিত হবে -
(i) আল্লাহর নৈকট্য
(ii) আত্মার পরিশুদ্ধি
(iii) প্রভুর সান্নিধ্য
[ সকল বোর্ড-18 ]
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১৭। ছাত্র-শিক্ষকের সম্পর্ক হবে-
(i) পিতা-পুত্রের ন্যায়
(ii) বন্ধু-বান্ধবের ন্যায়
(iii) গুরু-শিষ্যের ন্যায়
[ সকল বোর্ড-18 ]
ক. i
খ. ii
গ. iii
ঘ. i ও ii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
মাহবুব সাহেব বিত্তশালী লোক। তিনি হজ আদায়ের জন্য ১২ই জিলহজ মক্কায় গমন করেন।
ক. আদায় হবে না
খ. আদায় হবে
গ. কোনমতে আদায় হবে
ঘ. নেকি কম হবে
ক. ৮
খ. ৯
গ. ১০
ঘ. ১১
ক. ঠাট্টা-বিদ্রুপ
খ. হিংসা-বিদ্বেষ
গ. মানবসেবা
ঘ. পরচর্চা
ক. ওয়াদা
খ. শালীনতা
গ. সত্যবাদিতা
ঘ. কর্তব্যপরায়ণতা
ক. হিংসা
খ. গিবত
গ. কর্মবিমুখতা
ঘ. ফিতনা-ফাসাদ
ক. বদান্যতা
খ. অসহনশীলতা
গ. দলাদলি
ঘ. আড়ম্বরতা
২৪। সাদিক মানুষের জন্য নিজের স্বার্থ ত্যাগ করে সাহায্য সহযোগিতা করে। সাদিকের কর্মের মাধ্যমে ফুটে উঠেছে -
[ সকল বোর্ড-18 ]
ক. দেশপ্রেম
খ. ভ্রাতৃত্ববো"ধ
গ. আমানত
ঘ. সত্যবাদিতা
ক. বসন্ত ও হাম
খ. জ্বর
গ. বর্ষপঞ্জি
ঘ. বিজ্ঞান
ক. অলৌকিকভাবে
খ. ব্যবসা করে
গ. খাদিজার আন্তরিকতা ও সৌজন্যে
ঘ. উত্তরাধিকারী সূত্র
ক. নাসির উদ্দিন তুসি
খ. ওমর খাইয়াম
গ. আল খাওয়ারেযমি
ঘ. ইবনে হায়সাম