JSC পরীক্ষা - 2019
বাংলা ১ম পত্র - 101
শিক্ষা বোর্ডঃ সিলেট বোর্ড
ক. নিম্নবিত্ত
খ. মধ্যবিত্ত
গ. উচ্চবিত্ত
ঘ. উচ্চমধ্যবিত্ত
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
শিপন শ্মশান ঘাট থেকে রাতে বাড়ি ফেরার পথে সাদা কাপড় পরা কী একটা দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। ডাক্তার তাকে জ্ঞান ফেরানোর পর সাথে নিয়ে সেখানে গিয়ে দেখে একটা কলা গাছে শুকনো পাতা ঝুলছে যা রাতের বেলা আলো পড়ে সাদা মনে হয়েছিল।
ক. পরাশর ডাক্তার
খ. পরেশ
গ. নগেন
ঘ. নগেনের মামা
৪। উক্ত সাদৃশ্যের কারণ-
(i) কুসংস্কারাচ্ছন্নতা
(ii) বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির অভাব
(iii) শিক্ষার অভাব
[ Syl-19 ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
ক. ২০১৬
খ. ২০১৭
গ. ২০১৮
ঘ. ২০১৯
ক. সৌন্দর্যবোধ
খ. আন্তরিকতা
গ. অভিজ্ঞতা
ঘ. সময়নিষ্ঠা
ক. পর্তুগিজদের
খ. বড়ুয়াদের
গ. ইংরেজদের
ঘ. ফুঙ্গিদের
ক. মানিকগঞ্জ
খ. মুন্সিগঞ্জ
গ. ব্রাহ্মণবাড়িয়া
ঘ. নেত্রকোনা
ক. জাতের ভিন্নতা
খ. বর্ণের বৈষম্য
গ. মানুষের বৈষম্য
ঘ. কর্মের ভিন্নতা
ক. ধর্ম
খ. কর্ম
গ. বংশ
ঘ. জাত
ক. সকালে
খ. সন্ধ্যায়
গ. প্রথম প্রহরে
ঘ. দ্বিতীয় প্রহরে
ক. কাজের
খ. বয়সের
গ. জাতের
ঘ. ধর্মের
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
"গাহি সাম্যের গান—
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।"
ক. বাবুরের মহত্ত্ব
খ. দুই বিঘা জমি
গ. রুপাই
ঘ. প্রার্থনা
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
ক. জালি লাউয়ের ডগা
খ. তমাল তরু
গ. রঙিন ফুল
ঘ. কাঁচা ধানের পাতা