JSC পরীক্ষা - 2018
বাংলা ১ম পত্র - 101
শিক্ষা বোর্ডঃ সিলেট বোর্ড
ক. প্রকৃতিপ্রেম
খ. ধর্মনিষ্ঠা
গ. দায়িত্বশীলতা
ঘ. জীবপ্রেম
ক. ডাক্তারের পরামর্শে কাজ করলে
খ. ভক্তি শ্রদ্ধার ভান করলে
গ. ছবিতে মাথা ঠেকালে
ঘ. ভক্তি শ্রদ্ধা প্রকাশে
ক. i
খ. ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
ক. হাতির দাঁতের শীতলপাটি
খ. মসলিন
গ. নকশি কাঁথা
ঘ. জামদানি
ক. পোশাক
খ. ধর্মাচার
গ. সংস্কৃতি
ঘ. বৈশিষ্ট্য
ক. হালখাতা
খ. বৈশাখী মেলা
গ. মঙ্গল শোভাযাত্রা
ঘ. পূন্যাহ
ক. অপভ্রংশ
খ. বৈদিক
গ. মাগধী প্রাকৃত
ঘ. গৌড়ী প্ৰাকৃত
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
যুব উন্নয়ন প্রশিক্ষণ শেষে সাবিনা একটি হস্তশিল্প প্রতিষ্ঠান স্থাপন করেন। বিভিন্ন লোকজনের সমালোচনা উপেক্ষা করে সে আজ সফল ব্যবসায়ী।
ক. আমাদের লোকশিল্প
খ. পাছে লোকে কিছু বলে
গ. ভাব ও কাজ
ঘ. নারী
ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii, ও iii
ক. প্রতি মুহূর্তে
খ. প্রতিদিন
গ. প্রতিদিন
ঘ. নিশ্বাসে-প্রশ্বাসে
ক. অশেষ মঙ্গল
খ. পথের সম্বল
গ. চারু ফুল ফল
ঘ. দেহ হৃদে বল
ক. চৌহানের ভয়ে
খ. মত্ত হাতির জন্য
গ. ইব্রাহিম লোদির ভয়ে
ঘ. বাবুরের জন্য
ক. সাম্যবাদী
খ. বিষের বাঁশি
গ. অগ্নিবীণা
ঘ. সর্বহারা