JSC পরীক্ষা - 2019
বাংলা ১ম পত্র - 101
শিক্ষা বোর্ডঃ ময়মনসিংহ বোর্ড
ক. অসুস্থতা লাভের আশায়
খ. কুকুরটির মমতায়
গ. ট্রেনের টিকিট না পাওয়ায়
ঘ. আরো কতদিন থাকার ইচ্ছায়
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
নরহরি সব সময় চিন্তায় মগ্ন থাকে। তার মত যারা অকারণে সব বিষয় নিয়ে চিন্তা করে সময় নষ্ট করে, তাদের দিয়ে বাস্তবে কোনো কাজই হয় না । তবে কোনো সময়ই কোনো কাজ নিয়ে চিন্তা করব না, এমনটাও ঠিক নয়।
ক. সুখী মানুষ
খ. ভাব ও কাজ
গ. তৈলচিত্রের ভূত
ঘ. অতিথির স্মৃতি
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
ক. ১৬
খ. ১৭
গ. ১৮
ঘ. ১৯
ক. ২৫শে মে
খ. ২৬শে মে
গ. ২৪শে জুন
ঘ. ২৫শে জুন
ক. ২০০ সালে
খ. ৩০০ সালে
গ. ৪০০ সালে
ঘ. ৫০০ সালে
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
"ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি
এক জলেতে হয় গা শুচি"
ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
ক. বীরাঙ্গনা
খ. কৃষ্ণকুমারী
গ. মেঘনাদবধ কাব্য
ঘ. চতুর্দশপদী কবিতাবলি
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
মীর মশাররফ হোসেন রচিত "অপূর্ব ক্ষমা" রচনায় ইমাম হাসান (রা.)-এর অপূর্ব ক্ষমা ফুটে উঠেছে। স্ত্রী জাএদা ষড়যন্ত্রে পড়ে তার স্বামী ইমাম হাসান (রা.)-কে বিষপান করালে তিনি তা জানতে পারেন এবং স্ত্রী জাএদাকে ক্ষমা করে দিয়ে ক্ষমার মহান দৃষ্টান্ত স্থাপন করেন।
ক. মানবধর্ম
খ. সুখী মানুষ
গ. তৈলচিত্রের ভূত
ঘ. বাবুরের মহত্ব
১০। উপর্যুক্ত রচনায় যে বিষয়টি প্রকাশ পেয়েছে—
(i) স্রষ্টার প্রতি আনুগত্য
(ii) উদারতা
(iii) ক্ষমা
[ Mym-19 ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
ক. পচে যাওয়া
খ. ফিরে আসো
গ. নষ্ট হওয়া
ঘ. গত হওয়া
১২। "রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে"— এখানে "রাঙা মেঘ" দ্বারা কী বোঝানো হয়েছে?
[ Mym-19 ]
ক. সন্ধ্যার আবহ
খ. মেঘের ভয়ানক রূপ
গ. মেঘের গর্জন
ঘ. পাখিদের নীড়ে ফেরার সংকেত
ক. গ্রামবাসী
খ. আখরার লোকেরা
গ. লাঠিয়ালারা
ঘ. বুড়োরা