JSC পরীক্ষা - 2017
বাংলা ১ম পত্র - 101
শিক্ষা বোর্ডঃ ঢাকা বোর্ড
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
ক. ভাবকে
খ. পরিকল্পনাকে
গ. উদ্যোগকে
ঘ. কাজকে
ক. শিশুবেলার
খ. ছেলেবেলার
গ. যৌবনকালের
ঘ. কিশোরকালের
ক. সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে
খ. নিয়ম ভঙ্গ করার কারণে
গ. আইন লঙ্ঘন করার কারণে
ঘ. গণতান্ত্রিক আন্দোলনের কারণে
ক. শহরে জীবনের নানা উপাদান
খ. লোকজ জীবনের নানা উপাদান
গ. পারিবারিক জীবনের নানা উপাদান
ঘ. গ্রামীণ জীবনের নানা উপাদান
ক. কাঠের
খ. পোড়ামাটির
গ. পিতলের
ঘ. তামার
১০। "মংডুর পথে" ভ্রমণকাহিনিতে কোথা থেকে ছাড়া পেয়ে লেখক খাঁচা ছাড়া পাখির মতো উড়াল দিলেন?
[ Dha-17 ]
ক. কারাগার থেকে
খ. হোটেল থেকে
গ. অভিবাসন ও শুল্ক দফতর থেকে
ঘ. হাসপাতাল থেকে
ক. উৎসব
খ. সাহিত্য
গ. খাদ্যাভ্যাস
ঘ. ইতিহাস
ক. গৌড়ী প্রাকৃত
খ. পৌড়ী অপভ্রংশ
গ. মাগধী প্ৰাকৃত
ঘ. মাগধী অপভ্রংশ
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
ক. মধুহীন করো না গো তর মনঃকোকনদে
খ. চিরস্থির কবে নীর, হায় রে, জীবন-নদে
গ. এ দেহ-আকাশ হতে, নাহি খেদ তাহে
ঘ. মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত-হ্রদে
ক. বীরাঙ্গনা
খ. শর্মিষ্ঠা
গ. পদ্মাবতী
ঘ. মেঘনাদবধ
ক. আম গাছ
খ. কাঁঠাল গাছ
গ. জাম গাছ
ঘ. নারকেল গাছ
ক. নিচু জাতের প্রতি অবজ্ঞা
খ. অহংকারবোধ
গ. কুসংস্কার
ঘ. শোষকশ্রেণির নিষ্ঠুরতা
ক. শুভ্র চিন্তা
খ. সংকল্প
গ. স্নেহের কথা
ঘ. মহৎ উদ্দেশ্য
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
পৌষ মাসের কনকনে শীত। রাবেয়া তার রুগ্ণ সন্তানকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রাস্তায় গাড়ি ঘোড়া কিছুই নেই। রাবেয়া চোখ বন্ধ করে সৃষ্টিকর্তাকে ডাকতে ডাকতে চোখ খুলে দেখল একটি গাড়ি এসে হাজির হলো। মনের আনন্দে সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানিয়ে হাসপাতালে গেল।
ক. স্রষ্টা অনন্ত
খ. স্রষ্টা মালিক
গ. স্রষ্টা বিশ্বভুবন
ঘ. স্রষ্টা অসীম দয়াময়
ক. দৌলত খাঁর
খ. চৌহানের
গ. সংগ্রাম সিংহের
ঘ. ইব্রাহিম লোদির
ক. মায়ের সেবা
খ. বধূদের আত্মত্যাগ
গ. নারীর সিঁথির সিঁদুর
ঘ. বোনের সেবা
ক. জসীমউদ্দীন
খ. জীবনানন্দ দাস
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. সুফিয়া কামাল
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
রুবেলের বাবার চাকরি নেই। রুবেল কোনো কাজ না করে আড্ডায় মেতে থাকে। কেবল পরিবার নয়, সমাজও রুবেলকে বোঝা মনে করে।
ক. নদীর স্বপ্ন
খ. দুই বিঘা জমি
গ. প্রার্থী
ঘ. রুপাই
ক. কর্মে বিমুখতা
খ. কর্মে জড়তা
গ. কর্মের দক্ষতা
ঘ. কর্মে অজ্ঞতা
ক. ছড়া
খ. কবিতা
গ. ইতিহাস
ঘ. গল্প