JSC পরীক্ষা - 2016
বাংলা ১ম পত্র - 101
শিক্ষা বোর্ডঃ চট্টগ্রাম বোর্ড
১। ট্রেন ছেড়ে দিলেও লেখক মনের মধ্যে বাড়ি ফিরে যাবার আগ্রহ খুঁজে পেলেন না কেন?
[ Raj-15 | Chit-16 ]
ক. গৃহের প্রতি উদাসীনতা
খ. অতিথির জন্য বিরহকাতরতা
গ. পরিবারের প্রতি অনীহা
ঘ. দেওঘরের প্রতি মমতা
ক. মাঝির ছেলে
খ. সরীসৃপ
গ. প্রাগৈতিহাসিক
ঘ. টিকটিকি
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
বাড়ি থেকে বের হবার সময় খালি কলস দেখলে যাত্রা অশুভ হয়।
ক. পরেশ
খ. নগেন
গ. পরাশর ডাক্তার
ঘ. নগেনের মামা
৪। উক্ত সাদৃশ্যের ভিত্তি—
(i) বিচার-বুদ্ধির অভাব
(ii) কুসংস্কার বিশ্বাস
(iii) বৈজ্ঞানিক জ্ঞানের অভাব
[ Chit-16 ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
ক. ইয়াহিয়া খানের
খ. ভুট্টোর
গ. আইয়ুব খানের
ঘ. টিক্কা খানের
৬। আমাদের দেশের ঐতিহ্য ও জীবনের প্রতিনিধিত্ব করে লোকশিল্পের কোন উপাদানটি?
[ Raj-15 | Chit-16 | Comi-16 ]
ক. নকশিকাঁথা
খ. পোড়ামাটির কাজ
গ. কাঠের কাজ
ঘ. কাপড়ের তৈরি পুতুল
ক. রহমত
খ. হাসু
গ. মোড়ল
ঘ. কবিরাজ
ক. মোড়ল
খ. কবিরাজ
গ. বনের লোকটি
ঘ. হাসু
ক. নন্দনতত্ত্ব বলে
খ. চিত্রকলা বলে
গ. সাহিত্যচর্চা
ঘ. দেশ ও দেশের মানুষকে জানা
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
হামিদ সাহেব পরিবার-পরিজন নিয়ে কক্সবাজারে অবকাশ যাপনে যান। ওখানকার বিপুল সৌন্দর্যে তিনি মুগ্ধ। সাগরের উন্মত্ত জলরাশি, আদিবাসী তরুণ-তরুণীদের নানা পসরার বিকি-কিনি, বিভিন্ন দেশ থেকে আগত অতিথিদের বিচিত্র পোশাক-পরিচ্ছদ ইত্যাদি তাকে আকর্ষণ করে।
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
ক. ইন্দো-ইউরোপীয় আর্যভাষা
খ. প্রাচীন ভারতীয় আর্যভাষা
গ. মধ্য ভারতীয় আর্যভাষা
ঘ. আধুনিক ভারতীয় আর্যভাষা
ক. হিন্দু-মুসলমানের মিলন
খ. মানবপ্রেম
গ. অধ্যাত্ম ভাব
ঘ. বৈষম্য দূরীকরণ
ক. মক্ষিকা
খ. হ্রদ
গ. তামরস
ঘ. বঙ্গভূমি
১৪। "ছিলে দেবী, হলে দাসী।" - "দুই বিঘা জমি" কবিতায় উক্ত বাক্যে কবি কী বোঝাতে চেয়েছেন?
[ Raj-15 | Bari-14 | Chit-16 | Jess-15 ]
ক. অস্তিত্ব
খ. ঐশ্বর্য
গ. মর্যাদা
ঘ. সৌন্দর্য
ক. ঘৃণা
খ. বিরক্তি
গ. রাগ
ঘ. ক্ষোভ
ক. ব্যর্থতার ভয়ে
খ. লোকগুয়ে
গ. আস্থাহীন বলে
ঘ. দৃঢ়তার অভাবে
১৭। কত নারী দিল সিঁথির সিঁদুর,.....
"নারী" কবিতায় বর্ণিত এ বাক্যে কোন জাতীয় মনোভাব প্রকাশিত হয়েছে?
[ Chit-16 ]
ক. নারীর অবদানের অস্বীকৃতি
খ. নারীর বিধবা হওয়া
গ. নারীর যথার্থ মর্যাদার অভাব
ঘ. ইতিহাসে নারীর স্থান না দেয়া
ক. বটের ডালে
খ. হিজলের ডালে
গ. শিমুলের ডালে
ঘ. কাঁঠালের ডালে
ক. কিশোর
খ. জেলে
গ. মাঝি
ঘ. একটি শিশু
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
আজকে আমার বুদ্ধ প্রাণের পল্বলে
বান ডেকে ঐ জাগল জোয়ার দুয়ার-ভাঙা কল্লোলে!
ক. পায়ে পড়ি, মাঝি সাথে নিয়ে চলো, মোরে আর ছোকানুরে
খ. ছোকানুরে, তুই আকাশের রানি, আমি পদ্মার রাজা
গ. লক্ষ্মী তো, মোরে-আর ছোকানুরে, নৌকায় তুলে নাও
ঘ. ইলিশ কিনলে? আঃ বেশ, বেশ, তুমি খুব ভালো, মাঝি
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
ক. মানুষের অস্তিত্ব রক্ষার জন্য
খ. পৃথিবীতে সবুজের বিস্তারের জন্য
গ. ভালোভাবে বেঁচে থাকার জন্য
ঘ. মৌসুমি ফুল দেখার জন্য
ক. গোপালগঞ্জের কাশিয়ানিতে
খ. যশোরের সাগরদাঁড়িতে
গ. গোপালগঞ্জের কোটালিপাড়ায়
ঘ. কুমারখালির শিলাইদহে
ক. স্বর্গীয় নদীর ধারা
খ. অশ্রুধারা
গ. কালবোশেখি ঝড়
ঘ. ক্রোধের আগুন
ক. সোনার ছেলে হত্যার
খ. ভাই হত্যার
গ. শিশু হত্যার
ঘ. বোন হত্যার