JSC পরীক্ষা - 2015
বাংলা ১ম পত্র - 101
শিক্ষা বোর্ডঃ কমিল্লা বোর্ড
ক. সবুজপত্র
খ. বিজলী
গ. ভারতী
ঘ. সওগাত
২। বিধুর বাবার মুখ দিয়ে একটি কথাও বেরুল না কেন?
[ Bari-14 | Comi-15 | বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল ]
ক. বিধুর বুদ্ধিমত্তা দেখে
খ. ছেলেদের চঞ্চলতা দেখে
গ. লোকটির কান্না দেখে
ঘ. গ্রামের মানুষের কর্মতৎপরতা দেখে
ক. পাঠকদের নিছক আনন্দ দান
খ. ভৌতিক পরিবেশ তৈরি
গ. শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করা
ঘ. অলৌকিক ঘটনা অবতরণা করা
৪। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে "বঙ্গবন্ধু" উপাধিতে ভূষিত করা হয় কত সালে?
[ Raj-15 | Comi-16, 15 ]
ক. ১৯৬৮
খ. ১৯৬৯
গ. ১৯৭১
ঘ. ১৯৭২
৫। "বাংলায় হিন্দু-মুসলমান বাঙালি অ-বাঙালি ... আমাদের ভাই"। বলতে কোন চেতনার কথা বলা হয়েছে?
[ Comi-15 ]
ক. ইহজাগতিক চেতনা
খ. মানবিক চেতনা
গ. অসাম্প্রদায়িক চেতনা
ঘ. ধর্মীয় চেতনা
ক. শীতলপাটি
খ. জামদানি
গ. শিকা
ঘ. মাদুর
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
দিনমান বিদ্যালয়ের শিক্ষার্থীরা একদিনের শিক্ষা সফরে কুমিল্লা যায়। শহরের কাপড়ের দোকানগুলো দেখে তারা মুগ্ধ হয়। কেউ কেউ স্মৃতির স্মারক হিসেবে রুমাল কেনে। শালবন বিহারে গিয়ে পুরনো ইটের কাজ দেখে তারা ইতিহাস ও ঐতিহ্যের প্রতি অনুরাগী হয়।
ক. বস্ত্র ও নকশা
খ. কাপড় ও টেরাকোটা
গ. জামদানি ও পুতুল
ঘ. খাদি ও পোড়ামাটি
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
ক. যে কাজ সকলকে আনন্দ দেয় খুশি করে ভাই সুন্দর
খ. আনন্দ প্রকাশ জীবনীশক্তির প্রবলতারই প্রকাশ
গ. সুন্দরের মধ্যে মিলেমিশে একটা বন্ধন সৃষ্টি করে
ঘ. আনন্দকে আমরা বুঝি ইন্দ্রিয়সকলের সাহাযো
ক. উদ্যাপনে
খ. আড়ম্বরতায়
গ. আপ্যায়নে
ঘ. উদ্দেশ্য সাধনে
ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ
খ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ. ড. মুহম্মদ এনামুল হক
ঘ. ড. হুমায়ুন আজাদ
ক. প্রাকৃতিক সৌন্দর্যবোধ
খ. আধ্যাত্মভাব ও মরমি রসব্যঞ্জনা
গ. প্রকৃতি ও মানুষের সম্পর্ক
ঘ. বাস্তবচিন্তা ও সমাজচেতনা
১৬। "মধুহীন করো না গো"- এই চরণে প্রকাশ পেয়েছে কবির হৃদয়ের -
(i) প্রণতি
(ii) আত্মবিশ্বাস
(iii) একাগ্রতা
[ Comi-17, 15 | Jess-14 | Syl-16 ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
ক. সমৃদ্ধির জন্য
খ. প্রকৃতির জন্য
গ. সয়ংসম্পূর্ণতার জন্য
ঘ. আনন্দের জন্য
ক. নিলাজ জননী
খ. নিলাজ কুলটা
গ. নিলাজ দাসী
ঘ. দাসী জননী
২০। হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে; উদ্ধৃতাংশে প্রকাশ পেয়েছে শিশুর-
[ Bari-14 | Comi-15, 16 ]
ক. আনন্দ
খ. স্বাধীনতা
গ. দুরন্তপনা
ঘ. একাগ্রতা
ক. উদাত্ত পৃথিবী
খ. ছাড়পত্র
গ. মাটির কান্না
ঘ. রূপসী বাংলা
২২। "চকোর চায় চন্দ্রমায়" চরণে "চন্দ্রমা" "প্রার্থী" কবিতার কোনটির সাথে তুলনীয়?
[ Bari-14 | Comi-15 ]
ক. সকালের রোদ
খ. পথশিশু
গ. শীতের রাত
ঘ. স্যাঁতসেঁতে ঘর
ক. আমলাদের
খ. সেনাবাহিনীর
গ. শাসকদের
ঘ. পুলিশদের