আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

SSC পরীক্ষা - 2015
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় - 150

ক. মাহবুব-উল-আলম চৌধুরী

খ. আলাউদ্দিন আল আজাদ

গ. আব্দুল গাফফার চৌধুরী

ঘ. ডঃ মনির চৌধুরী

ক. ২৬ মার্চ

খ. ১০ এপ্রিল

গ. ১৭ এপ্রিল

ঘ. ১৬ ডিসেম্বর

ক. কমরেড মনি সিং

খ. সৈয়দ নজরুল ইসলাম

গ. এমন মনসুর আলী

ঘ. এ.এইচ.এম কারুজ্জামান

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


গত বছর এসএসসি পরীক্ষার পর রেহেনা তার বাবা-মায়ের সাথে একটি উপকূলীয় অঞ্চলে বেড়াতে যায়। সেখানে সে জোয়ার-ভাটার লোনা ও ভেজা মাটিতে জন্মানো বিভিন্ন ধরনের বৃক্ষ দেখতে পায়।

ক. i

খ. ii

গ. iii

ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


গত বছর এসএসসি পরীক্ষার পর রেহেনা তার বাবা-মায়ের সাথে একটি উপকূলীয় অঞ্চলে বেড়াতে যায়সেখানে সে জোয়ার-ভাটার লোনা ও ভেজা মাটিতে জন্মানো বিভিন্ন ধরনের বৃক্ষ দেখতে পায়।

ক. i

খ. ii

গ. iii

ঘ. i, ii ও iii

ক. কিউক্রাডং

খ. তাজিওডং

গ. গারো পাহাড়

ঘ. মোদক ময়াল

ক. প্লাইস্টোসিনকালে

খ. টারসিয়ারি যুগে

গ. মধ্যযুগে

ঘ. সাম্প্রতিককালে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


গত বছর এসএসসি পরীক্ষার পর রেহেনা তার বাবা-মায়ের সাথে একটি উপকূলীয় অঞ্চলে বেড়াতে যায়। সেখানে সে জোয়ার-ভাটার লোনা ও ভেজা মাটিতে জন্মানো বিভিন্ন ধরনের বৃক্ষ দেখতে পায়।

ক. ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি

খ. পত্র পতনশীল বনভূমি

গ. ক্লান্তীয় পাতাঝরা বনভূমি

ঘ. গরান বনভূমি

ক. জনসমষ্টি

খ. নির্দিষ্ট ভূখন্ড

গ. সরকার

ঘ. সার্বভৌমত্ব

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব শামীম ঢাকা শহরে একটি শিল্প প্রতিষ্ঠানের মালিক। সর্বাধিক মুনাফা অর্জনের আশায়, স্বাধীনভাবে তার শিল্প প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। তিনি ভূমির জন্য খাজনা, মূলধনের জন্য সুদ এবং নিজ উদ্যোগের জন্য মুনাফা গ্রহণ করলেও শ্রমের মালিককে তার ন্যায্য মজুরির চেয়ে কম মজুরি দিয়ে থাকেন।

ক. প্রচেষ্টা

খ. উৎপাদন

গ. ভোগ

ঘ. বন্টন

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব রাহাত ক্লাসে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠদানকালে ছাত্রদের উদ্দেশ্যে বলেন, "ইদানিং শহর এলাকার লোকজনের মধ্যে বড়দের প্রতি শ্রদ্ধাবোধ এবং ছোটদের প্রতি স্নেহ মমতা প্রদর্শন হ্রাস পাচ্ছে" এতে আমি খুবই শঙ্কিত ও ভীত যে তাতে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না।

ক. সামাজিক নৈরাজ্য

খ. নারীর প্রতি সহিংসতা

গ. সামাজিক মূল্যবোধের অবক্ষয়

ঘ. কিশোর অপরাধ