আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

SSC পরীক্ষা - 2016
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় - 150

ক. অধ্যাপক আবুল কাশেম

খ. অধ্যাপক ড. মুহম্মদ শহীদুল্লাহ

গ. মুহম্মদ এনামুল হক

ঘ. ধীরেন্দ্রনাথ দত্ত

ক. ভাষা আন্দোলন

খ. যুক্তফ্রন্ট নির্বাচন

গ. ছয় দফা কর্মসূচি

ঘ. ছাত্র সমাজের ১১ দফা কর্মসূচি

ক. এককেন্দ্রিক সরকার প্রতিষ্ঠা

খ. একদলীয় শাসন করেন

গ. শোষণমুক্ত রাষ্ট্র গঠন

ঘ. পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব "ক" ১৯৭০ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে পাস করে সদ্য কর্মস্থলে যোগদান করেছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি চাকুরি ছেড়ে দিয়ে যুদ্ধে যোগদান করেন।

ক. ছাত্র সমাজ

খ. বুদ্ধিজীবী

গ. পেশাজীবী

ঘ. জনসাধারণ

ক. ১ম

খ. ২য়

গ. ৩য়

ঘ. ৪র্থ

ক. শ্রীমঙ্গল

খ. কুমিল্লা

গ. ঢাকা

ঘ. পাবনা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


রাকিব বরিশাল থেকে নানাবাড়ি বেড়াতে গিয়ে দেখল সেখানকার মাটির রং ছাই ও লাল বর্ণের এবং বালু ও ছোট ছোট পাথর কণা মিশ্রিত।

ক. টারশিয়ারি যুগের পাহাড়সমূহের

খ. উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ

গ. প্লাইস্টোসিন কালের সোপানসমূহ

ঘ. প্লাবন সমভূমি

ক. সেক্সট্যান্ট

খ. টারবাইন

গ. ট্রান্সমিটার

ঘ. ল্যাকটোমিটার

১২। The Modern State গ্রন্থের রচয়িতা কে?

[ Din-20 | Bari-20 | Dha-19, 16 | Jess-16 | Syl-15 ]


ক. এরিস্টটল

খ. অধ্যাপক গার্নার

গ. টি এইচ গ্রিন

ঘ. আর. এম. ম্যাকাইভার

ক. আইন সকলের জন্য সমান

খ. আইনের অপপ্রয়োগ করা

গ. যখন যাকে খুশি গ্রেফতার করা

ঘ. সবকিছু আইন অনুসারে চলা

ক. এরিস্টটল

খ. গার্নার

গ. জন অস্টিন

ঘ. টি এইচ গ্রিন

ক. মেক্সিকোতে

খ. কোপেনহেগেনে

গ. নাইরোবিতে

ঘ. টোকিওতে

ক. সেচ ব্যবস্থা

খ. ব্যাংক

গ. হাসপাতাল

ঘ. মোবাইল ফোন

ক. ফসলি জমি

খ. কালিবিহীন কলম

গ. সূর্যের আলো

ঘ. নদীর পানি

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


ঢাকার রমিজ সাহেব তার পোশাক কারখানার জন্য প্রায় দশ লক্ষ টাকার নতুন কিছু মেশিন কিনলেন। ফলে তার কারখানায় আরও কিছু শ্রমিক নিয়োগ দিতে হয় এবং তার মুনাফা আগের চেয়েও বেড়ে যায়।

ক. বিনিয়োগ

খ. মূলধন

গ. ভূমি

ঘ. ভোগব্যয়

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মিসেস জারা রহমান একটি সরকারি অফিসের কর্মকর্তা। তিনি বাংলাদেশ সরকারের ১১ জানুয়ারি, ২০১১ সালের প্রকাশিত গেজেটের ভিত্তিতে ৬ মাসের ছুটি ভোগ করছেন।

ক. মাতৃত্বকালীন ছুটি

খ. নৈমিত্তিক ছুটি

গ. অর্জিত ছুটি

ঘ. বিনোদন ছুটি

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মিসেস জারা রহমান একটি সরকারি অফিসের কর্মকর্তা। তিনি বাংলাদেশ সরকারের ১১ জানুয়ারি, ২০১১ সালের প্রকাশিত গেজেটের ভিত্তিতে ৬ মাসের ছুটি ভোগ করছেন।

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii

ঘ. i, ii ও iii

ক. ৭ বছরের কম বয়সীরা

খ. ৭-১৬ বছর বয়সীরা

গ. অনূর্ধ্ব ১৬ বছর

ঘ. অনূর্ধ্ব ১৮ বছর